![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেথা তমসার জালে আটকা পড়ে ন্যায়ের আর্তনাদ,হেথা খুঁজে ফিরি নতুন স্বপ্ন, সত্যের নব আঘাত।
গগন টা আজো রাঙ্গে গোধূলি লগনে,
রাতের কোমল শশী ছড়ায় মমতা ।
রাত জাগা ঘুমগুলো জমায় জড়তা ,
শিউলিরা দোল খায় ভোরের পবনে ।
তব স্ফীত মুখ আজো ভাসে যে স্বপনে ,
ঘাসের শিশিরে কেন জাগে ব্যাকুলতা ?
আবেগের মনে আজ আবেগ শূন্যতা,
নীল রঙ্গা ফুল ফোটে আলোক তপনে ।
.
বিয়োগ বেদনে কালা হৃদয় কমল ,
ব্যাথাগুলো কেঁদে ওঠে বিষাদের সুরে ।
যাতনার ভারে কভু দেয়াল ভাঙ্গিনে ,
অসময়ে ভাঙ্গা জানি এ প্রেম বিমল ।
মরমের পথে তুমি দূর হতে দূরে ,
আজো তবু রই বসে বিরহ আঙ্গিনে।
*****
লেখক : নোমান সাদী
কবিতার ধরন: পেত্রার্কীয় সনেট।
ভাব: বিরহ (রোমান্টিসিজম)
ভাবের মিল বিন্যাস: কখখক কখখক ( অস্টক) গঘঙ গঘঙ ( ষটক)
মাত্রা বিন্যাস: ৮+৬= ১৪ ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগল
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
সনেট কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে।