![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বাচ্চাদের সাথে পারা যায় না। টিভিতে একটু সংবাদ বা গুরুত্বপূর্ণ কিছু দেখবো সেটাও হয় না। কার্টুন আর কার্টুন। কার্টুন ছাড়া অন্য কিছুই দেখার সুযোগই নেই। তাই বাধ্য হয়ে ল্যাপটপ খুলে ইউটিউবে যেয়ে কার্টুন দেখাতে হয়।” গল্পের এক পর্যায়ে ইন্টারনেট প্রসঙ্গ আসায় এক বড় ভাই তার বচ্চার কার্টুন দেখার ব্যাপারে আমাকে বলছিলেন।
তবে নেটের সঠিক এই ব্যবহারে কিছুটা প্রশান্তি পেলেও অশান্তি রয়েছে বিপরীতে। তেমনই একটা বিষয়ে তিনি বলছিলেন, " বাচ্চাটা খুবই কার্টুন দেখে। টিভিতে দেখে তার মাঝে মধ্যে পোঁষায় না। কারণ মনের মতো কার্টুন পায় না। যার কারণে কিছু কিছু সময় তাকে ইউটিউবে কার্টুন বের করে দেখাতে হয়। কিন্তু কার্টুন দেখাতে যেয়ে কখনো কখনো আবার বিব্রতকর অবস্থায় পড়তে হয়।"
"কারণ ইউটিউবে কিছু দেখার সময় পাশে অপেক্ষায় থাকা (waiting video) ভিডিও গুলোরর মধ্যে কিছু নোংরা, অশ্লীল ভিডিও অপেক্ষায় থাকে। আমার বাচ্চাটা মাঝে একদিন কার্টুন দেখার সময় হঠাৎ করেই ওই ধরনের একটা নোংরা ছবিতে না বুঝেই ক্লিক দেয়। আর যা ঘটার তাই ঘটলো।"
"বাচ্চাটা আমাকে বলছে, বাবা বাবা দেখতো এরা কি করছে? এরা লেংটো কেন বাবা?"
এতো গেলো ভাইয়ের কথা। তবে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা শুধু যে তার ক্ষেত্রেই হচ্ছে তা কিন্তু না। আধুনিকতার ছাঁয়ায় গড়ে ওঠা অধিকাংশ পরিবারে এই ধরনের ঘটনা এখন অসম্ভব কিছু না।
নৈতিকতার সাথে বাচ্চাদের গড়ে তোলা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। আধুনিকতার এই অনিন্ত্রিত যুগে ইন্টারনেট থেকে দূরে থাকা যতুটুকু কঠিন হয়ে পড়েছে। তার থেকে অনেক অনেক বেশি কঠিন হয়ে পড়েছে ছেলে-মেয়েদের নৈতিকতার সাথে গড়ে তোলা।
তাই আমার মতে, ইউটিউব-গুগোলসহ এই ধরনের যে সকল সাইট আছে তাদের উচিৎ ক্যাটাগরি ভাগ করে দেওয়া। এতে সুবিধা হলো, যার যা দেখার ইচ্ছা সে তাই সার্স দিয়ে দেখবে। কিন্তু ওই সার্স দেওয়া বিষয় এবং ওই সম্পর্কিত ভিডিও ব্যাতিত অন্য কোন ভিডিও সেখানে দেখা যাবে না।
তাই এ সকল সাইটের কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন তারা যেন আমাদের জন্যে এই উপকারটুকু করেন। জানি না এই লেখার সাথে কার কি মত। আমি এটাও জানি না আমার এই নিজস্ব মতবাদটা কতদূর পৌঁছাবে। তবে এটা জানি আমার এই লেখার সাথে অনেকেই একমত হবেন। কিন্তু আধুনিকতার এই অনিয়ন্ত্রিত নিয়মটা নিয়ন্ত্রন করা না গেলে ভবিষ্যতে নৈতিকতা এবং সম্মান দুটোই বিলিন হয়ে যাবে।
©somewhere in net ltd.