![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
আমার জীবনের লক্ষ্য ছিলো সাংবাদিক হবো। সেজন্য বড় সাংবাদিক হবার আশায় বাবার আদেশ অগ্রাহ্য করে ঢাকায় আসি। এখানেই লেখাপড়া শেষ করি। জনৈক এক সাংবাদিক ভাই এই পেশা থেকে দূরে থাকতে বললে আমি একটি চাকরি সন্ধানে বেরিয়ে পড়ি। কয়েক ডজন ভাইয়া দিয়ে একটি স্নাতক কলেজে এখন অধ্যাপনা করছি। কিন্তু সেই সাংবাদিক হবার বাসনা আমাকে এখনো কুরে কুরে খায়। মনে হয় যদি সাংবাদিক হতে পারতাম, আমার লেখাগুলো লীড নিউজে ছাপা হতো,দেশের তাবৎ মানুষ আমাকে চিনতো, 'আমি কবি হয়ে গেছি, আমি লেখক হয়ে গেছি'। জানি ইহ জীবনে সে আশা পুরন হবার নয়। কারণ বিসিএস পাশ করার চেয়ে সাংবাদিক হওয়া কঠিন ঠেকে আমার কাছে ..............
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
অনুপম অনুষঙ্গ বলেছেন: বন্ধুবর এটা কিন্ত কবিতা লিখিনি। কী যে হলো জানিনা।
২| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইম্কাপণ বলেছেন: সাংবাদিক হলে কি করতেন? তা তো বললেন না। সাংবাদিক হওয়া কঠিন যেমন সহযও তেমনি। সাংবাদিকতার শুরুটা বেশ কঠিন। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আর আপনার লেখায় সাংবাদিক হয়ে ওঠার ইচ্ছার চেয়ে কবি হওয়ার আকাঙ্খা বেশী। তাই কি হতে চেয়েছেন তা স্পষ্ট নয়। সাংবাদিকতায় অনেক অযোগ্য ব্যাক্তি রয়েছে যারা একটি বাক্য সঠিক ভাবে লিখতে পারে না। আবার অনেক যোগ্যরাও আছে সন্দেহ নেই। তারপরেও সাংবাদিকতার জটিলতা অনেক বেশী। বাইরে থেকে যতখানি মনে হয় ভিতরে এরচেয়ে বেশী হতাশ হতে হয়। আমি একটি বড় পত্রিকার সাংবাদিক। কিন্তু হতাশা আছে অনেক। এরপরে আমি আপনাকে বলব কোন পেশাই মহান হতে পারে না। মহান মানুষের ভুমিকা। তার কাজ সমাজে অংশ গ্রহণ কতখানি তাই তাকে অনেক ওপরে নিয়ে যায়। স্বাভাবিক ভাবে বলা হয় শিক্ষকতা মহান পেশা। কিন্তু পরিমলকে নিশ্চয়ই কেউ মহান বলে না। বিষয়টি এমনই। বাংলাদেশের এক বিখ্যাত লেখক অধ্যাপক যতীন সরকার। তিনি আপনার মতই কোন মফস্বল কলেজের অধ্যাপক ছিলেন। কিন্তু সাংবাদিক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের অনেককেই তিনি ছাড়িয়ে গিয়েছেন।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। গঠনমূলক দিক নির্দেশনা দেবার জন্য। তবু আমার শখ পার্ট টাইম যদি কোনো পত্রিকায় কাজ পেতাম
যেমন আমার কলেজের ক্লাস শেষ হয় বেলা ১ টায়। বাকী সময়টা পত্রিকায় দিতে চাই। যদি সুযোগ থাকে, বা করে দিতে পারেন,উপকৃত হতাম। আমি ঢাকাতেই অধ্যাপনা করি। ঢাকা ছাড়িনি। যদি জীবনযাপনে ধকল যায়। আপনাকে আবার ধন্যবাদ আর শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকবেন।
যদি মনে হয়, সুযোগ হয়, দয়া হয় ০১৭১২২১৫০০৯
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
আশিকুর রহমান শোভন বলেছেন: আমি সাংবাদিকতাকে আকড়ে ধরে বেচে থাকতে চাই । এখন একটা কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছি । আমি জানি যেকোনো বিভাগ থেকেই সাংবাদিক হওয়া যায় , কিন্তু আমার ইচ্ছাটা এতোই প্রবল ছিলো , বাবা-মার সুপ্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আমি মাধ্যমিকেই আর্টস নিয়ে পড়েছি !! সমাজের ভাষায় আর্টসের স্টুডেন্ট খারাপ , তাদের সমালোচনার জবাব দিতে এসএসসিতে সরকারী বৃত্তি পেয়েছি । আমি অনেক দূরে যেতে চাই , সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহন করতে চাই , চাই এবং চাই দোয়া করবেন ভাই
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: দোয়া রইল ভাই। তবে বড়শর্ত হলো রেজাল্ট ভালো করতে হবে। তবেই সব পথখোলা।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০
পরিবেশ বন্ধু বলেছেন: স্মৃতির গহন থেকে শব্দের ব্যঞ্জনায়
যারা ভাষার মনোরম ফসল ফলায়
তারাই কবি
স্মৃতির আল্পনায় কাব্য ফুটে সেই ছবি
ধন্যবাদ আপনাকে
সুদ্ধ শুভেচ্ছা