নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Where life burns

Hope is immortal

নিশিবাস

আমি নিশিবাস। রাতের আঁধারে খুঁজি আশার প্রদীপ। জামায়াত-শিবিরের প্রবেশ নিষিদ্ধ। ইমেইলঃ [email protected]

নিশিবাস › বিস্তারিত পোস্টঃ

১৮+১টি রসালো কৌতুক

২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৯

১. একজন জেনারেল, একজন কর্নেল এবং একজন মেজরের মাঝে আলোচনা হচ্ছে।

জেনেরেলঃ সেক্সের ষাট ভাগ পরিশ্রম আর চল্লিশ ভাগ আনন্দের।

কর্নেলঃ সেক্সের পচাত্তর ভাগ পরিশ্রম আর পচিশ ভাগ আনন্দে।

মেজরঃ সেক্সের নব্বই ভাগ পরিশ্রম আর দশ ভাগ আনন্দের।



এক সময় একজন জওয়ান আসলো তাদের কাছে। জেনেরেল বললেন, ঠিক আছে, ঐ জওয়ান ব্যাটাকে জিঞ্জেস করা হোক। অন্য দুজন তা মেনে নিল।



জওয়ান বললো , সেক্সের পুরুটাই আনন্দের। এ কথা শুনে তারা তিন জন এক সাথে বলে উঠল, কেন তুমি একথা বললে ?

জওয়ান বললো, পরিশ্রমের হলে তো কাজটা আমকেই করতে দিতেন, আপনার করতেন না।



২. দাদুভাই গেছে একটা ভায়েগ্রা কিনতে। দোকানদার বলল, “ দাদু একটা কেন আরও নেন”

দাদুভাই, “ আমার এতটুকু খাড়া করতে হবে ,যাতে পেশাব করতে গেলে স্যান্ডেলে না পড়ে"



৩. : (ঘুম জড়িত কন্ঠে) হ্যালো…

: কিরে, কতবার ফোন করলাম ফোন ধরছিস না কেন?

: ও না কাল রাতে খুব ডিস্টার্ব করছিল। আমি খুব রেগে ওকে বলে দিলাম- তোমার মুখদর্শন করতে চাই না…

: ও তখন কী করল ?

: কী আর করবে, আস্তে আস্তে উঠে ঘরের লাইটের সুইচটা অফ করে দিয়ে এল…



৪. মল্লিকা শেরাওয়াতের মৃত্যুর পর কবরে কি লেখা হবে ??

উত্তর-হায় কপাল !! প্রথমবার একা শুয়ে পড়তে হলো!!!!



৫. ২ পুরুষের পতিতালয় থেকে ফিরে এসে আলাপচারিত-

১ম জনঃ আমার বউই ভালো।

২য় জনঃ ঠিক বলেছো,তোমার বউ আরো ভালো।



৬. কলগার্লের সাথে সেক্স করার পর-

ছেলে, “সেক্স করলে দুজনেই মজা পায়, তাহলে ছেলেই কেন টাকা দিবে” কাঁদতে কাঁদতে চোখের পানি নাই হৈয়া গেলো

কলগার্ল, “ গাধা,তুমি জানো না- আউট গোয়িঙ্গের উপরই বিল হয়,ইনকামিং ফ্রী’!!!



৭. স্বামী(বাসর রাতে)- তুমি কি কখনো সেক্স মুভি দেখেছো ?

স্ত্রী - একবার দেখেছি

স্বামী - এখন আমরা তাই করব,যা ঐ মুভিতে হয়েছে।

স্ত্রী(চিন্তা করে)- তাইলে বাকী দুজন কই থেকে আনবে।



৮. বাসর রাতে স্বামী বউয়ের চোখে বারবার চুমু দিচ্ছে

বউ বলল, “ বারবার চোখে চুমু দিচ্ছ কেন?”

স্বাম , “ তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই,শুধু পাঠ করতে মন চায়”

বউ , “ নিচে লাইব্রেরীতে আগুন জ্বলছে,আর তুমি বই নিয়ে ব্যস্ত”!!!!



৯. “বাবা,আমি কিভাবে জন্মেছি?”ছেলের প্রশ্ন,

বাবা, “ তোমার আম্মা আর আমি ইয়াহুতে পরিচিত হয়েছি।আমরা ই-মেইলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করি।এরপর সাইবার ক্যাফেতে দেখা করি।তোমার আম্মা ওখানে আমার হার্ড ডিস্ক স্লটে ঢুকাতে বলে,যে মুহুর্তে আমি আপলোড করবো ঠিক তখনই মনে পড়লো আমাদের কারো ফায়ার ওয়াল ইন্সটল করা নাই,ততক্ষনে ডিলিট চাপার সময়ও শেষ। ৯ মাস পর একটা পপ আপ আসে,ওটা তুমি”



১০. রবিবার গির্জায় ধর্মোপদেশের মাঝখানে এক লোক হঠাৎ লাফ দিয়ে উঠে দ্রুত বাইরে চলে গেল। লোকটার এই আচরণে অন্যরা অবাক হল । পর দিন পাদ্রী যখন এর কারণ জানতে চাইলেন তখন সে বলল, এক সপ্তা আগে আমার ছাতাটা হারিয়ে ফেলেছিলাম । আপনি কাল যখন বলেন, ‘তোমরা ব্যভিচার করিও না ’ তখন আমার মনে পড়ল ওটা আমি কেথায় ফেলে এসেছি ।



১১. বউ: “ বইয়ে পড়েছি একটি পুরুষ কুকুর সারা বছর কমপক্ষে ৩০০ বার সেক্স করে,আর তুমি ১০০ বারও করো না” (গররররর)

স্বামী: “একই কুকুর একই মেয়ে কুকুরের সাথে ৩০০ বার করে এইডা কোন বইয়ে লেখা আছে?”



১২. বিছানায় এক রাউন্ড প্রেম পর্বের পর সদ্য কুমারিত্ব বিসর্জনকারিনী প্রেমিকা চিন্তা করছে, “ ঢুকলো ৭ ইঞ্চি,বেরুলো ৩ ইঞ্চি,বাকী ৪ ইঞ্চি কি ভিতরেই থেকে গেল???”



১৩. বাসর রাতে বউয়ের সাথে সহবাসের সময় বউ ব্যাথায় চিৎকার করে ওঠলো।স্বামী বেচারা বলল, “ ১০ পর্যন্ত গুনতে থাকো,ব্যাথা না কমলে বাদ দিব”

স্ত্রী: “১,২,.......৩,৪,৫......৬,৭,৮,........৯,,৯,৮,৭,৬,৫,৪,৩,২,১.......২,৩,৪.....”



১৪. কলগার্ল খদ্দেরের সাথে অকাজ(সু) করার সময় হঠাৎ গ্যাস ব্যোম ঝাড়ল! হাসি মুখে খদ্দেরকে বলল, যখন সামনের গর্ত আনন্দ পাই, তখন পেছনের গর্ত জোরে হেসে ফেলে!!!!



১৫. দুই কালসিটে বসা চোখ নিয়ে ফিরলো জুমন।



রুমমেট সুমন বললো, ‘কী রে, কী হয়েছে?’



জুমন বললো, ‘আর বলিস না। বাসে বসেছিলাম, এক মহিলা দাঁড়িয়ে যাচ্ছিলো। তো, হয়েছে কি, মহিলার শাড়িটা পেছনে এমন বিচ্ছিরি ভাবে এঁটেছিলো, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। আমি ভাবলাম, ওজায়গায় শাড়িটা আঙুল দিয়ে এক চিমটি টেনে একটু ঢিলে করে দিই, ওনার সুবিধে হবে। ঐ কাজ করতেই মহিলা পেছন ফিরে এক ঘুঁষি মারলো আমার বাম চোখের ওপর।’



‘আয় হায়। আর ডান চোখে কী হয়েছে?’



‘মার খেয়ে আমি ভাবলাম, যেমন ছিলো তেমনটাই করে দিই। তাই আঙুল দিয়ে খুঁচিয়ে আবার ওটা আগের মতো আঁটো করে দিলাম …।’



১৬. একদা এক সাধু পাড়ায় গেল, কাজ সমাধা হলে, সাধু চলে যাওয়ার আয়োজন করতেই নটি বলল,” বাবাজি পয়সা!”

“ছি! ছি! তোমার কাছ থেকে পয়সা নিতে পারি, পাগলি!” সাধুর উত্তর।



১৭. ছেলেঃ বাবা, বড়ভাইয়া তো দরজা খুলছে না!

বাবাঃ খুলবে খুলবে, কাল রাতে তোমার ভাইয়ার বাসর রাত ছিল তো, ক্লান্ত তাই এখনও দরজা খুলছে না।

ছেলেঃ ঠিক আছে বাবা, কিন্তু রাতে ভাই আমার কাছে কোল্ড ক্রিম চাইলে আমি তো ভুলে ফেবিকল দিয়েছি। সেই জন্য চিন্তা করছি!!!!



১৮. এক ফরাসী, এক ইতালীয় আর এক বাঙালি ট্রেনে বসে নিজেদের বিবাহিত জীবন নিয়ে গল্প করছে।



ফরাসী বলছে, ‘গত রাতে আমার বউকে চারবার আদরসোহাগ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে, আর বলেছে, আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি।’



ইতালীয় বলছে, ‘গত রাতে আমার বউকে ছয়বার আদরসোহাগ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে, আর বলেছে, আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি।’



বাঙালি চুপ করে আছে দেখে ফরাসী তাকে প্রশ্ন করলো, ‘তা তুমি গত রাতে তোমার বউকে ক’বার আদরসোহাগ করেছো?



বাঙালি বললো, ‘একবার।’



ইতালীয় মুচকি হেসে বললো, ‘তোমার বউ সকালে তোমাকে কী বললো?’



‘ওগো, থামো, আর না …।’



১৯. পঞ্চাশোর্ধ এক ব্যবসায়ী সুন্দরী এক কল গার্লের সেবা গ্রহণ করলেন এবং তাকে নগদ টাকা না দিয়ে তার অফিসে একটি বিল পাঠাতে বললেন। বিলতো আর গৃহিত সেবার নামে করা যাবে না তাই ব্যবসায়ী গার্লকে পরামর্শ দিলেন তুমি এমন একটা বিল আমার অফিসে পাঠাবে যেন আমি তোমার কাছ থেকে একটি এ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম।

যথারীতি গার্ল পরের সপ্তাহে ব্যবসায়ীর অফিসে একটি বিল পাঠালেন।

এ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ ৫০০০ টাকা ।

ব্যবসায়ী সভাব সুলভ কারনে সেই বিলও কাটলেন ২৫০০ হাজার টাকা কেটে বাকী আড়াই হাজার টাকা পাঠালেন গার্ল এর কাছে। বিল কাটার কারন হিসেবে তিনি লিখলেন :

১) আমি ভেবেছিলাম এ্যাপার্টমেন্টটি (??) একদম নতুন আগে কেউ ব্যবহার করেনি, কিন্তু ভাড়া নেয়ার পর দেখলাম এটি আগেও ভাড়া হয়েছে।

২) ভাড়া নেবার সময় আমি ভেবেছিলাম এ্যাপার্টমেন্টটি (??) অনেক ছোট এবং সুন্দর, কিন্তু ভাড়া নেবার পর দেখলাম অনেকে এই এ্যাপার্টমেন্ট ব্যবহার করায় এর আকার অনেক বড়। এত বড় এ্যাপার্টমেন্ট আমার পছন্দ নয়।

৩) ভাড়া নেবার সময় আমি ভেবেছিলাম এ্যাপার্টমেন্টটি (??) অনেক গরম হবে ,

কিন্তু ভাড়া নেবার পর দেখলাম এটি একেবারেই ঠান্ডা ।

কলগার্ল ব্যবসায়ীর এই কারন সহ অর্ধেক পেমেন্ট পেয়ে রেগে গেলেন এবং আড়াই হাজার টাকা ফেরত পাঠিয়ে দিয়ে পুরো ৫০০০ টাকা দেবার অনুরোধ করলেন এবং ব্যবসায়ীর কারন গুলোর বিপরীতে লিখলেন:

১) তুমি কি করে ভাবলে এত সুন্দর এ্যাপার্টমেন্টটি (??) ভাড়া না হয়ে এতদিন পরে থাকবে?

২) এ্যাপার্টমেন্টটি (??) আসলে সুন্দর এবং ছোটই ছিল, কিন্তু তোমার যদি এই এ্যাপার্টমেন্টটি (??) ভর্তি করার মত ফার্নিচার (??) না থাকে তাহলে আমার কি করার আছে?

৩) এ্যাপার্টমেন্টটিতে (??) আসলে অনেক গরমই ছিল কিন্তু তুমিতো জানই না এটা কি ভাবে অন করতে হয়।

তাই আমার পুরো পাওনা ৫০০০ টাকাই দিতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +৪২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৬

বাবুই চড়ুই বলেছেন: অনেক্ষণ যাবত হাসলুম =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
ধইন্যা

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৭

নিশিবাস বলেছেন: :D :D :P :P

আপনারে হাসতে দেইখ্যা....

২| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০৬

স্বাধীকার বলেছেন: ব্যাপক মজা পাইছি।++

এখানেও পাবেন কিছূ।

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৭

নিশিবাস বলেছেন: ভালো লাগলো।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৪

অস্তমিত গন্তব্য বলেছেন: ৯. “বাবা,আমি কিভাবে জন্মেছি?”ছেলের প্রশ্ন,
বাবা, “ তোমার আম্মা আর আমি ইয়াহুতে পরিচিত হয়েছি।আমরা ই-মেইলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করি।এরপর সাইবার ক্যাফেতে দেখা করি।তোমার আম্মা ওখানে আমার হার্ড ডিস্ক স্লটে ঢুকাতে বলে,যে মুহুর্তে আমি আপলোড করবো ঠিক তখনই মনে পড়লো আমাদের কারো ফায়ার ওয়াল ইন্সটল করা নাই,ততক্ষনে ডিলিট চাপার সময়ও শেষ। ৯ মাস পর একটা পপ আপ আসে,ওটা তুমি
:) :) :) :) :) :)

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮

নিশিবাস বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৫৩

কামরুল হাসান শািহ বলেছেন: ৭ নম্বারটা বেশী ভাল লাগছে

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮

নিশিবাস বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০২

সিস্টেম বলেছেন: =p~

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৯

নিশিবাস বলেছেন: :) :)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:৩৪

বিডিআর বলেছেন: গুরু দারুন হইছে।

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০

নিশিবাস বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১১

হেডস্যার বলেছেন:

=p~ =p~ =p~ =p~
সংগ্রহে রাখলাম। দারুন।

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০

নিশিবাস বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২১

মাছুম খানঙ বলেছেন: অেনক মজা পাইলাম। অেনক ধননবাদ। আরও আশা করি।

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৯

নিশিবাস বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫০

সুহাসলেলিন বলেছেন: মজা পাইলাম..

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫

নিশিবাস বলেছেন: ধইন্যাবাদ।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৯

দুরবীণ বলেছেন: ---

১১| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১২

নীল ভোমরা বলেছেন: হাঃ...হাঃ...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৩

নিশিবাস বলেছেন: :) :)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৬

আলঝেইমার ক্রিস্টোসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৭

নিশিবাস বলেছেন: :D :D :D :D :D

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৮

শিপু ভাই বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০১

নিশিবাস বলেছেন: ;) ;) ;) ;)

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯

নাযীর আহমদ বলেছেন: ১২৩..৪৫৬..৭৮৯..৩৪৫৬..৮৯..২৩.. :) :D B-) ;) :) :D B-) ;)

১৫| ২৪ শে মার্চ, ২০১১ সকাল ৯:৫৪

রাস্তার ফকির বলেছেন: “ নিচে লাইব্রেরীতে আগুন জ্বলছে,আর তুমি বই নিয়ে ব্যস্ত”

০১ লা এপ্রিল, ২০১১ রাত ১:৫৫

নিশিবাস বলেছেন: ;)

১৬| ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১:২১

সেক বলেছেন: চরম আনন্দ পাইলাম.........।প্রিয়তে নিলাম...।।।

১৭| ০২ রা জুলাই, ২০১১ রাত ২:২৬

রাখালছেলে বলেছেন: খাসা মামা....জব্বর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.