![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
প্রিয় ব্লগার ভাইসব।
এক সময় অত্যধিক কবিতার লেখার জন্য আপনারা আমাকে অনেকেই গালমন্দ করেছিলেন। আজ কত চেষ্টা করছি। আমার কবিতা হয়ে উঠছে না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
অনুপম অনুষঙ্গ বলেছেন: বইকেনার দিকে কবিরা কখনো খেয়াল রাখেন না।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯
বিদগ্ধ বলেছেন: কবির জন্য সমবেদনা....
সময়/জায়গা/মনোভাব (এমনকি মানুষ) বদল করে দেখুন.... কাজ হয় কি না
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা করি।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
সুমন কর বলেছেন: কেন, কবি ! হঠাৎ কি হল ?
সময় নিন, হয়ে উঠবে।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: বইকেনার দিকে কবিরা কখনো খেয়াল রাখেন না। "
-পাঠককে বুঝার চেস্টা করেন; বই যদি মানুষ না পড়ে, তখন আপনি নতুন করে ভাবার সুযোগ পাবেন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধৈর্য ধরেন কবিতা আসবে।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: নিজেকে কবিতা লেখার ভাবনা থেকে দূরে রাখুন দেখবেন হটাৎ কবিতা লেখা হয়ে যাবে ।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
অন্ধবিন্দু বলেছেন:
হবে ... হবে ... কবিতা অমনি থামে আবার চলে।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার লেখার গণ্ডি কি কবিতা পর্যন্তই সীমাবদ্ধ? যদি তাই না হয়, তবে কবিতা আপাতত বাদ রেখে অন্য কিছু লিখতে সমস্যা কোথায়? আর কবিতা না লেখতে পারার কথা ব্লগে এভাবে পোস্ট দিয়ে বলার মাহত্ম্য কোথায় আমি জানি না।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
ভূতের কেচ্ছা বলেছেন: আপনার লেখা পড়ে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত এর পরিত্যক্ত অংশে তার স্বগক্তির কথা মনে পড়ল.............
"যাহার পা-দুটো আছে, সে-ই ভ্রমণ করিতে পারে; কিন্তু হাত-দুটো থাকিলেই ত আর লেখা যায় না। সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে, ভগবান আমার মধ্যে কল্পনা-কবিত্বের বাষ্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি, ঠিক তাহাই দেখি। গাছকে ঠিক গাছই দেখি—পাহাড়-পর্বতকে পাহাড়-পর্বতই দেখি। জলের দিকে চাহিয়া, জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কাহারো নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক—একগাছি চুলের সন্ধানও কোনদিন তাহার মধ্যে খুঁজিয়া পাই নাই। চাঁদের পানে চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছে, কিন্তু কাহারো মুখটুকু ত কখনো নজরে পড়ে নাই!"
অাপনার ো একই দশা...........
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
কালের সময় বলেছেন: কিছু কইলাম না
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রকাশিত কবিতার বইগুলো কি মানুষ কিনেছিলেন?