নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

আমরা নগ্ন আর বিবস্ত্র হয়ে গেলাম

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

শাফিক আফতাব---------



চারটি ঘোড়া আকাশে শাঁই শাঁই উড়ছে, সাথে উড়ছে কিছু রঙিন মাছ, আর গাছেরা হয়েছে ফুলবতী কন্যা, মাছেরা ছাতা মাথায় বৃষ্টির দিনে হাঁটছে আর হাঁটছে, মানুষগুলো সব উলঙ্গ অঙ্গে উপাঙ্গে সমবেত হয়েছে ইংলিশরোডে। আর কেশবতী নারীরা সব নগ্নযুগল অহংকার নিয়ে ঝুলছে, কেউ খদ্দর সন্ধ্যান করছে র্ফামগেটের পরিত্যক্ত পার্কে, কেউ জাতীয় সংসদ এলাকায় কেউ আবার জাতীয় ঈদগাহমাঠের ফকিরদের আস্তানায়। পায়রার মতোন শহরের প্রতিটি খুপরিতে বাকবাকুম কুম সঙ্গীত ধরেছে কেউ, চুরুট খেতে গ্যসলাইট জ্বালিয়েছে প্রেমিকপুরুষগুচ্ছ। আমার মাথা চক্কর দিয়ে উঠলো, আমি কী স্বপ্ন দেখছি ? আবার দেখি ধবধবে আলোর সাদারোদদিন, আকাশে সূর্য নেই ; চাঁদ : আবার দেখি সূর্যের কিরণ নেই; ভেতরে বাস করছে এক পান্তাবুড়ি। চাঁদকেই সূর্য মনে হচ্ছে না তো ? কী এক ঘোরের মধ্যে সবকিছু আজ অসংলগ্ন মনে হচ্ছে আমার। মানুষের পড়ন থেকে বস্ত্র কেনো আলগোছে খুলে খুলে যাচ্ছে, আমি নিজের দিকে তাকালাম : দেখলাম, আমারও এক দীর্ঘ পাথরমাছ খাল খুঁজছে, দপ করে জ্বলে উঠতে উদ্যত হচ্ছে। আমরা এই শহরের মানুষ আজ কী পাপের ফলে নগ্ন আর বিবস্ত্র হয়ে গেলাম।

২৩.০৩.২০১৩

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: নগ্ন মানেই তো বিবস্ত্র। নগ্ন আর বিবস্ত্র একসাথে কিভাবে হয়? আগে বাংলা শেখেন তারপর কবিতা লিখতে চেষ্টা করবেন।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

অনুপম অনুষঙ্গ বলেছেন: আচ্ছ। তা শিখলাম। বিবস্ত্র আর নগ্নতা আলাদা জিনিস। ধন্যবাদ আপনাকে। রবীঠাকুর লিখেছেন ‌‌অশ্রুজল' শব্দটার সাথে পরিচিতি আছে তো ? ভালো থাকবেন। দোষটা খোজার আগে ভালোটা খুজুন। আপনার জন্য শুভ কামনা।

২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২১

একাকী বাংলাদেশি বলেছেন: গান্জা কি এত সস্তা হয়ে গেল নাকি?

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

অনুপম অনুষঙ্গ বলেছেন: এটা গাণ্জা মার্কা কবিতা। জানেননা ? বাঙলায় এই কবিতার লেখা শুরু করেন জীবনানন্দ দাশ। তারপর আব্দুল মান্নান সৈয়দ।
আপনাকে ধন্যবাদ।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

সরদার হারুন বলেছেন: এটা কি কবিতা ?

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

অনুপম অনুষঙ্গ বলেছেন: এটা পরাবাস্তব কবিতা।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

মাথাল বলেছেন: ব্যাপার কি? কমেন্টে সবাই এটাকে কবিতা বলার চেষ্টা করছেন? তাজ্জব বনে গেলাম!!!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

অনুপম অনুষঙ্গ বলেছেন: আমিও তাই বলছি। এটা কবিতা নাকি ? যুক্তিহীন কথাবার্তা!

৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

মরমি বলেছেন: অপূর্ব একটি লেখা। লেখক কবিতা বলছেন একে। কিন্তু আমার কাছে শুধু কবিতা মনে বলে মনে হচ্ছে না । জীবনের সাথে এর কোন তফাৎ খুঁজে পাচ্ছি না। লেখকের ব্যক্তিগত উপস্থিতি না থাকলে এটিকে কবিতা বলা যেতে পারতো। ধন্যবাদ লেখক।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

অনুপম অনুষঙ্গ বলেছেন: মরমি আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। সাহিত্যে জড়িয়ে থাকলে অবশ্যই দেখা হবে। সেই আশায় থাকলাম।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

পাগলাগরু বলেছেন: খালি গান্জায় তো এই জিনিস হয় না ভাই, সা্থে কি ডাইল ও ছিল নাকি?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

অনুপম অনুষঙ্গ বলেছেন: ডাইল থাক আর ডাউল থাক। গরু কী খেয়ে পাগলা হলো ?

৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

সবুজ মহান বলেছেন: কালীদাস বলিয়াছেন ,

অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।

বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য...অসাধারণ...



:P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.