![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব ------------------
আবার আমি কোদাল খোন্তা আর পাশুন হাতে তুলে নেবো
শক্ত হাতে ধরবো লাঙলের মুঠি
সজিব ঘাসে স্বাস্থ্যবতী করে তুলবো হালের বলদ
ঘাসে ছাওয়া পতিত ভূমিগুলো চাষযোগ্য করে তুলবো আমি
জমির আল ঝুড়ে জ্যামিতির বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্র আঁকবো
অংকে লেটার পাওয়া এই আমি এক সময়ের মেধাবী ছাত্র
মালকোচা মেরে রোদে পুড়বো আর জলে ভিজে
মৃত্রিকার গভীরে পুঁতে দেবো ফসলের মিছিল
সোনা রং রোদে আহলাদে ফোটাবো কৃষাণীর হাসি
রাত্রিচর্ষনের অনুকুল সায় নেবো মাটির সোঁদা গন্ধমাখা সখিনার
শহর ছেড়ে চলে যাবো
এই সভ্যতা আর বর্ণমালার গাদা গাদা বইয়ের জ্ঞানগুলো ছুঁড়ে মারবো
শ্যাওলাপড়া মজা পুকুরের জলে
আবহমান পুরুষের চিরায়ত চাষের পদ্ধতি প্রয়োগে এই বাংলার মাটির ফলায়
তুলে আনবো মানবিক মানুষের বীজ
এই আধুনিক যুগের অভিনীত বিদ্যার স্থলে জারি করবো প্রকৃতির সাবলীল শিক্ষানীতি।
আজকের শিক্ষার লক্ষ্য গগনচুম্বি ইমারত
সুদ ঘুষ আর কোটি টাকার প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপণ
আজকের শিক্ষা লুটেরা বিদ্যার কলাকৌশলের নানা পদ্ধতিপ্রণয়ন
আজকের শিক্ষা টাকা, চ্যানেল আর মামা শালাদের সম্পর্কের ফিরিস্তি।
হাতে যদি আবার তুলে নিই কোদাল খোন্তা আর পাশুন
তবে আমার কোনো চ্যানেলেরই প্রয়োজন পড়বে কেনো ?
নির্বাহী ব্যক্তির কোনো স্বাক্ষর কিংবা কোনো সুপারিশের প্রয়োজন পড়বে না
আমি আবার গ্রামে ফিরে যাবো
লাঙলের মুঠি শক্ত হাতে ধরে ফলাবো আবহমান ধান
যা খেয়ে বেঁচে থাকবে শিক্ষিত মানুষের থুলথুলে পরাণ।
২০.০২.২০১৩
©somewhere in net ltd.