নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ কুশুম

ননদালীনাজ

মানবতা, ন্যায়বিচার, সু-শাসন- কোন আন্গীকেই ব্যাতিক্রম হতে পারে না,যেখানে হ্য়, সেখানে এর কানটাই নেই।উদাহরণ- বর্তমান বাংলাদেশ !

ননদালীনাজ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষন- যাদের রক্তে বহমান

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

(বাংলাদেশ প্রতিদিন থেকে)

!

!

!

!

চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীকে যুবলীগনেতার গণধর্ষণ



মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতির বাসায় এক তরুনীকে (২৫) চাকুরীর দেয়ার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করেছে মাদারীপুর জেলা যুবলীগের এক প্রভাবশালী নেতা ও তার তিন বন্ধু।

এসময় ঘটনাস্থল থেকে যুবলীগের জেলা কমিটির সদস্য আকতার হাওলাদার (৪০), তার বন্ধু আজাদ (৩৮) ও আনু ভূইয়াকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায়।



ধর্ষণের শিকার তরুণী পুলিশ ও সাংবাদিকদের জানান, একটি বীমা কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে আকতার হাওলাদার ও রুবেল মুন্সি নামের এক ক্যাবল অপারেটর (ডিস) ব্যবসায়ী তাকে ডেকে নিয়ে যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুর বাড়িতে। সেখানে মদ্যপ অবস্থায় আকতার হাওলাদার, আজাদ, আনু ভূইয়া ও রুবেল মুন্সী (৩৫) তাকে পালাক্রমে ধর্ষণ করে।



তরুণী আরো জানান, ধর্ষণ শেষে এক পর্যায়ে আমি বাথরুম গিয়ে আমার ভাইকে ফোন দিই। আমার ভাই পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।



এ ব্যাপারে বাড়ির মালিক জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপু বলেন, আমি পরিবারের সবাইকে নিয়ে ঢাকা আছি। আমি ঢাকা আসার সময় বাড়ির চাবি আনু ভূইয়ার কাছে রেখে এসেছি।



মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দিক বলেন, 'খবর পেয়েই আমার নেতৃত্বে পুলিশ নিয়ে বাড়িটি ঘেরাও করে, এবং ধর্ষকদের মধ্যে আকতার হাওলাদার, আনু ভূইয়া ও আজাদকে মদ ও কনডমসহ গ্রেফতার করা হয়। ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে গেছে।



- See more at: Click This Link

চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীকে যুবলীগনেতার গণধর্ষণ



মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতির বাসায় এক তরুনীকে (২৫) চাকুরীর দেয়ার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করেছে মাদারীপুর জেলা যুবলীগের এক প্রভাবশালী নেতা ও তার তিন বন্ধু।

এসময় ঘটনাস্থল থেকে যুবলীগের জেলা কমিটির সদস্য আকতার হাওলাদার (৪০), তার বন্ধু আজাদ (৩৮) ও আনু ভূইয়াকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায়।



ধর্ষণের শিকার তরুণী পুলিশ ও সাংবাদিকদের জানান, একটি বীমা কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে আকতার হাওলাদার ও রুবেল মুন্সি নামের এক ক্যাবল অপারেটর (ডিস) ব্যবসায়ী তাকে ডেকে নিয়ে যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুর বাড়িতে। সেখানে মদ্যপ অবস্থায় আকতার হাওলাদার, আজাদ, আনু ভূইয়া ও রুবেল মুন্সী (৩৫) তাকে পালাক্রমে ধর্ষণ করে।



তরুণী আরো জানান, ধর্ষণ শেষে এক পর্যায়ে আমি বাথরুম গিয়ে আমার ভাইকে ফোন দিই। আমার ভাই পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।



এ ব্যাপারে বাড়ির মালিক জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপু বলেন, আমি পরিবারের সবাইকে নিয়ে ঢাকা আছি। আমি ঢাকা আসার সময় বাড়ির চাবি আনু ভূইয়ার কাছে রেখে এসেছি।



মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দিক বলেন, 'খবর পেয়েই আমার নেতৃত্বে পুলিশ নিয়ে বাড়িটি ঘেরাও করে, এবং ধর্ষকদের মধ্যে আকতার হাওলাদার, আনু ভূইয়া ও আজাদকে মদ ও কনডমসহ গ্রেফতার করা হয়। ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে গেছে।



- See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.