নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামাদের আঙ্গিনা

রোকসানা আনোয়ার

রোকসানা আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আসুন সচেতন হই

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

দূর্বলের ওপর সবলেরা বরাবরই চড়াও হয়েছে আবার সবলেরা অন্যায় করেছে তার ফল ভোগ করেছে দূর্বলেরা।এটা হয়ে আসছে সৃষ্টি লগ্ন থেকে।তবে শিক্ষা,সভ্যতা আর বাস্তবতা প্রভাবে পরবর্তিতে দূর্বলেরাও মাথা তুলে বাঁচার জন্য লড়াই করতে শিখেছে। আজ সবাই সোচ্চার তাদের অধিকার ,প্রাপ্য, এবং গন্ডির সীমারেখা নিয়ে।আমাদের সবচেযে বড় সমস্যার মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব একটি।বড় বড় দেশগুলো তাদের শিল্প উন্ন্য়ন ঘটাচ্ছে ,যাতে করে কার্বন নিঃস্বরন বেশি হচ্ছে এবং সেই সাথে বেরে যাচ্ছে বৈশিক উষ্মতা।যার প্রভাব পরেছে আমাদের মত উন্নয়নশীল দেশের ওপর সবচেয়ে বেশি।সুবিধা ভোগ করছে তারা আর দূর্দশায় পরছি আমরা।রোদ,বৃষ্টি,খরায় ভেঙ্গে যাচ্ছে কৃষকের একেক দিনের স্বপ্ন। লোনের বোঝা মাথায় নিয়ে কেউবা মৃত্যকে বেছে নিচ্ছে মুক্তির উপায় হিসেবে।সরকার ভারসম্য রক্ষায় পদক্ষেপ নিলেও তা কেবল শান্তনা মাত্র। জাতিসংঘ,ইউরোপিয় ইউনিয়ন সহ বেশ কিছু সংস্থা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করলেও আমাদের প্রত্কেকে ব্যক্তিগত ভাবে সচেতন হতে হবে।কেননা দেশ আমাদের একে রক্ষার দায়িক্তও আমাদের।এটা ভাবার দিন শেষ যে বর্হিবিশ্ব যখন আমাদের সহায়তা দিবে তখনই কেবল আমরা এই সমস্যা রোধ করতে পারবো।আমরা নিজ উদ্দেগে বনভূমি তৈরি,খাল খনন ,বায়োগ্যাস ব্যবহার ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে যদি মনুষ্য সৃষ্টি সমস্যা রোধে সচেতনতা বৃদ্ধি করতে পারি তবেই না দূর্বলের লাগাম ছিন্ন করে সফল জাতিতে প্রস্তুত হতে পারবো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন: কত জন আছে যে এই বিষয় টা নিয়ে ভাবে । আমি মাঝে মাঝে নিজ উদ্যোগে চেষটা করি । কিনতু সাহায্যের অভাব এর কারনে সব বনধ হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.