![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Beauty is truth, truth beauty," - that is all Ye know on earth, and all ye need to know.
২৮ ডিসেম্বর ২০০৮,৯ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন। আমাদের পাড়ায় ছিলো একটা সাজসাজ রব। চারিদিকে ঝুলছে ব্যানার,পোস্টার। দুই বছরের জরুরী অবস্থা শেষে নির্বাচন,মানুষ খুব আগ্রহ এবং আনন্দের সাথেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলো (যদিও আমার মতে মানুষ খুব শান্তিতেই ছিলো ঐ দুই বছর)। আর ওটাই ছিলো আমার জীবনের প্রথম জাতীয় নির্বাচন, যখন নির্বাচন ও ভোট দেয়া দুটোই আমি পুরোপুরি বুঝি। সবার মাঝে,সব জায়গায় এতো আগ্রহ দেখে আমার খুব খারাপ লাগছিলো নিজে ভোট না দিতে পেরে(আমি ভোটের অধিকার পাই ২০০৯-এ)।
যাই হোক পরেরবার (মানে এবার) আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো আশা করেছিলাম। কিন্তু হায় আফসুস! আমার মতো নব্য ভোটারদের জন্য। আফসুস! আমি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি; এই গণতন্ত্র যে আমাকেও একটি অধিকার দিয়েছে, যা কিনা পাঁচ বছরে মাত্র একবারই প্রমাণিত হয়। সেই ভোটাধিকার থেকে আমি প্রথমবারই বঞ্ছিত।
নির্বাচন কমিশন সূত্রে, এবার নতুন ভোটার বেড়েছে এক কোটি আট লাখ ৭৮ হাজার ১৬৪ জন। তার মধ্যে ৬১ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না(একক প্রতিদ্বন্দ্বী হওয়ায়)। আমি অবশ্য বাকি ৪৭ লক্ষ ভোটারদের একজন,যাদের এলাকায় আওয়ামী লীগের বিপরীতে কমপক্ষে একজন হলেও প্রতিদ্বন্দ্বী আছেন। তারপরেও আমি কাল ভোট দিতে যাবো না এবং আমার মনে হয় আমার মতো বাকী ৪৭ লাখ নবীন ভোটাররাও যাবে না। কারন নির্বাচন শব্দের অর্থ-ই যে বদলে গেছে।
ইতিপূর্বে আমি বা আমার মতো নতুন ভোটাররা গণতন্ত্রের যে সংজ্ঞা জেনেছি সেগুলো হলো- "গণতন্ত্রে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী",
"Democracy is the government of the people, by the people, for the people."।
কিন্তু বর্তমানে আমাদের দেশের ক্ষমতালোভী রাজনীতিবিদেরা আমাদের যে নির্বাচন ও গণতন্ত্রের সাথে পরিচয় করাচ্ছেন সেগুলোতো এসব সংজ্ঞার সাথে মিলছে নারে ভাই। তাই বলি কি বদলানো হোক গণতন্ত্র শব্দের অর্থ। গণতন্ত্র মানে, "সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ" না হয়ে হোক,"যেখানে কিছুই করতে পারে না জনগণ"…
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
ইউরো-বাংলা বলেছেন: আসুন দেশের অর্থ সম্পদ নষ্ট করা- এই পাতানো নির্বাচন বর্জন করি। এবং যারা এই পাতানো নির্বাচনের সাথে জড়িত তাদেরকে থুথু দেই।