নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ কুশুম

ননদালীনাজ

মানবতা, ন্যায়বিচার, সু-শাসন- কোন আন্গীকেই ব্যাতিক্রম হতে পারে না,যেখানে হ্য়, সেখানে এর কানটাই নেই।উদাহরণ- বর্তমান বাংলাদেশ !

ননদালীনাজ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের স্বাধীীনতার বর্তমান হালচাল

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

''২০০৮ সালের ফেব্রুয়ারি। তখন বাংলাদেশে সেনাপ্রধান মইন উ আহমেদ। তিনি ৬ দিনের ভারত সফরে এলেন। আমার সঙ্গেও সাক্ষাত করলেন তিনি। অনানুষ্ঠানিক আলোচনায় আমি তাকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার গুরুত্ব তুলে ধরলাম। কিন্তু ক্ষমতায় গেলে তাকে বরখাস্ত করতে পারেন শেখ হাসিনা, এ নিয়ে শঙ্কিত ছিলেন তিনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিলাম। হাসিনা ক্ষমতায় আসার পর ওই জেনারেলকে পদ টিকিয়ে রাখার নিশ্চয়তা দিলাম।'' /মানবজমিন*
- প্রণব মুখার্জী, ইনডিয়ার সাবেক প্রেসিডেন্ট
প্রনব বাবু ফ্রুটিকা খেয়ে যে কথা গুলো বলতেছেন উনার আত্মজিবনিতে যে, উনি জরজ বুশের এপয়েন্টমেন্ট চাইছেন, এবং হাসিনা ক্ষমতায় আসার পরে জেনারেল মইনকে চাকুরিতে রাখার ব্যক্তিগত দায়িত্ব নিছেন সেই ফ্রুটিকা স্বীকারোক্তি থেকে কয়েকটা জিনিষ প্রণিধান যোগ্য ।
১। প্রনব বাবু ইলেকশানের আগেই নিশ্চিত ছিলেন শেখ হাসিনা ক্ষমতায় আসবে। এবং শেখ হাসিনার কাছে তিনি জেনারেল সাহেবের পদের নিশ্চয়তা নিছেন, বেগম জিয়ার কাছে নেন নাই। তার মানে, ইলেকশানে জেনারেল সাহেবকে নিশ্চিত করতে হইছে, উনার পদের নিশ্চয়তা দান কারি শেখ হাসিনা যেন ক্ষমতায় আসে।
২। এই ধরনের আলাপ কখনোই কূটনৈতিক ভাবে এতো ফ্র্যাঙ্কলি বলা হয়না। রিটায়ারড লোকেরাও বলে না। জিবনের শেষ বয়সে এসে ঘটনা গুলোর ইম্প্যাক্ট যখন আর নাই তখন এই গুলো ইতিহাসের রেফারেনস হিসেবে বলেন। তাও অনেক সতর্কতার সাথে।
কিন্ত বাংলাদেশের রাজনীতির উপর ইন্ডিয়ার দখল এখন এতো নির্লজ্জ ভাবে স্থাপিত এবং সেইটাকে এতো অনিবার্য সত্য হিসেবে নেয়া হয়েছে যে, প্রনব বাবুদের সামান্য সঙ্কোচও হয় নাই একটা স্বাধীন রাষ্ট্রের ক্ষমতা ম্যানিপুলেশানে ভারতের ভুমিকা নিয়ে এই ধরনের বক্তব্য অফিসিয়ালি অন রেকর্ড বলতে ।
৩। রাষ্ট্র হিসেবে আমরা এখন আর রিপাব্লিক নাই। এই খানে ক্ষমতা গঠনে, চর্চায় এবং পরিবর্তনে জনগনের কোন ভুমিকা নাই।
এই রিপাব্লিককে এই প্রনব বাবু এবং তাদের দেশীয় অনুচরদের হাত থেকে জনগণের হাতে ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমরা ভারতের করদ রাজ্য থাকবো।
৪। আপনি যেদিন সেই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে পারবেন, সেই দিন প্রনব বাবুরা প্রকাশ্যে এই ধরনের স্বীকারোক্তি দিতে লজ্জা পাবে।
এবং তখনই ভারত আপনাকে রেস্পেক্ট করবে এবং ভারতের কাছে আপনি আপনার ন্যায্য হিস্যা চাইতে পারবেন।
৫। তার আগ পর্যন্ত আপনি আনঅফিসিয়ালি নয় অফিসিয়ালি ভারতের করদ রাজ্য বাস করেন।

"জিয়া হাসান" ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে কপি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

প্রবাসী দেশী বলেছেন:

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


""জিয়া হাসান" ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে কপি। "

-জিসান ভাই কেন বাংলাদেশকে করদ রাজ্য বলছেন? আপনার ভাই হওয়াতে এই অবস্হা?

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


এই লেখায় "মুক্তিযু্দ্ধকে" কেন শিরোনামে আনা হলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.