নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভার্ড_পেরেরা

নিভার্ড_পেরেরা › বিস্তারিত পোস্টঃ

রুটিন

২১ শে মে, ২০১৭ রাত ১২:০৬

ক্যাফের সামনে দাড়িয়েছিলাম , ঠিক তখনই নীলা রাস্তার ওপাশ দিয়ে হেটে যাচ্ছিল । মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করি নাই ,কার সাথে যেন ধাক্কা লেগে কফিটা শার্টের উপর পড়ে গেল । যাহ শালা ! আজকে সারাদিন দাগওয়ালা শার্টটা নিয়ে ক্লাস করতে হবে।
নীলা আর আমি একই ডিপার্টমেন্ট এ পড়ি । দুই বছর ধরে আমার রুটিন এর নিয়মিত অংশ হল নীলার দিকে হা করে তাকিয়ে থাকা আর কফি ফেলে দেওয়ার মত ছোটখাট দুর্ঘটনা । এখন প্রশ্ন হল কেনো তাকিয়ে থাকি আমি নীলার দিকে? উমম ,জানি না ,তাকিয়ে থাকতে ভাল লাগে তাই আর কি । তবে হ্যা এটা বলতে পারব বাতাসে যখন ওর চুলগুলো উড়তে থাকে ,যখন রাগ হয়ে ঠোঁট ফুলিয়ে রাখে, অথবা বইএর মাঝে ডুবে থাকে বড্ড সুন্দর লাগে মেয়েটাকে ।
নীলা বেশ কয়েকবার লক্ষ করেছে ব্যাপারটা । "এই তুই এভাবে তাকিয়ে আছিস কেন হ্যা ?" আমি বিব্রত হয়ে বলি যে," আরে না না কই না তাকাই নাই তো ।" এরপর সেখান থেকে সরে যেতে পারলেই হয় ।
যাই হোক স্মৃতিচারণ বাদ ক্লাস আছে শিহাব স্যার এর ১ মিনিট দেরি করলে শেষ !!!!! ক্লাসে ঢুকে দেখি স্যার আসেন নাই এখন ।নীলাকে ঘিরে একটা জটলার মত । শামীম কে জিজ্ঞেস করলাম ,"ওই ঘটনা কি রে !!!" "আরে বেটা জানস না নীলা ইংল্যান্ড এর কি এক স্কলারশীপ পাইসে যাবেগা বলে আগামী মাসে ।" বলে শামীম বেরিয়ে গেল, আজ সে ক্লাস করবে না । আমি একটু বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলাম । একটু মন খারাপ হয়ে গেল মনে হয় । নীলা আমার এমন কোন ফ্রেন্ড ছিল না তবুও কেন জানি একটু "কষ্ট" লাগল ।
এরপর ও আমার নীলার সাথে বিশেষ কথা হয় নাই । একদিন বিদায়ী ট্রিটের দাওয়াত পেলাম ।গেলাম সবার সাথে , থ্রি ফুডের সুস্বাদু বার্গার এঞ্জয় করলাম । বিশেষ কোনো অনুভূতি হল না । যথারীতি পরের মাসে নীলা ইংল্যান্ডে পারি দিল ।
এখন ক্লাসে আসলে মনে হয় একটা কাজ কমে গিয়েছে । হাতে অনেক সময় । আমার আবার ছোট বেলা থেকে রুটিন মেনে চলার অভ্যাস । একটু উলটাপালটা হলেই অন্যকাজ ঠিকমত হয় না । এখন ঠিক খুজে পাই না কি বাদ পরল । ছোট দুর্ঘটনাগুল আর হয় না । কি যে হল......... ওহ হ্যা এখন আর নীলার দিকে তাকাতে পারি না !!!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.