![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি তার কাছে সত্য আর সুন্দরের কথা বলেছিলাম,
ন্যায় নীতির দুটো বাক্য ছুঁড়েছিলাম,
উচিত অনুচিত শব্দ দুটির পার্থক্য বোঝাতে চেয়েছিলাম
তিনি কুকুরের মতোন খ্যাক করে উঠলেন
নির্বাহী ক্ষমতার অহংকারে কেদারা ঝোকাতে থাকলেন
পাত্তাই দিলেন না।
সেই মানবপশুর রাঙা চোখদুাট মনে হলো শিকারী সিংহের অনাহারী রাতজাগা ক্রোধের বিচ্ছূরণ
মনে হলো মদমাগির দালালের অস্থির জীবনযাপন
মনে হলো প্রিয়তমা স্ত্রী তার নিশিভ্রমনে পৃথিবীর পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ান।
মনে হলো তার রক্তে বুঝি দুষণ আছে
মনে হলো তিনি মানুষের নামান্তর মাত্র।
আমি তার টেবিলে ছিঁড়ে ছুঁড়ে দিলাম নিয়োগপত্রটি
মৃত্তিকামানবের সন্তান আমি লাঙলের মুঠি ধরে ফলাবো সোনালী ধান
পিতার পৈত্রিক পুকুরে ছাড়বো দেশি মাছের পোনা
রবীশস্যে ভরাবো পাঠানের ভিটার জমি
আপন রক্তের নির্যাসে জীবনযাপণের প্রনালী রচনা করবো।
আমি আর সত্য সুন্দরের কথা কাউকে বলতে যাইনা
লাঙলের মুঠিতে মিথ্যে নেই,
মৃত্তিকার গভীরে মিথ্যে নেই,
আবহমান বাংলার চাষাবাদে, শষ্যের অংকুরে মিথ্যে নেই
আমি প্রকৃতির অমোঘ সত্যের কাছে নিজকে মেলে ধরবো
ভালোবাসার বীজ ছিটাবো আবাদী জমিতে, দেখবে খনি ফলছে
নির্বাহী চেয়ারের অনৈতিক তর্জনী নির্দেশকে মানবো না আমি,
ফকিরের মতোন ফাও খেয়ে যারা জীবন ধারন করে, তাদের লজ্জা হয়না ?
১৭.০৬.২০১৪
©somewhere in net ltd.