![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
আমি কথা দিয়েছিলাম, নতুন ধাঁচের কবিতা লিখবো ; কোনো কবির সঙ্গেই
মিল পাওয়া ভার, এ-ও বলেছিলাম, বছরে প্রসব করবো দুচারটি কবিতা __
নতুন কবিতা আমদানী করতে অনেক চেষ্টা চরিত্র হলো, বিভিন্ন কবির সঙ্গে
যোগাযোগ, আড্ডা, মৃত কবিদের কাব্যের ভাব-ভাষা ও বিষয়-আষয়, নন্দন
তত্বের বিভিন্ন সূত্র ব্যবচ্ছেদ করা হলো__কোনো থই পাওয়া গেলো না।
এই যে আজকে নববর্ষের দিন, বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার, অথচ আমার
বিষণ্নতা, কেনো না সাধ্যমত কবিতার চালান আমদানী করতে পারি নি আমি
আমি হালকাকালারের কিছু শব্দ নির্বাচন করতে চাইলাম প্রকৃতির অবাধ ক্ষেত্রে,
কিছু সাদামাটা অলঙ্কার, কথ্যভাষায় সাধারণ মানুষের জীবনালেখ্য রচনা করতে
চাইলাম। অবশেষে কিছুই হয়ে উঠলো না। আবার ফিরে যেতে হয় সেই মৃত্তিকার
অঙ্কুরে, নাগরিকভাষায় নিজের মাহাত্ম প্রচার করতে কংক্রিটের পাষাণফুলের
টবেতে করলাম আধুনিকতার চাষ। পরে দেখা গেলো তা হয়ে উঠছে ভাগাড়ের
দুর্গন্ধময় ময়লার স্তুপ। আমি যতবার লুঙ্গির গিঁট খুলে মহাশূন্যে ওড়াতেচাইলাম,
ততবার একরাশ মেঘ এসে আমাকে আবৃত করে ফেললো। আমি আমার লজ্জা
ঢেকে মাটির গন্ধ হৃদয়ে মেখে আবার রচনা করতে থাকলাম আমার পিতাদের
লাঙলের ফলায় তোলা ফসলের গান, ভালোবাসলাম ধানভানা কৃষাণীর পরাণ।
০১.০১.২০১৫
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১০
অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা রইল।
হ্যাপ্পি নিউ ইয়ার