![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তোমাকে দেখে আমারও হিংসে হয়
কেনো না আমিও তো রক্তমাংসের মানুষ।
মৌসুমী কুকুরের মতোন আমারও ঝরে পড়ে কুরুষ
আমারও আছে পশুর মতোন প্রণয়।
তাই বলে আমি কিন্তু পশু না__আস্ত একটা মানব
অবশ্য মানুষকে ঠকানোর মতোন আমার আছে কৌশল অভিনব
আমি পৃথিবীর সেরা ভিলেনের মতোন অভিনয় জানি
কী করে ছিড়েঁ খেতে হয় প্রেমিকার হৃদয়খানি।
অথচ দেশের লোক আমাকে সাধুবাবা বলে জানে
রাত্রির আঁধারে নগ্নতার ভগ্নস্তুপে আমার সে যে কী হাল !
দেশের লোকে জানে বাল
অথচ দেশময় আমার সুনাম প্রেমের বানে।
মানুষরূপি আমি এক কীট
কে বলে মানুষ মোরে দেহে আমার পশুর শুক্রিট।
২০.০২.২০১৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ ।শুভ কামনা থাকলো।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২
ডি মুন বলেছেন: মানুষের মুখোশে কীটেরা নিজেদের আড়াল করে রাখে।
তবু একদিন তাদের চালাকি ধরা পড়েই যায়।
বেশ ভালো লাগল কবিতা।
শুভেচ্ছা কবির প্রতি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা করি।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: সমসাময়িক চিত্র
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: জটিল হইছে কবি ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: কেমন আছেন ভাই ?
বইমেলায় আসবেন না।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২
ডি মুন বলেছেন: মানুষের মুখোশে কীটেরা নিজেদের আড়াল করে রাখে।
তবু একদিন তাদের চালাকি ধরা পড়েই যায়।
বেশ ভালো লাগল কবিতা।
শুভেচ্ছা কবির প্রতি।