![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্পষ্ট হলুদ আলোয় দেখছিলাম তাকে,
এক ঝলক বাতাস উলটে দিল স্মৃতির হলদেটে পাতা,
অনাখাঙ্কিত প্রত্যাবর্তনে বুকটা একটু কেপে উঠল ।
তার নিক্ষিপ্ত দৃষ্টি শিহরণ জাগাল বাম প্রকোষ্ঠে।
তবে কি দূর অতীতে মিলিত হল আমাদের চিন্তা
যেখানে স্মৃতি মলিন হলুদ নয় ,প্রজাপতির লাল?
বাগ্মী আমি বিমূঢ় হলাম অকস্মাৎ সাক্ষাতে,
স্তব্ধ সময়ে স্তব্ধ হলাম আমি; হাতড়ে বেড়ালাম
অন্ধ লেখকের কথার সাগরে এতটুকু কথা খুঁজে ।
বিমূঢ়তার পালা কাটতেই বাস্তবতা আকড়ে ধরল ।
তার দৃষ্টি আমাকে ছাড়িয়ে আরও ভব্যিষতে,
যেখানে আমি নেই, নেই আমার কথার খেলা ।
তার নেত্রে বাস করছে অহংবোধ আর উচ্চাশা ,
যেখানে স্থান নেই ভাবালুতার কিংবা রবীন্দ্রনাথের ।
বুঝলাম তার স্মৃতির পাতা ওলটায় নি,আলোড়িত হয় নি,
অথবা তার স্মৃতিগুলো হয়ত কালো রঙে ঢাকা ;
সেই কৃষ্ণগহ্বরে সে ছুড়ে ফেলে দিয়েছে আবর্জনা ।
আমিও আষাঢ়ের মেঘ ঠেলে এগিয়ে গেলাম সামনে
কিন্তু পিছনে ফেলে এলাম ঐ উজ্জ্বল হলুদ রবিকে ।
©somewhere in net ltd.