![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
মরা নদীর মতোন শুকে গেছে আমার অশ্রুনদী, পাথরপাষাণ হৃদয় আমার ;
কতদিন কাঁদিনা আমি__তোমার জন্য শেষ কেঁদেছিলাম এক বসন্তে,
তারপর, কত নির্বাসিত বসন্ত এসে গেছে, তারপর কত দিন,রাত্রি গেছে, আমি কাঁদিনি,
কান্নার মতোন চোখে জল ছিলোনা, বেদনার বালচুরে উড়ছে কষ্টের চিল, অথই নীলাকাশ
হয়ে গেছে ধুসর, জলবায়ূ পবিবর্তনে প্রকৃতির ভেতর থেকে বিলুপ্ত হয়ে গেছে ফলাদী বৃক্ষ,
দেশি মাছ, ভূমির উর্বরতা কমে গেছে। অামার ভালোবাসার রসালো বুক শীর্ণ হয়ে গেছে,
প্রেমের তৃণগুলো মরে গেছে, কালের ছোবলে আমি সীমার হয়ে গেছি, আমি আর কাঁদিনা,
কান্নার মতোন জল ছিলোনা আমার, আমি মেঘের কাছে জল চেয়েছিলাম, মেঘ বলেছে
এক বর্ষায় জল দেবে, দেয়নি, ভালোবাসার জন্য যেমন হৃদয় দরকার, কান্নার
জন্য জল, সেই জল কোথাও খুঁজে পাইনি আমি,বালুচর হয়ে গেছে আমার অশ্রুনদী।
মানুষের আবেগের নদীতে আজ বালুচর, মানবতার বৃক্ষে সুদৃশ্য স্বর্ণলতা, মানুষ আজ
নিপুণ অভিনেতা, মানুষের জন্য আমার আর কাঁদতে ইচ্ছে করেনা, মনে হয় খাকনা
হায়েনার মতোন ছিঁড়েঁফেড়ে, মানুষের মানবতা্ উজাড় হয়ে যাক, এদেশে গজব নেমে
অাসুক, সৃষ্টির সেরাজীবদের আজ ইচ্ছেতরে ঘৃণা করতে ইচ্ছে করে, কী করে মানুষ পারে
পাথরের মতোন পাষাণ হতে, কী করে ভালোবাসার নদীতে ঢেলে দ্যায় বিষ, কী করে পারে
মানুষ, এই সব দেখে দেখে আমারও শুকে গেছে অশ্রুনদী, আমি আর কারো দুঃখে দুঃখ পাই
না, আমিও পশুদের কাতারে শামিল হতে চলেছি..................
১৬.৬.২০১৪
©somewhere in net ltd.