নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ কুশুম

ননদালীনাজ

মানবতা, ন্যায়বিচার, সু-শাসন- কোন আন্গীকেই ব্যাতিক্রম হতে পারে না,যেখানে হ্য়, সেখানে এর কানটাই নেই।উদাহরণ- বর্তমান বাংলাদেশ !

ননদালীনাজ › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ণের ফিরিস্তি

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

দুনিয়ায় একটা দেশ আছে। সেই দেশের লোকজন ভাবে, তারা হলো সকল দেশের রানীর দেশের নাগরিক, তাদের জীবনে আছে খালি মোটিভেশন আর পজেটিভ ভাইব! কিছুক্ষন অনলাইন ঘাটাঘাটি করতে যা বের হইলো....

- এশিয়ার সবচেয়ে কম innovative বা উদ্ভাবনশীল দেশ (Global innovation index 2018)

- এশিয়ার মাঝে সবচেয়ে খারাপ রাস্তাওয়ালা দুইটা দেশের একটি (১১৩তম, শুধু নেপালের চেয়ে ভালো) - World economic forum 2017 (Data leads).... উল্লেখ্য, পাকিস্তানের অবস্থান ৭৭তম

- বসবাসের দিক দিয়ে বিশ্বের ২য় নম্বর নিকৃষ্ট শহর (Global liveability index 2018 , EIU)

- বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে ৩য়। এর পেছনে শুধু কাবুল আর লাহোর (WHO, 2018)

- এশিয়ার শহরগুলোর মাঝে সবচেয়ে পীড়াদায়ক বা stressful শহর, সারা দুনিয়ার হিসাব করলে ১৫০ শহরের মাঝে ১৪৪তম (Zipjet)

- জীবনধারনের খরচের হিসাবে আমেরিকার ওয়াশিংটন ডিসির চেয়েও বেশি খরচ করতে হয় রাজধানীবাসীর, দক্ষিন এশিয়ার বেশিরভাগ শহরের চেয়েও বেশি খরচের শহর (EIU, World wide cost of living, 2018)

- দক্ষিন এশিয়ার সবচেয়ে খারাপ মিডিয়ার স্বাধীনতা। সারা দুনিয়ার হিসাব করলে অবস্থান ১৪৬তম। মায়ানমারের অবস্থাও এর চেয়ে ভালো (১৩৭), আফগানিস্তান (১১৮) এমনকি পাকিস্তানও (১৩৯) (Reporters sans frontiers , world press freedom index 2018)

- বিশ্বের সবচেয়ে দুর্বল ৫ টি পাসপোর্টের একটি (১০০তম) । এর নিচে আছে শুধু ইরাক- আফগানিস্তান-সিরিয়া-সোমালিয়া (Global passport power rank 2018 (by henley and partners, based on IATA)

- মোবাইল ইন্টারনেট স্পীড ১২৪ দেশের মাঝে ১১৩ তম। এর নিচে আছে শুধু ইরাক,আফগানিস্তান,তাজিকিস্তান,আলজেরিয়া,লিবিয়া,ঘানা (Speedtest dot net, September, 2018)

- গনতন্ত্র সূচকে দুনিয়ায় ৯২ তম, সর্বশেষ ১০ বছরের ভেতরে সবচেয়ে খারাপ অবস্থানে (EIU democracy index, 2018)

- আইনের শাসন সূচকে ১১৩ দেশের মাঝে ১০২ তম, এর নিচে বলার মত দেশ আছে আফগানিস্তান, ক্যাম্বোডিয়া, ভেনেজুয়েলা (WJP Rule of Law index 2018)

- ব্যবসাবান্ধব পরিবেশের হিসাব করতে গেলে দুনিয়ার ১৯০ দেশের মাঝে ১৭৬ তম ব্যবসাবান্ধব দেশ। এমনকি যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানও এর চেয়ে ওপরে (১৬৭তম) (World Bank's Doing Business report, 2018)

এত এত খারাপ খবর? ভাল খবর নাই নাকি? অবশ্যই আছে! বিশ্বে সবচেয়ে দ্রুত অতি ধনী (মাইন্ড ইট, খালি বড়লোক না, অতি বড়লোক!) হবার হারের দিক দিয়ে কিন্তু সেই দেশ প্রথম! এমনকি চায়না-ভারতও এইদিক দিয়ে পেছনে পড়ে গেছে! (WEALTH - X, world Ultra Wealth report, 2018)

তো সেই দেশের নাম কি?

সেই দেশের নাম বলা যাবেনা। নাম বললে চাকরি থাকবে না...!

(পুনশ্চঃ ভূপেনকে বললাম - তোমার দেশের এই হাল দেইখা তোমার অনুভূতি কি?

ভূপেন বললো - হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং!!)

( দুর্যোধন- এর ফেসবুক থেকে কপি-পেস্ট )

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: কথা একটাই-
দেশ উন্নয়নের মহাসড়কে।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

শহুরে আগন্তুক বলেছেন: জাদুর শহর ঢাকা!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

নীল আকাশ বলেছেন: এই জন্য এক গন সংবর্ধনা দিয়ে নতুন একটা টাইটেল দিতে হবে আর আসছে সামনের নির্বাচনে দল মত নির্বিশেষে বর্ষাকালে যানবাহনকে ভোট দিন, যাতে আগামিতে সব সূচকেই সর্বনিন্ম স্থানে চলে আসতে পারে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.