![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------------
জেসিকা, আষাঢ়ের বাতাস, আমাকে পাগল করে তোলে _
কেবলই মনে হয়, তোমার কিশোরী চুলগুলো উড়ছে আমার নাকের ডগায়,
কেবলই মনে হয়, বৃষ্টির শব্দে সদরের বাসায় গাছগুলো আঁচড়ে মরছে
তোমার আমার মিলনের জন্য ;
বৃষ্টির শব্দরা কথা বলছে, আমার মন গলছে,
আর তুমি কিছু উষ্ণউত্তাপে অনুকূলে বাতাম তুলেছো,
মনের বোতাম খুলছো।
জেসিকা আজ আষাঢ়ের কত তারিখ ? জানিনা,
যদিও বাংলার অধ্যাপক ;
তবু মন বলেছে আমার, আজ সেইদিন, সেই মধুরমুর্হুত,
সেইফুলফোটা বর্ষারদুপুর,
জেসিকা কতটা সময় কেটে গেলো
এই শহরের অতিআধুনিক অভিজাত ইমারতগুলো সেকেলে হয়ে গেলো
কত নদী মরে গেলো,
আকাশের রং বদল হলো কতশতবার
তুমি আর তোমার অনুভব শুধু অক্ষয় আর অবিনাশী চেতনায় থেকে গেলো
আমি মধ্যবয়সে বসে তোমাকে ভুলতে চাইলাম
ছাত্র, অর্থ আর বৈষয়িক, সংসারী চিন্তায় বুথ হয়ে টাকার ধান্দায় ঘুরতে থাকলাম,
ঘুরতে থাকলাম, কিছু পাঠ্যবই লিখে বাড়তি কিছু আয় যদি হয় !
অথচ তোমাকে ভোলা গেলোনা
আষাঢ় আসে, আষাঢ় যায়, তোমার ভালোবাসায় বর্ষার প্রথম জল যেন ঝরে পড়ে
সদ্যফোটা রজনীগন্ধার পাতায়
তুমি পুরিপুষ্ট এক পূর্ণবতী যুবতী হয়ে এসো,
তোমাকে দেখেই আমার বুভুক্ষু মন ভরে যায়, ঘাতে আঘাতে জর্জরিত এই
শুষ্ক দেহে বেয়ে আসে উচ্ছল বর্ষার জল................
©somewhere in net ltd.