![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মাটির সাঁনকির জলে কী পাবে ফ্রিজের স্বাদ ?
শাফিক আফতাব.................
এই পোড়া ইটের বাড়ি চাই না আমি__তুমি আমাকে কাঁচা মাটির ঘর দাও
পোড়া ইটে প্রাণ নেই__কাঁচা মাটিতে প্রাণের স্পন্দন আছে__
আছে আবহমান বাংলার রূপ__আছে এক মানবিক মধুপ__তুমি কেনো আমাকে পোড়াও ?
আমাকে তুমি এই আলীশান পোড়া পাথরের বাড়ি না__কাঁচা মাটির ঘর দাও।
কত করে বলেছি আমি কৃষকের সন্তান
আমাকে তুমি চাইনিজে নিয়ে যেওনা__বদহজম হবে__ ঐ সব উপাদেয় খাবার
পরিপাকতন্ত্রে মানাবে না আমার__ঐ সব ইংরজি ঢং বাংলা কথা আমার মুখে আসেনা
তবু তুমি কথিত মেধাবী ভেবে সাদি করলে__
এখন তোমার সাথে মেলাতে পারি না আমি__
আমি যদি বলি তোমাকে বর্ষায় ভেজাবো __তুমি বলো__ না
আমি যদি বলি ফকির মিসকিনকে দুবেলা খাওয়াই__তুমি বলো__ওরা প্রতারক
আমি যদি বলি__গ্রামের বাড়িতে কিছু টাকা পাঠাতে হবে__তুমি বলো বাজে চিন্তা
আমি যদি বলি খাবো একবাটি খাটিঁ দুধ, দুটো আঁটিয়া কলা, তুমি বলো খাবো বাংলামদ নয়তো এক বোতল বিয়ার
আমি যদি বলি নদীতীরে যাবো__তুমি ব্রা খুলে বসে থাকো।
এই দূরত্ব ঘুঁচাবো কী করে আমি
আমার বাবা যেখানে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন, প্রার্থনায় বসেন
তখন তোমার বাবা রাতের কৃত্যাদি শেষে ঠিক ভোর পাঁচটায় ঘুমোতে যান__
আমি যদি শুনি মৃত শিল্পীদের ক্লাসিক সংগীত__তুমি সেখানে ধুমধাম ঢোলের বাড়িতে প্রকল্পিত করে ড্রয়িং।
কী করে দুরত্ব কমবে ?
তোমাদের পোড়া ইটের বাড়িতে মনগুলো পুড়ে গেছে
সেখানে কাঁচা মাটির সাঁনকির জলে কী পাবে ফ্রিজের স্বাদ :
কী করে বুঝবে ভালোবাসা আমার আবহমান বাংলার রূপ__ অথই অগাধ।
১১.১০.২০১৩
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ আর শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০
আগন্তুক কাক বলেছেন: ভাল এবং সুন্দর