নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনা থেকে সবকিছু লিখতেই ভালো লাগে,আর সেই ভালোলাগা লেখা গুলি সবার মাঝে ছড়িয়ে দিতেই লেখালেখির জগতে আসা।যদি কোন ভুল দেখতে পান ধরিয়ে দিবেন আমি শুধরে নিতে চেষ্টা করব।

নিশ্চুপ জীবনের লুকোচুরি

ফেসবুকে আমার অনেক গল্প শেয়ার করা আছে আপাদত তাই দিচ্ছি।অনেক পেজে হয়ত গেছে।তখন আমার আইডি নাম ছিল নিশ্চুপ জীবনের লুকোচুরি।বর্তমানে আইডি নাম Naimul Islam Rubel তাই কেউ ভাব্বেন না কপি করা গল্প দিচ্ছি।আমার বেশি লেখা রেডিও মুন্নায় শেয়ার করা। আমার ফেসবুক আইডি লিংকঃ Facebook.com/NishcupRubel

নিশ্চুপ জীবনের লুকোচুরি › বিস্তারিত পোস্টঃ

কল্পনায় ভালোবাসা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

""""""""" কল্পনায় ভালোবাসা"""""""""
"
"
"________ বাস্তব জীবনে ভালোবাসা পাবার থেকে কল্পনায় পাওয়া অনেক ভালো।
"
"
________ বাস্তব জীবনের ভালোবাসায় হারানোর ভয় থাকে,কিন্তু কল্পনার মাঝে যেই ভালোবাসা সেই ভালোবাসা হারানোর কোন ভয় থাকে না।
"
"
________ আপনার যত ইচ্ছা ভালোবাসতে পারবেন,কল্পনায় মনের মাধুরী মিশিয়ে।
"
________ আপনি তাকে কষ্ট দিতে চাইলেও পারবেন না।আবার সে আপনাকেও কষ্ট দিতে পারবে না।
"
"
________ কেননা কল্পনায় শুধু ভালবাসা যায়,কষ্ট দেওয়া যায় না।
"
"
________ এখানে রাত নেই,দিন নেই,ঝড় নেই বৃষ্টি নেই,যখন ইচ্ছা তাকে নিয়ে আপনার কল্পনা সাজাতে পারেন।
"
"
_________ শুধু মনের মধ্যে থেকে ইচ্ছা আর তার জন্য ভালোবাসাটা থাকলেই হয়।
"
"
_________ রাতের আধারে কিংবা দিনের আলোতে তাকে যখন খুশি দেখতে পাওয়া যায়।
"
"
_________ দেখার জন্য নিজের চক্ষু দুইটা বন্ধ করে মনের চক্ষু দুইটা মেলে দেখলে হয়।
"
"
_________ সেই কল্পনার মাঝে সে আছে আপনারই জন্য দাড়িয়ে।
"
"
_________ এই ভালোবাসাটা খুব খুব পবিত্র ভালোবাসা।জীবনে হয়ত কোন দিন অপবিত্র হবে না,কেননা এটা যে শুধুই আপনার কল্পনা।
"
"
_________ স্বপ্নতো সবাই দেখতে পারে,কিন্তু সেই স্বপ্ন বাস্তব এর মত করে কয়জন দেখতে পারে?
"
"
_________ ভালতো সবাই বাসতে পারে,কিন্তু কল্পনার রাজ্য সাজিয়ে ভালোবাসতে কয়জন পারে।
"
"
আমি কল্পনা সাজাই, কল্পনায় ভালোবাসি,কল্পনায় লিখি শুধু তোমায় নিয়ে।আমার কল্পনা জুড়ে যে শুধু তুমি আর তুমি।
"
"
"_____®_____ Naimul Islam Rubel (নিশ্চুপ জীবনের লুকোচুরি)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

শামছুল ইসলাম বলেছেন: আপনার কল্পিত ভালবাসার বর্ণনায় মুগ্ধ হয়েছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

নিশ্চুপ জীবনের লুকোচুরি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.