![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয়াবহ দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো।
সিলিঙের দিকে তাকিয়ে শুয়ে আছি।শুয়ে শুয়ে দুঃস্বপ্নটার মানে বোঝার চেষ্টা করে যাচ্ছি।জলজ্যান্ত দুটো মানুষ খুন করে বসেছি!!!কি অপরাধ ছিলো মানুষগুলোর।নিষ্পাপ মানুষকে খুন করে ফেললে বিবেক আমাকে কখনো মুক্তি দিবে না।কিন্তু হাসান সাঈদ কিংবা পরিমলকে খুন করতে পারলে হয়তো একটা মানসিক শান্তি পাবো।
অস্থির সময়,অস্থির ভাবনা
গত কয়েকদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না।কেমন যেন সবকিছু এলোমেলো!পরিমলের ঘটনাটা প্রথম শুনলাম রাজুর মুখে।অনেকক্ষণ বিষোদাগার করে হঠাৎ করে বলে উঠলো,পরিমল হারামজাদা কি মাস্তিটা করসে একবার চিন্তা করে দেখ?এসব বাল-সাল চাকরী না কইরা ভাবতেসি গার্লস স্কুলের মাস্টারী করমু(মুখে ক্রুর হাসি)।আমার মনে হচ্ছিলো পরিমল আমার সামনে দাড়িঁয়ে আছে!
দাঁত ব্রাস করে আয়নার সামনে দাড়িঁয়ে আছি।আয়নার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভাবছি....মেয়েটার রেপ হওয়ার পুরো সিন।বাচ্চাটার অসহায়ত্ব এবং পরিমলের বিজয়োল্লাস।আবার রাজুর কথা মনে পড়ে গেলো।তাইতো গার্লস স্কুল কিংবা কলেজের মাস্টারী করলে এরকম অনেক ইজি চান্স পাওয়া যাবে।এবার আয়নার নিজের প্রতিবিম্বটাকে পরিমলের প্রতিবিম্ব হয়ে যেতে দেখছি।
মনুষ্যত্ব এবং পশুত্ব
মাঝে মাঝে খুব বাজে ভাবে নিজের পশুত্বটাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেখি।কিংবা নিয়ম ধরে চলা মধ্যবিত্ত ঘরের ছেলে বলেই হয়তো একপ্লোর করতে পারিনি।এর সবচে বেসিক কারণ খুজঁতে গেলে যেটা তা হলো একটার মহিলার জন্য পশুত্বটাকে একপ্লোর করা শিখতে পারিনি।সে মহিলাটা হচ্ছেন আমার জন্মদাত্রী।আমার মা।আচ্ছা পরিমলের মা কি বেচেঁ আছেন?উনি কি ছেলের অপকর্মের কথা শুনেছেন?আমার মা কিংবা পরিমলের মা কি ভিন্ন কিছু?মা অসম্ভব আবেগের জায়গা।কোনো ছেলেকে ইনসাল্ট করতে ঝেড়ে বলে ফেলো "তোর মা....."।আমার ধারণা পরিমলকে এ গালি দিলে তার মতো পশু ক্ষেপে উঠবে।পৃথিবীতে এমন কোনো ছেলে পাওয়া যাবে যে মা'কে নিয়ে গালি শুনতে চায়।কিন্তু ছেলেদের প্রধান গালি শুত্রুপক্ষের মা'কে জড়িয়ে....হা হা হা....কি অদ্ভুদ!!!সব দোষ মায়েদের কারণ সে এরকম পশুদের জন্ম দিয়েছে।
হিপোক্রেসীর মাত্রা
পৃথিবীর সব মানুষ কম-বেশী হিপোক্রেট।কেউ কম আবার কেউ হয়তো একটু বেশী।কারো হিপোক্রেসী হয়তো হার্মলেস আবার কারোটা হয়তো হার্মফুল।
সবকিছু একঘেয়ে লাগে।তাই ভেরিয়েসনের জন্য সবকিছুর কাছ থেকে সাময়িক স্বেচ্ছা নির্বাসন।তবু ও হট ইস্যু গুলোতে হিপোক্রসী দেখার লোভ সামলাতে না পেরে ঢু মারি সোসাল সাইট গুলোতে।নিঃসঙ্গ জীবনে পাব্লিক মেনটালিটি বোঝার এরচে ভালো কোনো উপায় নেই।কিছু মানুষের পরিমলকে গালি দেওয়া পোস্ট এবং পোস্টের কমেন্ট দেখে মনে হচ্ছিলো "পরিমল নিজেই নিজের স্যাটায়ার লিখেছে!!!"।পোস্টের কিংবা স্ট্যাটাসের কিংবা কমেন্টের প্রতিটি অক্ষরে লেপ্টে আছে বিকৃত যৌন সুখানুভূতি।
মানুষ হওয়া
পরিচিত সুন্দরী এক মেয়ে বলছিলো--জীবনে খুব বড় একটা আফসোস রয়ে গেলো "মানুষ হতে পারলাম না,মেয়ে হয়েই থাকলাম।"সে যখন বলছিলো তখন তার মুখশ্রী সুস্পষ্ট অদৃষ্য যন্ত্রণার ছাপ।
-সৌন্দর্যটাই আমার কাল হলো।কোনোদিন ভালো বন্ধু পাওয়া হয়নি।কোনোদিন সত্যিকারের ভালোবাসা পাওয়া হয়নি।সবাই শুধু আমার শরীরটাই চেয়েছে।আমি এখন কনফিউসড "ভালোবাসা মানে কি আসলেই কোনো মনের ব্যাপার নাকি পুরোটাই শারীরিক?!"
অফিস একটু আগে ভাগেই শেষ হয়েছে তাই একা পা ঝুলিয়ে বসে আছি ধানমন্ডি লেকের পাড়ে।ভাবছি,আমি ও মানুষ হতে পারিনি!হয়েছি ছেলে।সেই সকাল বেলা সাইট থেকে মেয়ে কলিগের কার্বটা দেখেছিলাম কিন্তু এখনো ছবির মতো সেটা চোখে ভাসছে।ও নো!!!আবারো পরিমল আমার উপর ভর করছে।আবার নিজের মনকে বোঝাতে শুরু করি---"আমি ইনোসেন্ট কারণ আমি এখনো পশুত্ব এক্সপ্লোর করতে পারিনি।"
রাত ১২টার সময় সিগারেট নিতে বের হলাম।বাসার আশে-পাশের দোকান গুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়।কোনোদিন ভূল করে করে সিগারেত নেয়া না হলে হেটেঁ অনেকদূর গিয়ে নিঃসঙ্গতার একমাত্র সঙ্গীটাকে নিয়ে আসতে হয়।শূণ্য রাজপথে হাঁটতে আমার ভালোয় লাগে।শুধু ফুটপাতের বিব্রতকর,অস্বস্তিকর দৃশ্য গুলোয় মজাটা মাটি করে দেয়।এই ছোটো লোক গুলোকে মেরে ফেললেই হয়।এদের ফুটপাতে শুয়ে থাকা এবং ডাস্টবিনের ময়লা তুলে খাওয়ার দৃশ্যে আমাকে আবার "নিজের মানুষ হয়ে ওঠা না ওঠা বিষয়ক বিতর্কের দিকে ঠেলে দেয়!!"
সিগারেট নেয়া শেষে বাসায় ফেরার সময় কানের কাছে ঐ মাল মেয়েটার কথা মনে পড়ছে এবং বার বার কানে বেজে চলেছে "আমি মেয়ে হলাম,মানুষ হতে পারলাম না"।
বাসার গেটে এসে নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেললাম "আমি পুরুষ হলাম কিন্তু মানুষ হতে পারলাম না!!!"
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৫
নষ্টছেলে বলেছেন: ভাবনা গুলো মাথার মধ্যে ঝট পাকিয়ে ছিলো।নিজেকে মুক্ত করার তাগিদ থেকে নিজের জন্য লিখছি।
অনেক ধন্যবাদ।
শুভকামনা।
২| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩৬
জাহাজী পোলা বলেছেন:
নষ্ট ভাই, আমাদের পরিনাম কি?
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৯
নষ্টছেলে বলেছেন: আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।সব ছেলে মা'কে অনেক ভালোবাসে।নিজের মায়ের নোংরা গালমন্দ শুনতে পছন্দ করে না।তাই আমরা ছেলেরা অন্য ছেলেকে আক্রমণ করার সময় "মা" নিয়ে গালমন্দ করি।
৩| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪১
রেজোওয়ানা বলেছেন: দারুন বোধের লেখা নষ্টছেলে, এই বিবেকের, বোধের' জায়গাটা যদি সবারই তোমার মতো হতো..........
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৩
নষ্টছেলে বলেছেন: আপু আমি জানি না আমি কতোটুকু ঠিক পথে আছি।তবে কিছু অসঙ্গতি মেনে নিতে খুব কষ্ট লাগে।
৪| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৫০
আন্না০০৭ বলেছেন: যেই বিবেকবোধ থেকে আপনার এই লেখাটা আপনার সেই বিবেকবোধ কে শ্রদ্ধা
আমার নিজের বিবেকবোধকে ধিক্কার দিতে পারলে ভাল লাগত কিন্তু যেই ব্যাপারটা নিজের মাঝে নাই সেটাকে কিভাবে আর ধিক্কার দেয়া যায়!
পোস্ট প্রিয়তে
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪২
নষ্টছেলে বলেছেন: কষ্ট করে পড়ে মুল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
প্রিয়তে নেয়ায় অনেক সম্মানিত বোধ করলাম।
শুভকামনা।
৫| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৫৩
চর্যা পদ বলেছেন: সবাই যদি এমন করে ভাবত তাহলে অনেক অনাঙ্ক্ষিত ঘটনা আজ আমাদের দেখতে হত না। আপনার ভাবনা নাড়া দিয়ে গেল।
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫০
নষ্টছেলে বলেছেন: আমদের সবাইকে নিজের বিবেক বোধকে জাগ্রত করাটা খুব জরুরী।
আমাদের এই ব্যাপার গুলো নিয়ে কথা বলতে হবে,আলোচনা করতে হবে।এসব আলোচনা আমাদের নতুন পথ দেখাবে।শুদ্ধ চর্চায় পারে আমাদের পশুত্বকে নিবৃত করতে...
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
৬| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৬
জিসান শা ইকরাম বলেছেন:
অসাধারন লিখেছ ।
লেখাটায় বিবেকের যন্ত্রনা বোধ স্পষ্ট।
আমরা অনেকেই এই বিবেককে জাগ্রত করতে পারিনা।
অথবা ইচ্ছে করে ঘুম পড়িয়ে রাখি।
+++++++
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
নষ্টছেলে বলেছেন: জিসান ভাই আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।
মাঝে মাঝে প্রতিবাদ করার ভাষা খুজেঁ পাই না।
ব্যক্তিগত ভাবে একেক জনের মানসিকতার পরিবর্তন হলে সামষ্টিক ভাবে আমরা সভ্য হতে পারবো।
আপনার কমেন্ট সবসময় আমার কাছে আশীর্বাদ।
৭| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৬
মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: কয়েকটা পয়েন্ট বেশ ভালো লেগেছে, বিশেষ করে 'বিকৃত যৌন সুখানুভূতি' পয়েন্টটা আমার দর্শনের সাথে অনেকটুকুই মিলে যায়। পরিচিত কয়েকজনের মধ্যে এই জিনিসটা দেখে সত্যিকার অর্থেই হতাশ। অবশ্য পরিমল ইস্যুতে আমি যাদের সাথে আলাপ করেছি, তাদের মধ্যে এই অসুস্থ মনোভাব পাই নি, তারা সত্যিকার অর্থেই প্রচন্ড সহানুভূতিশীল ভিকটিম ছাত্রীটির প্রতি।
তবে বেশী আশ্চর্য হয়েছিলাম রুমা্নার ইস্যুটাতে যখন দেখলাম পরিচিত কয়েকজন ভিন্ন মনগড়া লজিক নিয়ে মাতামাতি করছে! শেষমেষ আমাকে বাধ্য হয়ে বলতেই হয়েছিলো, ''আপনারা হচ্ছেন সেইসব পার্ভার্ট যৌনবিকৃ্ত মনস্ক শিক্ষিত ভদ্রলোক যারা নিউজপেপার হাতে পেলেই সবকিছু বাদ দিয়ে প্রথমেই ধর্ষনের খবর বা পরকীয়ার খবর খোঁজা শুরু করেন; পেয়ে গেলে হামলে পড়ে্ন, আর না পাইলে হতাশ হয়ে অন্যান্য খবরে মনোযোগ দেন!''
তাদের চোখমুখ দেখে বুঝতে পারছিলাম আমার এই মন্তব্য হজম করতে তাদের একটু সময় লাগছে, এবং প্রতিবাদ করার লক্ষনও দেখলাম না! প্রতিবাদ করার চাইতেও তারা হয়তো অবাক হয়ে চিন্তা করছিলো, তাদের এই গোপন মানসিকতার খবর আমি জানলাম কোত্থেকে??
যাই হোক, এইসব বিকৃ্ত মনস্ক লোকগুলা যতদিন থাকবে, পরিমল-হাসান সাঈদের সংখ্যাও বাড়তে থাকবে!
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৬
নষ্টছেলে বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি।
রুমানা মনজুরের ঘটনাটা যখন প্রথম মানবজমিনে প্রকাশিত হয়েছিলো তখন অনলাইন সংকলনে গিয়ে অনেক গুলো নোংরা মন্তব্য দেখেছিলাম।সেসব মন্তব্যে অনেক গুলো প্লাস ছিলো।অনেকে মাইনাস দেয়ার পর মন্তব্য গুলোতে প্লাস কমে এসছিলো।আপনার কমেন্ট পড়ে ঐ নিউজ লিঙ্কের মন্তব্য গুলোর কথে মনে পড়ে গেলো।
পরিমলের ঘটনাটা একটা কমন সেক্সুয়াল হেরাসমেন্টকে আমাদের সামনে নতুন করে প্রকাশ করেছে।আমি যখন কলেজে পড়তাম তখন ব্যাচের স্যার মেয়েদের সাথে সবার সামনে যে আচরণ করতো তাতে আড়ালে পরিমল হওয়া উনার জন্য কোনো ব্যাপার ছিলো না।বেশীর ভাগ ক্ষেত্রে এসব পরিমলের নোংরামী গুলো অপ্রকাশিত থেকে যায়।
সবচে দুঃখজনক ব্যাপার হতো ছেলেরা(যেসব ছেলে মেয়ে গুলোর কাছে পাত্তা পেতো না) এসব ব্যাপার নিয়ে রগরগে আলোচনায় মেতে উঠতো এবং একটা মেয়েকে রাস্তায় এই ইস্যু নিয়ে নোংরা মন্তব্য (দেখ,দেখ স্যারের রক্ষিতা যায়) শুনতে দেখেছিলাম।
আমার ধারণ যেকোনো কো এডুকেসন এবং গার্লস স্কুল,কলেজ খুজঁলে খুব সহজে ১/২ টা পরিমল পাওয়া যাবে।
৮| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৭
নীরব 009 বলেছেন: খুব ভাল লাগল। নিজের অচেনা রুপ আবিষ্কার করার পর আনন্দে নয়, হতাশায় ডুব দিলাম।
"আমি পুরুষ হলাম কিন্তু মানুষ হতে পারলাম না!!!"
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
নষ্টছেলে বলেছেন: এভাবে নিজেকে বিবেকের আয়নার সামনে দাড়ঁ করিয়ে নিজের অশুভ সত্তাটাকে শাসন করার একটা অপচেষ্টা করেছি।
একটাই প্রার্থনা "প্রভু,আমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করে দাও।"
৯| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৫
ছাইরাছ হেলাল বলেছেন:
অনেকদিন পর আপনার এরকম একটা লেখা পেলাম।
পুরুষ মানুষ হয়েও মানুষ হতে চাইই।
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
নষ্টছেলে বলেছেন: ভাইয়া কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের সবার সত্যিকার মানুষ হওয়ার চেষ্টা থাকাটা খুব জরুরী।লিঙ্গের পরিচয় থেকে মনুষ্যত্বের পরিচয়টা বড় হলে আমরা এরকম অনেক অনাকাঙ্কিত ঘটনা থেকে মুক্তি পাবো।মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে শিখবো।
১০| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪০
রাজকুমারী বলেছেন: ঈশ্বর- হৃদয়টা বোধশূন্য করে দাও..............!
১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৭
নষ্টছেলে বলেছেন:
১১| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১১
মাহী ফ্লোরা বলেছেন: এত চমৎকার করে গুছিয়ে লিখেছো ভাইয়া। পড়তে পড়তে ভেতরের ক্রোধ টের পাচ্ছিলাম।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৩
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
আপু তোমার ক্রোধকে শান্ত করার মতো শক্তি আমার নেই।শুধু দোয়া করো যেন আমি নিজের পশুত্বকে সংবরণ করতে পারি এবং সত্যিকার মানুষ হতে পারি।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
১২| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৬
রিয়েল ডেমোন বলেছেন: ছবিতে নষ্ট ভাইরে পুরাই অস্থির লাগতেসে
১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৪
নষ্টছেলে বলেছেন: :!> :#>
১৩| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাঝে মাঝে নিজেকেই বড্ড অপরাধী মনে হয়।
কেন যে একটা সভ্য সমাজে জন্মাতে পারলাম না কিংবা নিজেই এই অবস্থাগুলোর সাথে মানিয়ে উঠতে পারলাম না!
নিজের ক্রোধটা ও প্রকাশ করতে পারছিনা, কাপুরুষ হয়ে যাচ্ছি দিন দিন!
ভালো থাকবেন।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৮
নষ্টছেলে বলেছেন: মাঝে মাঝে নিজেকেই বড্ড অপরাধী মনে হয়। সহমত।
এরকম অনুভূতি থেকেই এই লেখাটা লিখেছি।চিন্তা গুলো আমাকে অস্থির করে ফেলছিলো।আপনাদের সাথে শেয়ার করে নিজেকে একটু হালকা করেছি।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
১৪| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
সায়েম মুন বলেছেন: মানুষ হয়ে পশু প্রবৃত্তিটাকে জয় করতে না পারলে তাকে মানুষ বলা যায়না।
সুন্দর ভাবনার পোষ্ট। শুভকামনা
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০০
নষ্টছেলে বলেছেন: পশুত্বকে দমন করে সত্যিকার মানুষ হওয়ার চেষ্টা সবার থাকা উচিত।
ভাইয়া অনেক ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা।
১৫| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪১
বহুলুল পাগল বলেছেন: হামি পুরুষ হইসি , মানুষও হইসি !! ইয়াহুউউউউ
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০১
নষ্টছেলে বলেছেন: তাই!!
দোয়া করি সবসময় যেন তোমার মনুষ্যত্ব বেচেঁ থাকে।
১৬| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫১
চশমখোর বলেছেন:
"আমি পুরুষ হলাম কিন্তু মানুষ হতে পারলাম না!!!"
অনেক ভালো লিখেছেন।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:০২
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা।
১৭| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:১১
মেঘ_মেঘা বলেছেন: অনেকদিন পর ভাইয়ার লেখা আর সেই লেখাটা এলো একটা রুঢ় বাস্তব নিয়ে। ভাইয়া আমি ছেলেদের গালি দেবার ব্যাপারটা নিয়ে অনেক মানুষের সাথে আলোচনা করেছি যে কি কারণে একটা ছেলে অন্য একটা ছেলেকে গালি দিতে গেলে তার মাকে নিয়ে গালি দেয়? অন্য একজনের মা বলে কি তাকে গালি দেয়া যায়? কেন মানুষ তার সবচেয়ে বেশী ভালোবাসা আর শ্রদ্ধার জায়গাটাকে এমন করে অপমান করে?
কিছুদিন আগে পরিমলের ঘটনাটা ব্লগে একজনার লেখাতে পড়েছিলাম। সেখানে আমার কমেন্ট ছিলো করুনা সেই মায়ের জন্য যে এমন পশুর জন্ম দিয়েছে। কমেন্টা করে পরে নিজের কাছেই খারাপ লাগছিলো হয়তো আমি একটা মা কে অনেক বেশী অপমান করে ফেললাম তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি(মা হওয়া) নিয়ে।
রুমানা মঞ্জুরকে নিয়ে কিছু সাংবাদিক ভাইয়াদের কাছ থেকে এমন এমন কথা শুনেছি যে আশ্চর্য হয়েছিলাম তাদের মানসিকতা দেখে। সাংবাদিক আর যাই হোক না কেন তারা যেন কিছুতেই পুরুষের বাইরে কিছু হতে পারে না !
আমি খুব কষ্ট পাই এটা মনে করে আমি মানুষ হতে পারি নি। আমাকে কেউ মানুষ মনে করে না। আমি একটা মেয়ে হয়ে গেছি। সবার কাছে আমার পরিচয় আমি একটা মেয়ে। মানুষ হয়ে জন্ম হয়েছিলো সেই পরিচয়টা বড় হতে হতে এখন হারিয়ে গেছে !
লেখাটা জানি না কেন এতো বেশী ভালো লাগলো ! প্রিয়তে নিলাম।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৫০
নষ্টছেলে বলেছেন: কষ্ট করে পড়ে সুন্দর এবং মূল্যবান মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।
আমার অবাক লাগছিলো একটা মানুষকে(রুমানা মন্জুর) কাপড়ালো,চোখ উপড়ালো,আহত করলো,রক্তাক্ত করলো তারচে বড় হয়ে দাড়াঁলো পিছনের কারণ কি ছিলো তা অনুসন্ধান করা।যত অপরাধ থাকুক না কেনো কাউকে এতো বর্বরোচিত ভাবে আক্রমণটাকে কোনো সুস্থ মানুষ কিভাবে সাপোর্ট করে তা আমার ক্ষুদ্র মস্তিষ্ক ধরতে পারেনি।
পৃথিবীর সব মা তার প্রাপ্য সম্মানটুকু পাবে এই কামনা করি।
আমার নিজের ছোটো বোন কিংবা অন্য কারো ছোটো বোন কোনো কামুক বিকৃত রুচির পরিমলের লালসার শিকার না হোক এই কামনা করি।
প্রিয়তে নিয়ে সম্মানিত করার জন্য অনেক কৃতজ্ঞতা।
১৮| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৪
দূর্যোধন বলেছেন: নষটছেলে,আপনার লেখা খুব পরিনত হয়েছে....অসম্ভব সুন্দর লিখেছেন।
হ্যাটস অফ !!
আপনার ইমোশনের প্রতি শ্রদ্ধা রেখে গেলাম ।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৭
নষ্টছেলে বলেছেন: প্রিয় ব্লগারের কাছ থেকে এরকম মন্তব্য পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার।
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অঃটঃ আমার লাস্ট পোস্ট গুলো আপনার মতামত খুব মিস করেছিলো।
১৯| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৮
শুকনা মরিচ বলেছেন: সমাজের এই পরিমল আর হাসান সাঈদ রাই আমাদের স্বাভাবিক ভাবে বাঁচতে দিচ্ছেনা , বাঁচতে দেয়না ।
লেখাটার মধ্যে তোমার কিছু না করতে পারার যন্ত্রণা সুস্পষ্ট ।
প্রিয়তে থাকলো ।
১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:২৬
নষ্টছেলে বলেছেন: আপু অনেক ধন্যবাদ।
২০| ১৪ ই জুলাই, ২০১১ রাত ১১:১১
কি নাম দিব বলেছেন: অসাধারণ লেখা
১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৭
নষ্টছেলে বলেছেন: আপু অনেক ধন্যবাদ।
২১| ১৪ ই জুলাই, ২০১১ রাত ১১:১৬
রেজওয়ান তানিম বলেছেন: খুব সুন্দর লিখেছ নস্ট ভাইয়া । চরম ।
তবে হতাশাব্যাঞ্জক পরিস্থিতি । আমার মতে, মানুষ হবার প্রধাণ শর্ত কি ?? নিজের মধ্যকার দূর্বলতা, কাম প্রবৃত্তি, অস্থিরতা, যৌন আকাঙ্খা- এসব কিছুতে সংযমী, সমাজসিদ্ধ নিয়ম নীতির মধ্যে থাকার নামই মানুষ।
কিন্তু আমাদের শিক্ষাব্যাবস্থা বড় মানুষ হিসেবে কাউকে তৈরী করতে পারে না, তৈরী করে কতগুলো বড় বড় জানোয়ার ।
পরিমলদের যারা প্রশ্রয় দেয় তারা এসব পরিমলের থেকেও বড় জানোয়ার । ধিক্কার এদেরকে
১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪১
নষ্টছেলে বলেছেন: তানিম অনেক সুন্দর বস্তুনিস্ট মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।তোমার সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই।ভন্ড এবং জানোয়ারদের জন্য ধিক্কার।
২২| ১৫ ই জুলাই, ২০১১ রাত ১:৫৩
লাবণ্য ও মেঘমালা বলেছেন: লেখাটা খুব সুন্দর হয়েছে.
আমাদের বিবেকবোধ আসলেই নষ্ট হয়ে যাচ্ছে
১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪২
নষ্টছেলে বলেছেন: আপু অনেক ধন্যবাদ।
এখনো আশা নিয়ে বেচেঁ আছি।সবার বিবেক জাগ্রত হবে এই কামনা করি।
২৩| ১৫ ই জুলাই, ২০১১ রাত ২:১৭
আবরার রুমী বলেছেন: বিবেক আর আর অস্পৃষ্য চেতনার সূক্ষাতিসূক্ষ বোধ এবং তার বিশ্লেষন.............নিঃসন্দেহে অসাধারন !!
লেখা এবং অনুভূতি দুটোই প্রিয়তে থাকলো !!
১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৪
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
২৪| ১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৯
ফাইরুজ বলেছেন: লেখাটা পড়ে অনেকক্ষন চুপ করে বসে থাকলাম। কেন সবাই শুধুই মানুষ হতে পারেনা।
১৫ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৬
নষ্টছেলে বলেছেন: আমার আবেগ থেকে লেখা আপনাকে ছুয়েঁছে জেনে খুব ভালো লাগলো।
আমাদের সবার বিবেক বোধ জাগ্রত হবে এই কামনা করি।
আপু অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
২৫| ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
সরলতা বলেছেন: যাঁর প্রত্যেকটা লেখাই আমার অসম্ভব প্রিয়,যাঁর লেখা পড়ে একসময় ব্লগে আসা--তাঁর লেখাতে গুছিয়ে কোন কমেন্ট আমি কোনদিন-ই করতে পারলাম না। আফসুস।
স্যালুট নষ্টদা!
১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:০১
নষ্টছেলে বলেছেন: তোর কমেন্ট আমার জানা আছে।তোরা কয়েকজন গুছিয়ে কমেন্ট না করলে ও আমি বুঝতে পারি তোদের কি মনে হয়।
অঃটঃ তোর আর আধারির লেখার ধার দিন দিন বাড়তেসে।তোদের মতো এরকম বেশ কিছু ব্লগারের পোস্ট গুলো আমাকে এখনো সামুতে ধরে রেখেছে।চালিয়ে যা।লেখা থামাবিনা কখনো।মনে রাখবি আমি সবসময় তোদের সাথে আছি।
আমি খুব ব্যস্ত।একটু ফ্রি হতে পারলে সবার সব জমানো পোস্টে কমেন্ট দিবো।
২৬| ১৬ ই জুলাই, ২০১১ রাত ২:২৩
ইফ্ফাত বলেছেন: আমার মা কিংবা পরিমলের মা কি ভিন্ন কিছু?
নিজের মানুষ হয়ে ওঠা না ওঠা বিষয়ক বিতর্কের দিকে ঠেলে দেয়!!
নানুষের মত আকার হলেই তাকে মানুষ বলা যায় না,এর জন্য কিছু মানবিক গুণাবলি থাকা দরকার।না হলে সে হয় পশুর সমতুল্য।অবশ্য পরিমল কে পশু বললে পশুকেও অপমান করা হবে।
অনেক বেশী ভাল হয়েছে লেখাটা।
অনেক
++++++++++++++++++++++++++++
১৬ ই জুলাই, ২০১১ রাত ৩:১৮
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
২৭| ১৬ ই জুলাই, ২০১১ ভোর ৪:৫০
লিটল হামা বলেছেন: খুবই অপ্রতিভ হয়ে যাই এমন নির্মম সত্যের দিকে তাকালে।
কিন্তু রাজুকে একটা চটকানা দিলা না কেন?
১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৩৪
নষ্টছেলে বলেছেন: সত্যি নিজেকে অনেক অসহায় মনে হয়।
রাজুকে আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব ছিলো দিসি। আমার ধারণা কথাগুলো ওর কাছে চটকানার চে বেশী ছিলো।
২৮| ১৬ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৫
অবধারিত বলেছেন: "আমি পুরুষ হলাম কিন্তু মানুষ হতে পারলাম না!!!"
মানুষ হতে চাই।
১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৩৯
নষ্টছেলে বলেছেন: সবার বিবেকবোধ জাগ্রত হোক।
ধন্যবাদ এবং শুভকামনা।
২৯| ১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৯
সুপান্থ সুরাহী বলেছেন:
ডাইরেক্ট প্রিয়তে...
১৭ ই জুলাই, ২০১১ রাত ৮:০৩
নষ্টছেলে বলেছেন: সম্মানিত করার জন্য অনেক ধন্যবাদ।
৩০| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৩
জেরী বলেছেন: মানুষ হতে চাওয়ার দরকার নাই কারণ তখন আমাদের উপরের খোলসটারে দেখে নিজেরে মানুষ ভাবি বটে কিন্তু আমাদের বিবেক জানে দিন দিন আমাদের ভিতরের মান এবং হুশ সর্ম্পকীয় মানবিক আচরণ গুলা হারিয়ে যাচ্ছে....
১৭ ই জুলাই, ২০১১ রাত ৮:০৭
নষ্টছেলে বলেছেন: জি আপু..
৩১| ২০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৩
অনিন্দিতা_একা বলেছেন: কিছুদিন ধরে মেয়েদের উপরে সহিংসতা ও রেপ নিয়ে পড়াশুনা করার চেস্টা করছি... বোঝার চেস্টা করছিলাম কেন কিছু পুরুষ ও হয়ত নারী ও রেপ এর ঘটনা কে মেয়েটার দোষ হিসেবে দেখানর চেস্টা করে... বোঝার চেস্টা করছিলাম কেন এই রকম আচরন... কিন্তু পুরো পৃথিবির পরিসংখ্যান দেখে আমি ভয়াবহ রকমের হতাশ... দেখে শুনে মনে হয় কিছু ছেলে জন্মায় রেপ করার জন্য!! আরো দেখলাম ৪০-৭০ ভাগ খুনের ঘটনা ঘটে স্বামী বা বয় ফ্রেন্ড এর দ্বারা...কি প্রতিকার এর? কি কারন? মানুষ কেন শেষ পর্যন্ত মানুষ হতে পারেনা??
২৪ শে জুলাই, ২০১১ রাত ১০:৪০
নষ্টছেলে বলেছেন: কি বলবো ! যখন শুনি কেউ রেপ হয়েছে অথবা রেপ হবার পর খুন হয়েছে জানি না কেন অন্য আর সব দশটা ছেলের মত আমিও চিন্তা করতে শুরু করে দিই কেমন করে কি হলো না হলো। সত্যি মানুষ হিসাবে এই চিন্তা অনেক লজ্জাজনক। আমরা আমাদের সকিয়তার বাইরে যেয়ে মানুষ হতে পারলাম না।
আপনি যেই সমীকরনের কথা লিখেছেন সেটার আসলে প্রতিকার একটাই নিজেদের মধ্যে মনুষত্ববোধটাকে আরো বেশী জাগ্রত করা।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩২| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
নীল ত্রিস্তান বলেছেন: নষ্ট ভাই কেমন আছেন ?? অনেকদিন পর ব্লগে আসলাম , আপনার লেখা ভালো লাগলো ।
ভালো থাকবেন ।
৩৩| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
নীল ত্রিস্তান বলেছেন: নষ্ট ভাই কেমন আছেন ?? অনেকদিন পর ব্লগে আসলাম , আপনার লেখা ভালো লাগলো ।
ভালো থাকবেন ।
২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:১৩
নষ্টছেলে বলেছেন: তুই ও ইরিগুলার আমি ও ইরিগুলার।সেম গ্রাউন্ডে আছি।
ভালো লাগার জন্য ধন্যবাদ।
বাইচা আছি এখনো।
৩৪| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১০:২২
ফাইরুজ বলেছেন: নূতন লেখা দিচ্ছেন না কেন?
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫০
নষ্টছেলে বলেছেন: আপু একদম সময় পাই না
৩৫| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১০:২২
ফাইরুজ বলেছেন: নূতন লেখা দিচ্ছেন না কেন?
৩৬| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৩৬
হার্ট লকার বলেছেন: বাসার গেটে এসে নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেললাম "আমি পুরুষ হলাম কিন্তু মানুষ হতে পারলাম না!!!"
ভাইয়া আপনার এই লেখা আমার মনে থাকবে।
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:০৫
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৭| ২৩ শে আগস্ট, ২০১১ দুপুর ১:০২
নাআমি বলেছেন: সময়োপযোগী লেখাটি যেমনি অর্থপূর্ণ তেমনি শক্তিশালী !
"আমার ধারণা পরিমলকে এ গালি দিলে তার মতো পশু ক্ষেপে উঠবে",
লেখার প্রতিটি শব্দের মাঝ দিয়ে ফুটে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রোশ আর রুখে দাঁড়ানোর ইচ্ছা আর অস্থিরতা ! পৃথিবিতে সবচেয়ে বেশী ঘৃণা করি আমি হিপোক্রেটস দের....সুন্দর করে যেটা সম্পর্কে তুলে ধরেছ !
অন্যায়ের প্রতিবাদ যে কোন ভাবেই করা যায়, এই যে তুমি লিখলে সেটাও তো প্রতিবাদেরই এক অংশ ! যদিও ঐ সব অন্যায়ের বিরুদ্ধে কিছু না করতে পারলে মনেই হয়,"নিজের মানুষ হয়ে ওঠা না ওঠা বিষয়ক বিতর্কের দিকে ঠেলে দেয়!!"
খারাপ মানুষ গুলির পাশাপাশি অনেক ভাল মানুষও আছে আর তাই আমাদের প্রত্যাশাও অটুট থাকবে যে একদিন আমরা এই নৃশংসতার শেষ দেখব !
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:০০
নষ্টছেলে বলেছেন: আপু কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
খারাপ মানুষ গুলির পাশাপাশি অনেক ভাল মানুষও আছে আর তাই আমাদের প্রত্যাশাও অটুট থাকবে যে একদিন আমরা এই নৃশংসতার শেষ দেখব !
আপনার সাথে সুর মিলিয়ে আশাবাদী হয়ে কিছুটা মানসিক শান্তি পাওয়াটাই এখন একমাত্র সম্বল।
৩৮| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৩
সিনডেরেলা বলেছেন: অনেকদিন পর ব্লগে ডুকে আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো।আপনার ভাবনা গুলোর প্রতি অনেক শ্রদ্ধা রইলো।
২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১:৫৮
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৯| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১০:২১
সরলতা বলেছেন: আপনি ব্লগে আসেননা কেন নষ্টদা?
৩১ শে আগস্ট, ২০১১ রাত ৮:০০
নষ্টছেলে বলেছেন: একদম সময় পাচ্ছি নারে।
জানি না আর কখনো রেগুলার হতে পারবো কিনা!?
দিন দিন লাইফটা টাফ হয়ে যাচ্ছে।
ভালো থাকিস সবসময়।
৪০| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৩
ত্রিনিত্রি বলেছেন: হুমমমম, আমরা সবাই হয় ছেলে নয় মেয়ে, কেউ মানুষ নই।
লেখা পড়ে মুগ্ধ হলাম, কিন্তু ভয়ও পেলাম।
৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
নষ্টছেলে বলেছেন: নির্মম বাস্তবতা নিয়ে লিখেছি।
অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক।
৪১| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৬
এম চৌধুরী বলেছেন: চমৎকার লিখেছেন গো ভাই! মনোযোগ দিয়ে পড়লাম।
৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
নষ্টছেলে বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক।
৪২| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
নতুন পোষ্ট দাওনা কেন ?
৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
নষ্টছেলে বলেছেন: জিসান ভাই ঈদ মোবারক।
৪৩| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ২:৪৬
সরলতা বলেছেন: ঈদ মোবারক নষ্টদা।
৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
নষ্টছেলে বলেছেন: ঈদ মোবারক।
৪৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৬
সুপান্থ সুরাহী বলেছেন:
কী খবর?
আপ্নাকে দারুণভাবে মিসাই...!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৩
নষ্টছেলে বলেছেন: আমি ও তোমাদের দারুণভাবে মিসাই কিনতু কি করবো লাইফটা অনেক টাফ হয়ে গেসে।একটু গুছিয়ে উঠতে পারলেই আবার নিয়মিত হবো।
ভালো থেকো সবসময়।
৪৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৫
রেজওয়ান তানিম বলেছেন: ফিরে আসার অপেক্ষায়
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৮
নষ্টছেলে বলেছেন: আমি ও অপেক্ষায় আছি।
লিখতে থাক।আমি আমার সময় মতো তোর লেখা পড়ে রিভিউ পৌছে দিবো।
ভালো থাকিস সবসময়।
৪৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৯
আরিফ রুবেল বলেছেন: নতুন লেখা কই ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০
নষ্টছেলে বলেছেন: নতুন লেখা নাই।কেমনে লিখতে হয় তা ভূলে গেসি।
তোর খবর কি?আছিস কেমন?লেখালিখি কেমন চলে?
৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৬
হাসান মাহবুব বলেছেন: মেলাদিন পর ব্লগে পাইলাম তোমাকে। আছো কিরম?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৫
নষ্টছেলে বলেছেন: হামা ভাই
আপনি নাকি কুরবানী হয়ে গেসেন!!
এনিওয়ে অভিনন্দন এবং শুভকামনা।
ভাবীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন।
আমি কুরবানী হতে চাই
আমার জন্য আপনি আর ভাবী মিলে একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি কুরবানী হতে পারি।
৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৩
রেজওয়ান তানিম বলেছেন: ভাইয়া, তুমি কি আছ নাকি নাই ????
৪৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫১
আরিফ রুবেল বলেছেন: ভাই এমনে কইরা হারাইয়া গেলে কেমনে কি ?
৫০| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১০:৩১
সালমাহ্যাপী বলেছেন: বাহ অনেক বেশি সুন্দর হয়েছে
৫১| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৪
চাটিকিয়াং রুমান বলেছেন: ভাই, কই হারিয়ে গেলেন এভাবে?!
৫২| ০৪ ঠা মে, ২০১২ বিকাল ৫:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: ভাইয়া হারিয়ে গেছো?
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২৮
শিমন বলেছেন: চরম পোস্ট। কেউ দেখেনাই কেন? প্রিয়তে নিলাম।