![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে ঘুম ভেঙ্গে যায় নীলার । কিছুক্ষণ বসে থাকে বিছানার উপর । ঘুম ভাঙ্গার কারণটা ঠিক বুঝে উঠে না । কি ভেবে ডাইনিং রুমের দিকে হেটে যায় নীলা । আবছা অন্ধকারে খাবার টেবিলটা, পানির ফিল্টার ফ্রিজটাকে কেমন জানি মায়াবি জগতের অংশ মনে হয় । আস্তে আস্তে ফ্রিজটার দিকে এগিয়ে যায় নীলা । ঠান্ডা ফ্রিজটার গায়ে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গিতে দাড়িয়ে থাকে ও ।
ফ্রিজটা দু' বছর আগে নিজের জমানো টাকায় কিনেছিল নীলা । এই বাসার বেশিরভাগ আসবাব নীলারই কেনা । নীলা নরওয়ে চলে যাচ্ছে । ছোট বোন আর মা'কে নিয়ে গড়া ছোট সংসারটা ছেড়ে চলে যাচ্ছে সে । অথচ তার কিনা মায়া হচ্ছে বাসার আসবাবের জন্যে । কখন যে মানুষের কিসের জন্যে মায়া হয় বলা মুশকিল । কলেজে প্রথম বর্ষে থাকতে নীলার বাবা মারা গেল । ছোট বোনটা তখন সবে হাই স্কুলে । ওদের মা অনেক কষ্টে একটা চাকরি জোগার করলেন । আত্মীয় স্বজন পরিবারটার কঠিন সময়ে খুব একটা সাহায্য করেনি । নীলা তার মায়ের কষ্টের মূল্য রেখেছে । জাহাঙ্গীর নগর থেকে ইংলিশে মাস্টার্স করে সেখানকার লেকচারারের চাকরি পায় সে । সেই থেকে তাদের ছোট সংসারে হাসির ছোয়া লাগতে শুরু করে ।
গতমাসে নীলার বিয়ে হয়ে গেছে । ছেলে নরওয়ে থাকে । নীলাও চলে যাচ্ছে সেখানে । এগুলো ভেবেই এখন তার রাতের ঘুমগুলো নষ্ট হয় । সিমিতা কখন পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি নীলা ।
"আপু ? মন খারাপ ?"
"কি হবে মন খারাপ করে বল ? সব মন খারাপের বৈধতা নেই রে । এই যে তোদের এভাবে স্বার্থপরের মত ফেলে চলে যাচ্ছি , এরপরে মন খারাপ করাটা কি হিপোক্রিটের মত হয়ে যায় না ?
"উফফ আপু এত পেচিয়ে চিন্তা করতে পারো তুমি । তুমি আমাদের অকুল পাথারে ফেলে যাচ্ছ না । আর তুমি নরওয়ে যাচ্ছ টিচিং এসিস্ট্যান্ট হয়ে । তুমি আমাদের দেখে রাখতে পারবে । আর মায়ের পেনশনের টাকাও আছে । "
"সিমিতা তুই অনেক ভাল রে । আমার অনেক খারাপ লাগবে তোকে ছেড়ে এমন একটা ভিনদেশে ঘুরে বেড়াতে । "
"আপু তুমি এখন তেত্রিশ । সারা যৌবনটা তুমি টিউশন আর পড়াশোনার পিছনে নষ্ট করেছ । এখন তো যাও জামাইয়ের সাথে একটু মজা কর নাকি ।"
হেসে ফেলল দুই বোন । একটু নীরবতা । নীলা জিজ্ঞেস করল ," হ্যা রে তোর বয়ফ্রেন্ড এর কি খবর , সিমিতা ?"
"ওহ আপু প্লিজ এগুলা না বলি এখন । ভাল আছে ও । তুমি আমাকে একটা সিরিয়াস প্রশ্নের উত্তর দাও ।"
"হু বল। "
"এই যে এতদিন ভার্সিটিতে পড়লা কখন কোন ছেলেকে তোমার ভাল্লাগে নাই ? অথবা উল্টটা হয় নাই । "
" কি জানি রে এত ব্যস্ত ছিলাম যে এগুলো ভাবার বা দেখার সময় পাই নাই ।" একটু আনমনা হয়ে গেল নীলা ।
"তোমার বিয়েটা প্রেম ছাড়াই হয়ে গেল । প্রেম করতা মজা হত।"
নীলা সিমিতার মাথায় একটা ধাক্কা দিয়ে বলল ," হইসে যা এখন এগুলা বলা লাগবে না । কাল ক্লাস আছে না তোর ঘুমাতে যা আমিও যাই ।"
সে রাতে নীলা একটা স্বপ্ন দেখল ______ এক মাথা ভরা ঝাকড়া চুল , কালো শার্ট , লাল ব্যাগ । খুব পরিচিত লাগল স্বপ্নটা । মানুষ নাকি অপরিচিত কিছু স্বপ্নে দেখে না ।
"রাত-
তারাগুলো বিষণ্ণ
চাঁদ-
দুঃসহ আবেগ
ঢেকে রাখে।
যদি হাঁটো এই পথে
জেনো থাকি তোমার পাশে
যদি হাঁটো অন্য পথে
থাকি আমি পথের শেষে। "
----ইন্ডালো
©somewhere in net ltd.