নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভার্ড_পেরেরা

নিভার্ড_পেরেরা › বিস্তারিত পোস্টঃ

খেলা

১৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

ভেবেছিলাম একটা বড়সড় গল্প লিখব । কিন্তু কষ্টের গল্প কি বড় লেখা যায়? যায় হয়ত......আমি পারি না। একটা ছোট ফুটফুটে মেয়ের গল্প লিখব আজ। তার রঙ্গিন পৃথিবীর ধূসর হওয়ার গল্প।
ছোট্ট মোহনার বয়স মাত্র সাত। কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো হাসির অভাব তার জীবনে। তার একটাই চিন্তা শুধু ; ঘাস ফড়িং টা আজকে ধরা যাবে তো? তার মুখে হাসির অভাব হয় না কোনোদিন; বাবা মা ভাই সব্বাইকে সে অনেক ভালবাসে। অনেক বন্ধু তার,সারাদিন তাদের সাথে খেলা করতেই দিন চলে যায় তার ।
পাশে বাড়ির করিম চাচাও তার অনেক ভাল বন্ধু। ফর্সা গোলগাল চেহারার মানুষটা তাকে অনেক আদর করে। মোহনারও অনেক পছন্দ করিম চাচাকে। চাচা বাজারে গেলেই তার জন্যে চকলেট আনতে ভোলে না। মাঝে মাঝে চাচাও বাচ্চাদের মত তার সাথে ছুটে বেড়ায় ঘাস ফড়িং ধরতে। তাকে কাধে করে নিয়ে হেটে যায় ক্ষেতের আইল ধরে। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে তারা।
একদিন চাচার সাথে নতুন এক খেলা খেলতে গিয়ে ছোট্ট মোহনা মাটিতে গেল পড়ে ;সারা গায়ে লেগে গেল ধুলো। "ইশশশ , ব্যথা পাইলা নাকি মোহনা!!!" বলে ঊঠল করিম চাচা। "ময়লা লাইগা গেল তো সারা গায়ে। লয় তোমারে পরিস্কার কইরা দেই । অই সময় আমরা নতুন একটা খেলা খেলুম নে !!!", করিম চাচার পিছু পিছু গেল মোহনা স্নান ঘরে পরিস্কার(!) হতে আর নতুন সেই খেলা খেলতে।
তখন কি ছোট্ট মোহনা জানত নাকি এই খেলায় এত ব্যথা; নাকি জানত করিম চাচা দিতে পারে এত ব্যথা? মূহুর্তে কুঁকড়ে উঠল তার নিষ্পাপ মুখটা..... যন্ত্রনায় !!! অবশ হয়ে গেল সারা শরীর । নাহ আর পারব না আমি লিখতে; কি করে লিখব এত কষ্টের এত বড় একটা গল্প? আমি তো কোনোদিন বুঝবো না কত কষ্ট, কত বিস্ময় ছিল ছোট্ট মোহনার মনে আর শরীরে ।
সন্ধ্যা থেকে মোহনাকে খুজে পাচ্ছে না তার বাবা মা.......ভাববেন না পেয়ে যাবে ....বাড়ির পিছনে ঝোপ টা তে খুজলেই পেয়ে যাবে। আমাদের সমাজে মেয়েদের স্থান তো ওখানেই !!!!!!!!!!!!!!!!

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.