![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব........................
কয়েকটি বিড়ির মোতা, আর ব্যবহৃত ম্যাচের কাঠি, কয়েকটি কনডমের খোসা
ব্যবহার্য বেলুনের রিং, কয়েকটি হলুদ পাতা, কয়েকটি ইটের গুড়িঁ
একটি পুরনো এক টাকার কয়েন, চতুর বেশ্যার ব্যবহৃত ছেঁড়া ব্রা পড়ে আছে
বর্ষার বৃষ্টিধৌত প্রভাত, পরিস্কার সূর্যের চকচকে রোদ, কী মোহন মধুর পরিবেশ ছিলো
এখানে আজ রাতে, আরও দেখা যায় একটি লালসবুজ গামছার একপাট
আপেলের বোটা, কমলার খোসা, আর বিসমিল্লাহ হোটেলের কমদাশী বিরাণির প্যাকেট
প্যাকেট বাঁধার প্লাষ্টিকের রশি,
ঘটনা ঘটেছে এখানে, পৃথিবীর চিরসত্য ঘটনা এক
যেখান থেকে নিস্তার নেই কারো।
নিস্তার নেই বলে দেশের পবিত্রতম স্থানে কুকুরমিলন, নিশপ্রহরী কী করে সারারাত ভর
এখানে ? তারা কী রাতের গায়ে হেলান দিয়ে ঝিঁমোয় বৃদ্ধ বলদের মতোন
না তারাও দলভুক্ত হয় নিউটনের সূত্র মেনে ?
এই শহরে এই, গুচ্ছ গুচ্ছ পায়রার খুঁপরির ভেতর পায়রা শুধু বাকবাকুমবাক করে
পায়রাগুলি মানুষের জমির ধান খায়,
অবৈতনিক শিক্ষার মতোন সরকারী খাস জমি ভেবে তারা পরজীবীর মতোন বাচেঁ।
নিরাপত্তা দেবে কে কাহার,? যে দেবে সে পালাবে কোথায়
মূলত কেউ কারো নয়,ফলত দেখি, বেলুনের রিং, ব্যবহার্য লালসবুজ গামছার একপাট
বিড়ির মোতা, কয়েকটি কনডমের খোসা, আর রক্তাভ পুঁজ.....
২০.০৭.২০১৩
©somewhere in net ltd.