নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত থাক, পরে এসে লিখব।

ফারিহা নোভা

আজ রাতে স্বপ্নেরা ভেঙ্গেছে বাঁধ, মুগ্ধতার আকাশে তাই একফালি চাঁদ।

ফারিহা নোভা › বিস্তারিত পোস্টঃ

উত্তরের অপেক্ষায় নীরব রাতের মগ্নতা

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯



মেঘদল ভেসে চলে অতৃপ্ত বাতাস ভারী করে।
ঈশান কোনের মেঘ পত্র ঝড়ার গান হয়ে
ঝড়ে আঁচলের রং মলিন করে,
একটা প্রশ্ন নিয়ে রোদের অপেক্ষায় ছিলাম,
মাটির ঘরে রোদ আসেনি,
আমার আর প্রশ্ন করা হয়না।

ভেজা মাটির ঘ্রাণে হারানো মন আবেশে ডুবে রয়,
ক্ষয়ে যায় সময়, সরে যায় ভাবনার অতলে
লুকিয়ে থাকা মগ্নতা।

সকল চিন্তা ছাপিয়ে বর্তমানের পথে হাঁটা
তাচ্ছিল্যের খাতায় পড়ে থাকে প্রশ্ন গুলো।
আবর্তিত কালের খেয়া তীরে এসে পাল শুকায়
বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই,
আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়।

মন্তব্য ৯১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

বিজন রয় বলেছেন: নতুন ভোরের স্বপ্ন দেখা কবিতা।
ভাল লাগল।
++++

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন :)

২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

তানজির খান বলেছেন:
মাটির ঘরে রোদ আসেনি,
আমার আর প্রশ্ন করা হয়না।


ভাল লাগল কবিতা

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় অসংখ্য ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: বাহ! অসাধারণ কবিতা! পাঠে মুগ্ধ হলাম কবি!

অশেষ শুভ কামনা রইল।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

ফারিহা নোভা বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য অনেক অনেক উৎসাহ আর ভাল লাগার অনিভুতি দিয়ে গেল।
আন্তরিক ধন্যবাদ।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

রাজিব ওয়াহিদ বলেছেন: খুভ ভালো লিখেছো

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায় !! ভাল লিখেছেন । ভাল লেগেছে ।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় অনেক উৎসাহ পেলাম।
আন্তরিক শুভ কামনা রইল।

৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,



প্রশ্নটি করা নাহলেও উপরের ছবিটিই প্রশ্নটি কি তা বলে দিচ্ছে ।

লেখাটি চলনসই । আরো সুন্দরের অপেক্ষায় । লিখতে থাকুন ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

ফারিহা নোভা বলেছেন: আপনার মন্তব্য আরও ভাল কিছু করার অনুপ্রেরণা দিয়ে গেল ।
অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার কবিতা পড়ে মুগ্ধ হলাম। ধন্যবাদ কবি।।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

এন.আর মাহমুদ বলেছেন: চমৎকার লিখেছেন।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এন আর মাহমুদ , ভাল থাকবেন।

৯| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় আন্তরিক কৃতজ্ঞতা রইল। ভাল থাকবেন ।

১০| ৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৪২

দ্বিতীয় আমি বলেছেন: হুম, আমারও ভাল্লাগছে ;) অনেকদিন পরে তোমার কবিতা পড়লাম। লেখাটা একটু নিয়মিত করবা প্লিজ? ও, কবিতা কিন্তু অনেক সুন্দর হইছে ;) শব্দের ব্যবহার বেশি ভাল্লাগছে :) যদিও

"সকল চিন্তা ছাপিয়ে বর্তমানের পথে হাঁটা
তাচ্ছিল্যের খাতায় পড়ে থাকে প্রশ্ন গুলো।
আবর্তিত কালের খেয়া তীরে এসে পাল শুকায়
বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই,
আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়।"

এইটুকু বেশি ভাল্লাগছে। আরও পরিণত লেখা তোমার থেকে আশা তো করতেই পারি, নাকি?
বাই দ্য ওয়ে, আমারে চিনছো তো? আমি আমার আসল আইডি অফ করে দিছি। এখন আর ব্লগে লেখি না।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

ফারিহা নোভা বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, তবে আমি চিনতে পারিনি আপনাকে।

১১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

রায়হানুল এফ রাজ বলেছেন: বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই,
আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়।
------আমি বিমোহিত। আপনার জন্য শুভকামনা।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

মহেড়া বলেছেন: ঝড়ে আঁচলের রং মলিন করে , এখানে ব্যাক্তি কবির মানবিক হৃদয় ব্যাপকভাবে এসেছে। এ যেন জীবনানন্দ দাসের নীড়।

সকল চিন্তা ছাপিয়ে বর্তমানের পথে হাঁটা ; এখানেই কবির সকল আশাবাদ আর জীবনের যত প্রাণময়তা। কবিদের কাছে মানুষ পথ খোঁজে পেতে পথ চেয়ে থাকে।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

ফারিহা নোভা বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ভাল লাগা জানবেন ।

১৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার আরো ভালো লেখা পড়েছিলাম বলে মনে পড়ে!! এই লেখাটিও সুন্দর।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা

১৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

শোভ বলেছেন: বেশী একটা ভালো হয়নি চেস্টা করলে আরো ভালো করতে পারতেন । তবে আপনার লিখার হাত আছে আপনাকে দিয়ে হবে ।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

ফারিহা নোভা বলেছেন: অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০০

রেইড ইন স্কাই বলেছেন: চমৎকার :) চমৎকার :)

খুবই ভাল লাগল কবিতাখানি। সতত শুভ কামনা হে কবি।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগার রেইড ইন স্কাই

১৬| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়। - বেশ!

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে আমার ব্লগে দেখে। ভাল থাকবেন।।

১৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১

আরাফআহনাফ বলেছেন: "বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই" -- কত দেরি হলো পান্জেরি?
নিশ্চ্য়ই সব ফুরিয়ে যায়নি। মাটির ঘরে রোদ আসুক - শীতের ভোর রোদ।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ফারিহা নোভা বলেছেন: নাহ সব ফুরিয়ে যায়নি, দেরি হলেও সময় শেষ হয়ে যায়নি।
প্রতীক্ষিত ভোরের আলো আসবেই ।

১৮| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই,
আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়"

খুব সুন্দর।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক খুশি হলাম আপু আপনাকে আমার ব্লগে পেয়ে।
ভাল থাকবেন সদা।

১৯| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

তার আর পর নেই… বলেছেন: মাঝখানের স্তবক বেশি ভালো লেগেছে। মেঘ পত্র ঝড়া না হয়ে ঝরা হলেই ঠিক হতো, না?

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

ফারিহা নোভা বলেছেন: আপনি বলার পর আমার ও তাই মনে হল আচ্ছা এডিট করে নিব।
অনেক ধন্যবাদ ।

২০| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

নেক্সাস বলেছেন: আপনার লিখা আগে পরেছি কিনা জানিনা। তবে এই লিখাটা অনন্য সুন্দর। অনসরণে নিলাম ভালো ভালো কবিতার প্রত্যাশায়

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

ফারিহা নোভা বলেছেন: লেখালেখিতে এই ব্লগে আমি একদম নতুন, তবে ব্লগের সাথে আছি অনেক দিন ধরে।
ভাল থাকবেন ভাইয়া।

২১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

মুসাফির নামা বলেছেন: অনবদ্য কবিতা।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ফারিহা নোভা বলেছেন: আরে না , অনবদ্য মন্তব্যের জন্য খুশি হয়েছি, একটু ফান করলাম এই আরকি।

২২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

জ্যোস্নার ফুল বলেছেন: মাটির ঘরে রোদ আসেনি,
আমার আর প্রশ্ন করা হয়না।

গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই, রোদ বাতাস আসে না।
এত শক্ত এত নিচ্ছিদ্র হলে হবেনা। ইউ হ্যাভ টু বি ব্রোকেন, দ্যাটস হাউ লাইট উইল গেট ইন। :)

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ফারিহা নোভা বলেছেন: নমনীয়তা ছাড়া জীবন অসহায় হয়ে পড়ে।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা রইল।

২৩| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মুসাফির নামা বলেছেন: আমি কি এত খারাপ মন্তব্য করলাম, হাসলেন

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

ফারিহা নোভা বলেছেন: না না সর্বনাশ কি বলেন, এমনি এমনি ।

২৪| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

মুসাফির নামা বলেছেন: আপনি এত আপসেট হচ্ছেন কেন? আমিও এমনি এমনি

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ফারিহা নোভা বলেছেন: বাহ বাহ :P

২৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৪

সোহানখুলনা বলেছেন: এত্তো গুলা ভাল লাগলো

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২৬| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

এম.. মাহমুদ বলেছেন: কিছু শব্দ ধার দেবে আমায়?
ভীষণ খরা যাচ্ছে আমার।।
ভেবো না
ফিরিয়ে দেব একদিন
এই বলে রাখলাম তোমায়।।
দেবে তো?

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

ফারিহা নোভা বলেছেন: আপনার মন্তব্যে সন্মানিত বোধ করছি।

২৭| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো আরো ভালো হতে পারতো।
প্রশ্নরা অপেক্ষায় থাকুক। উত্তরের। আর আমরা বিশুদ্ধ এক কবিতার।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।

২৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১

প্রলয় নীল বলেছেন: 'আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়'।

মূলত এমনই হয়। খুব ভাল লাগলো কবিতাটি।
++++

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় প্রীত হলাম । ভাল থাকবেন।

২৯| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:


সোনালী দিনের সুর্যকে মেঘের আড়ালে ঢেকে দিয়েছেন; আলো, আরো আলো

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭

ফারিহা নোভা বলেছেন: হি হি :) তা কেন সোনালী রোদের অপেক্ষায় আছি।
ভাল থাকবেন।

৩০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
ভেজা মাটির ঘ্রাণে হারানো মন আবেশে ডুবে রয়,
ক্ষয়ে যায় সময়, সরে যায় ভাবনার অতলে
লুকিয়ে থাকা মগ্নতা।


একটা লাইক ছিল রেখে গেলাম।
ধন্যবাদ,ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

ফারিহা নোভা বলেছেন: মন্তব্য ও লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আন্তরিক ভাল লাগা জানবেন।

৩১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

জুন বলেছেন: মাটির সোঁদা গন্ধের মত আপনার কবিতাও এক আবেশ ছড়িয়ে গেল মনের ভেতর ফারিহা নোভা।
+

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ফারিহা নোভা বলেছেন: অনেক ভাল লাগল আপু আপনাকে দেখে, ভাল থাকবেন, উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩২| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৬

আহসানের ব্লগ বলেছেন: অনেক দিন পরে মন ভরে পড়লাম । প্লাস ।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ ।

৩৩| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

সুখী পৃথিবীর পথে বলেছেন: উত্তর পাওয়া যাবে কিনা বলবে সময়। তবে পাওয়া উচিত। কবির এ আকুলতা আমদেরকে মুগ্ধ করেছে। সুখে থাকুন।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ফারিহা নোভা বলেছেন: আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ হলাম, ভাল থাকেবেন।

৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

নকীব কম্পিউটার বলেছেন: আবর্তিত কালের খেয়া তীরে এসে পাল শুকায়
বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই,
আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়।

-----সেই রকম ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় আন্তরিক ধন্যবাদ।

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

রাজসোহান বলেছেন: প্রথম লাইনেই দাড়ি! পরে বুঝলাম লাইনটা আলাদা ছিলো, ভালো টেকনিক!

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

ফারিহা নোভা বলেছেন: হা হা খুশি হলাম , ভাল থাকবেন।

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা চমৎকার লিখসেন, বেশ লাগলো।
ছবিটা নীচে দিলে মনে হয় নিঃস্তব্ধতা আরেকটু বেশি সময় জুড়ে বজায় থাকতো ||

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

ফারিহা নোভা বলেছেন: হুম হয়তবা
ধন্যবাদ

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

আরিফুল হক৩৫ বলেছেন: অসাধারণ

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৮

এহসান সাবির বলেছেন: ভেজা মাটির ঘ্রাণে হারানো মন আবেশে ডুবে রয়,
ক্ষয়ে যায় সময়, সরে যায় ভাবনার অতলে
লুকিয়ে থাকা মগ্নতা।

বেশ দারুন লিখেছেন আপনি।

শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

প্রীতম বলেছেন: আরিব্বাবা, কি কঠিন।
তবে খুব ভালো লাগলো।
------
একটা প্রশ্ন নিয়ে রোদের অপেক্ষায় ছিলাম----
দুর্দান্ত গরম রোদে সিদ্ধ আমিও অপেক্ষায়,
কিভাবে লেখেন এতো সুন্দর কাব্য?
----
ধন্যবাদ। ভালো থাকবেন, আর একটা পোষ্ট থেকে আরেকতা পোষ্ট এর সময়ের দুরত্ত কমান প্লিজ।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

ফারিহা নোভা বলেছেন: সময় কথা বলে।
সব সময় ত আর লেখা যায়না।

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

অলিন মজুমদার বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে। আপু।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

শামছুল ইসলাম বলেছেন: কবিতায় অনেক না বলা কথা থাকে, নিজেই কল্পনার জাল বুনে তাদের বুঝতে চেষ্টা করিঃ

//একটা প্রশ্ন নিয়ে রোদের অপেক্ষায় ছিলাম,
মাটির ঘরে রোদ আসেনি,
আমার আর প্রশ্ন করা হয়না।//


সুন্দর কবিতা।

ভাল থাকুন। সবসময়।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল লাগল আপনাকে দেখে, ভাল থাকবেন ।

৪২| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক অনেক শুভ কামনা রইল।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

৪৩| ১০ ই মে, ২০১৬ রাত ১০:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৩

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল লাগল।

৪৪| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:২৯

নিষ্ঠুর পৃথিবী বলেছেন: কঠিন বাস্তবতা,,,,,ভালো লাগলো,,

১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ফারিহা নোভা বলেছেন: অনেক দিন পর ব্লগে, তাই উত্তর দিতে দেরি হল, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪৫| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৪

কালনী নদী বলেছেন: ভেজা মাটির ঘ্রাণে হারানো মন আবেশে ডুবে রয়,
ক্ষয়ে যায় সময়, সরে যায় ভাবনার অতলে
লুকিয়ে থাকা মগ্নতা।

অসাধারন বোন।

১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

৪৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

জীবন সাগর বলেছেন: মাটির ঘরে বুঝি রোদ আসেনা!
পৃথিবীপৃষ্ঠে জাতিভেদ আর ধনী-দরিদ্রের বৈষম্য
সকল প্রশ্নের মাটিচাপা দিয়ে যাচ্ছে যুগের পর যুগ
থেকে যাচ্ছে অপ্রতিরোধ্য!

সকল বৈষম্যভেদ্য করে মানুষের জয় হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.