![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, ন্যায়বিচার, সু-শাসন- কোন আন্গীকেই ব্যাতিক্রম হতে পারে না,যেখানে হ্য়, সেখানে এর কানটাই নেই।উদাহরণ- বর্তমান বাংলাদেশ !
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান গ্রহণের লক্ষ্যে ৪৭টি ব্যাংকে হিসাব খোলার নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংকগুলো ওই হিসাবে জমাকৃত মোট অর্থের বিবরণী বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করে থাকে। ৩০ এপ্রিল ২০১৩ পর্যন্ত ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছাঅনুদান সহায়তা (নিবাসী)’ হিসাবে ১ লাখ ১৭ হাজার ৫২ টাকা ২২ পয়সা এবং পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছাঅনুদান সহায়তা (অনাবাসী)’ হিসাবে ১ হাজার মার্কিন ডলার (৮০ হাজার টাকার মত) অনুদান পাওয়া গেছে।
উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা এবং এ বিষয়ে অনুদান প্রদানে দেশি এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানের পরপরই গত বছরের জুলাই মাসে মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তফসিলি ব্যাংকে দুটি করে হিসাব খোলার সিদ্ধান্ত হয়।
২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
নিষ্কর্মা বলেছেন: মাশাল্লাহ, দুই লাখ টাকা জমা হৈছে। মাননীয় অর্থ মন্ত্রীর কাছে একটা বিনীত প্রশ্ন করা যায় এখন। আপনি যখন দেশের টাকায় সেতু বানাবার প্রত্যয় ঘোষণা করেছিলেন, তখন এয়ারপোর্টে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫০০ টাকা পদ্মাসেতু খাতে আদায় করা হয়েছিল। সেই টাকা গেল কৈ? আরো আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পদ্মা সেতুর নাম করে টাকা আদায় হয়েছিল। সেই সংবাদ পেপারে এসেছিল। সেগুলো কেন এই একাউন্টে আসে নাই?
জবাব হয় এখন দেন, না হলে অপেক্ষা করুন। নির্বচানের মাত্র ছয় মাস আছে!!
১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২০
ননদালীনাজ বলেছেন: সহমত!
৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৮
আশিকুর রহমান ১ বলেছেন: লজ্জা শরম থাকলে আবার কথা বলে? হাম্বারা নির্লজ্জতার শেষ সীমাও অতিক্রম করে ফেলসে।
১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২৩
ননদালীনাজ বলেছেন: আম-জনতা শরমে চিপায় ঢুকে গেল মাগার তবু ---
৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:১৭
রিওমারে বলেছেন: ১৯৭১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে যারা মন্ত্রী হয়েছেন তাদের কাছে অবৈধ ভাবে উপার্জিত যে পরিমান টাকা আছে তা যদি সরকারী ফান্ডে জমা করা হয় তাহলে পদ্মা সেতুর মত ৪০টা সেতু বানানো সম্ভব।
১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৩১
ননদালীনাজ বলেছেন: আরো অনেককিছুই হতে পারত :/
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৩
ঢাকাবাসী বলেছেন: আম্লীঘের সামনে ইলেকশনে টাকাটা কামে লাগব। পকেটের টাকা তো এরা খরচ করেনা।