![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ ।
"স্যার আর দুইটা দিন দেয়া যায় না ? একটু দেখেন না স্যার !!", বলতে বলতে রাজ্জাক স্যারের পিছনে হাটতে লাগল শৌভিক ।
"আর একদিন ও দেয়া সম্ভব না বাবা । কোথায় ছিলে এতদিন ,হ্যা ? অনেক সময় দেয়া হয়েছে । "
"স্যার ,ভোলায় ছিলাম স্যার । ওখানে স্যার ঝড়ে সব উড়ে গেছে । ত্রাণ বিতরণের জন্যে অনেক মানুষ দরকার স্যার । আমাদের একটা স্বেচ্ছাসেবক সংগঠন থেকে আমরা ত্রাণ বিতরণের জন্যে গিয়েছিলাম স্যার । তাই স্যার এসাইনমেন্টটা জমা দিতে পারি নাই স্যার ।"
"ত্রাণ দিতে গেসিলা বাবা ? দেশে কি আর মানুষ নাই নাকি ।হ্যা ? কোনটা বেশি জরুরি তোমার ,ত্রাণ নাকি তোমার এসাইনমেন্টের নম্বর শুনি ? "
শৌভিক এই প্রশ্নের কোন উত্তর দিল না । ক্ষীণ গলায় বলল ," স্যার এই নম্বরটা না পেলে স্যার এই সেমিস্টারটা রিপিট করা লাগবে স্যার । বাবা মা বাসা থেকে বের করে দিবে স্যার ।"
রাজ্জাক স্যার একটা আশ্চর্য হাসি দিয়ে বললেন ," কি বাবা , ভোলায় যাবার সময় এই কথা মনে ছিল না? তুমি বাবা এম্নেও কিছু পার না রিপিট দাও একটা বছর ।তোমার চেয়ে ঐ জঙ্গি ছেলে গুলাও বেশি চালু । দেখস নাকি কি একেকটা বোমা বানায়। তুমি বাবা বোকাসোকা ছেলে যাও যাও বিরক্ত কইর না আর ! "
বলে রাজ্জাক স্যার রুমে ঢুকে গেলেন । পিছন থেকে শৌভিক ক্ষীণ স্বরে বলে উঠল ,"স্যার আপনাকে বোমা বানায় দেখাতে পারলে আমাকে নম্বর দিবেন ? "
এই কথা শুনে স্যার হাসিতে ফেটে পরলেন ," দেখ বলে কি ছেলে !!!তোমারে দিয়া বাবা এইটাও সম্ভব না । তুমি যদি এইটা করতে পার আমি তোমারে এ+ দিয়া পাশ করায় দিব রে । পারলে আমার অফিসে দেখায় যাইও তোমার বোম । তুমি আপাতত ভোলার ত্রাণ নিয়া থাক। "
মাথা নিচু করে চলে আসল শৌভিক । পিছনে রাজ্জাক স্যার এর হাসিটা ব্যাকগ্রাউন্ড মিউসিকের মত বাজতে লাগল ।
"আমি একটা ছোট্ট দেশালাইয়ের কাঠি
এত নগন্য যে চোখেও পড়ি না
তবু জেনো
মুখে আমার উসখুস করছে বারুদ
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস ।"
২।
হালকা বৃষ্টি হচ্ছে । ভার্সিটির প্রসাশনিক ভবনের সামনের চত্বর টা আজকে ফাকা । শৌভিক ধীর পায়ে সিড়ি দিয়ে উঠল । রাজ্জাক স্যারের রুমের সামনে কিছুক্ষণ দাড়িয়ে থাকল । স্যার রুমে নেই । ব্যাগ থেকে একটা কাগজের বাক্স আর একটা এ ফোর কাগজ স্যারের টেবিলে রেখে নিশব্দে বেড়িয়ে আসল ।
নিচে আসতেই পাগল(!) মেয়েটার সাথে দেখা । "আই শৌভিক কি খবর রে ? তুই নাকি ফেল করসিস ,হ্যা ?" বলে খিল খিল করে হেসে উঠল নীলা । "মজা না বল তুই এখন জুনিয়র গুলার সাথে ক্লাস করবি ।"
"উফফ নীলা জ্বালাচ্ছিস কেন । আর কোন কাজ নাই তোর । "
ওরা যখন কথা বলছে তখন মাত্র রাজ্জাক স্যার তার রুমে প্রবেশ করলেন । ঢুকে কাগজের বাক্সটা চোখে পরতে খুলে দেখলেন । ভেতরে টেবিল টেনিস বল সাইজের একটা কাচের বল । পাশে রাখা কাগজে কি যেন লেখা ।
"স্যার,
বোমা চেয়েছিলেন আমার কাছে একটা । এই নিন ।আশা করি আমাকে এবার পাশ করিয়ে দিবেন । শুধু বলটা হাত থেকে ফেলবেন না ,ফেটে যাবে ।"
প্রচন্ড আতঙ্কে রাজ্জাক স্যারের হাত থেকে বলটা ফস্কে গেল ।
ঠিক তখন নিচে নীলা শৌভিক কে বলছে ," আই তোর সাথে জরুরি কথা আছে ....." কথা শেষ হবার আগেই প্রশাসনিক ভবনের দোতালাটা প্রচন্ড বিস্ফোরনে উড়ে গেল ।
পরের দিনের দৈনিক পত্রিকার শিরোনাম ," কম্পিউটার বিজ্ঞানের ছাত্রের বোমায় এক শিক্ষকসহ দুইজন নিহত ।"
" কিন্তু তোমারা তো জানো না
কবে আমরা জ্বলে উঠব
সবাই শেষবারের মত "
------ "দেশালাইয়ের কাঠি " সুকান্ত ভট্টাচার্য
©somewhere in net ltd.