নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

পরাবাস্তবে তোমাকে পাই // শাফিক আফতাব //

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২

যথাসম্ভব দিক ঠিক করেই পথ হাঁটি, ধীরে ধীরে পা ফেলাই

দিকগুলো শক্ত করে ধরি, দেখি অকস্মাৎ উত্তর দক্ষিণ হয়ে গেছে

পুব পশ্চিম। কিছুতেই ঠাওর করতে পারিনা, উত্তর কেমন দক্ষিণ হলো

পুব পশ্চিম, অমন বাস্তবরা দেখতে দেখতে চোখের সীমানা অতিক্রম

করতে না করতেই অতিবাস্তব হয়ে যায়, পরাবাস্তব হয়ে যায়,



তোমাকে ভালোবাসতে বাসতে যখন সমুদ্রিক মাছের মতোন পিছলে যাও

তখন তোমাকে পাই বোধের গহীনে, পরাবাস্তবে, অনুভবে,

সেখানে বিস্তীর্ণ খামার, ঘাসফুল, কাশফুল, অরণ্যের নির্জনতা

তোমার নগ্নসুন্দর গঠন, আমি বিনাবেতনে সেই পাঠশালায় করি অধ্যয়ন।



বাস্তবে পাই না কিছু, পাই চরা দামে, সে সামর্থ নেই

কিছু কিনতে গেলেই বাজারে আগুন, চারপাশের মহুর্মুহ ফাগুন

আমি নিঃস্ব প্রান্তিক, ক্ষুদে চাষা, অত চড়া দাম সাধ্যের বাহিরে

তাই প্রায়শ আমি বাস্তবতার হাত ধরে হাঁটতে হাঁটতে যাই পরাবাস্তবের হাটে

সেখানে মনের ইচ্ছেমত আমি শপিং করি, নারীর দেহে হাত দেই, স্তন মুঠো করে

মুখে দেই, বিনাটাকায় শাবার ঢক ঢক গিলে গিলে খাই, স্বর্গের সুধা পাই।

১৯.০৭.২০১৪















দূরে যাই তবু কাছে আসি,

কেনো আসি, জানি না।

তোমাকে যে ভালোবাসি, মানিনা।



পৃথিবী যদি কেন্দ্রের দিকে টানে

বর্ষা যদি বান ডেকে আনে

তাকে তুমি বলবে কী

হে আমার সখী।



ভিতরে আমার অভিকর্ষ বল

নিম্নগামী নদীর স্রোত

স্রোত যদি সাগরসঙ্গমে যায়

তাকে কি ভালোবাসা বলা যায় ?



যত দূরে যাই আকাশে উড়ি

অামি যে তোমার রঙিন ঘুড়ি

হাতের মুঠোয় ঘুরেফিরে আসি

কেনো যে ভালোবাসি।

২০.০৭.২০১৪



আজন্ম শত্রুর মধ্য দিয়ে চলছি

ঘরে বাইরে ওঁত পেতে থাকে তারা

কেউ জমির আল কাটে, কেউ পুকুরে মাছ ধরে

কেউ ফল চুরি করে, কেউ সুনামে ঈর্ষা করে,

কেউ চাঁদা চায, কেউ কালো টাকা সাদা করে।

............................................



সত্যকথন //

শাফিক আফতাব //



সব সময় পিছেই থাকতে চেয়েছি,

শুধু শুনেই যেতে চেয়েছি

শুধু সয়েই যেতে চেয়েছি__তবু বাধে

শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, তাদের সাথে বাধে।



পাঠশালাতে গুলোতে আজ বুঝি পাঠ নেই শালা নেই।

শালারা বড় হয়, জ্ঞানী হয়, ধ্যানি হয়, কূটকৌশল শেখে

ভাউচারে অর্থ পাচার করে, মানুষ ঠকানোর ফন্দি করে

ফাও খায়, অথচ ন্যায় আর ন্যায্য শিখতে তারা এসেছিলো

ক্যাডারগণ ক্যাাডারবৃত্তি করে, কম মেধাবীরা আদম ব্যবসা করে

তারচে ক্ষুদে মেধাবীরা খাদ্যে ভেজাল দেয়, পুঁজিপতিরা পতিতালয়ে যায়

আমরা শুধু দেখে যাই, সয়ে সয়ে যাই, শিক্ষা জাতির মেরুদণ্ড,

দণ্ডের দিকে তাকাই।



শিক্ষার নামে মানুষ শিখছে বিলাস আর ভোগের সূত্র

তাইতো দেখছি বড় কামুক হয়,ক্ষমতাধর রাজার পুত্র।

১৯.০৭.২০১৪





একজন প্রমিত কবির কথা //

শাফিক অাফতাব //



তোমাকে প্রমিত ভাবতাম

নিজকেই মনে হতো ব্রাত্য

পরে দেখলাম আমি সত্য

তুমি ভূয়া নৌকোর বাদাম।



তুমি আমাকে পাত্তা দিতে না

ভাবতাম তুমি আসলেই মেধাবী

তুমি তুখোর জ্ঞানী কবি

কোনো কাজেই তাই করিনি মানা।



তুমি কেমন চটপট করতে,

ভাবতাম আধুনিক স্মার্টরা বুঝি এমন

পরে শুনি তোমার পূর্বপুরুষের স্খলন

তুমি নিজেই কুয়োর ব্যাঙ, কুয়োতে।



তুমি প্রমিত নও, ওসব বাজে অভ্যেস

মানুষের সঙ্গে মেশো, তুখোর কবি নিখিলেস।

১৯.০৭.২০১৪



মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরাবাস্তবতায় ডুবে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.