নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত থাক, পরে এসে লিখব।

ফারিহা নোভা

আজ রাতে স্বপ্নেরা ভেঙ্গেছে বাঁধ, মুগ্ধতার আকাশে তাই একফালি চাঁদ।

ফারিহা নোভা › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদের স্মৃতি পড়ে রয় বিরান প্রান্তরে

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯



নির্জনতার রাত্রি শেষে ভোরের নির্মলতার ফুল
আমি চেয়েছিলাম - তা পাইনি কখনো,
ঝরে পড়া বিবর্ণ দুপুরের খড়কুটো
কখনো চাইনি তা-ই আমার চাওয়া-পাওয়ায় স্থান করে নিল।
আমি যা ভেবেছিলাম তা হলনা,
বড়শিতে টোপ দিয়ে একাকী ঘাটে শূন্যতার শ্যাওলা জুড়ে
আমার সমস্ত চাওয়া-পাওয়ার ভাবনা ভুল রয়ে গেল।
বারবার হোঁচট খেয়েও শুধরানো জীবনে
যেভাবে থাকতে চাই তা আর হলনা। তবুও আছি।

দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।
বছর ঘুরে যায় সময়ের কাঁটা ধরে
তোমার স্মৃতি গুলিও ঝাপসা মলিন,
তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।

কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে।
চির বিচ্ছেদের সলতে আগুনহীন পোড়া স্মৃতি হয়ে গুটিসুটি মেরে
পড়ে রয় বিরান প্রান্তরে।

মন্তব্য ১২৫ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা।

অসাধারণ! সত্যিই অসাধারণ!!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম
খুবই ভাল লাগল আপনার মন্তব্যে। ভাল থাকবেন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

গেম চেঞ্জার বলেছেন: পথ শেষ হবেই, তবে পথ যেতে যেতে নিজের যা কিছু পাওনা, পাওয়া সব নিজেকেই নিতে হবে। স্মৃতিগুলোই ভেসে বেড়াবে চারদিক জুড়ে।

(মুগ্ধময়!! +)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

ফারিহা নোভা বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন গেম চেঞ্জার ভাই।
পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

বিরাণ ভূমিতে আমরা সবাই একা।

শুভরাত্রি।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

ফারিহা নোভা বলেছেন: ধন্যবাদ

শুভরাত্রি বিজন দাদা

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

রেইড ইন স্কাই বলেছেন: তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।
মুছে যাওয়া স্বপ্নরা মাঝে মাঝে উঁকি দেয়। :)
চমৎকার +

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

সুমন কর বলেছেন: দিন শেষে আমরা সবাই একা !

ভালো হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

ফারিহা নোভা বলেছেন: আসলেই তাই ।
আন্তরিক শুভ কামনা জানবেন ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

রাজসোহান বলেছেন: সুন্দর কবিতা, প্লাস!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল।
ভাল থাকবেন ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।
বছর ঘুরে যায় সময়ের কাঁটা ধরে
তোমার স্মৃতি গুলিও ঝাপসা মলিন,
তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।


এই লাইনগুলি খুবই ভাল লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

ফারিহা নোভা বলেছেন: অনেক খুশি হলাম আপনার আন্তরিক কথায়,
উৎসাহ দিয়ে গেলেন - অসংখ্য ধন্যবাদ রইল

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় 'বিষণ্ণ স্মৃতির যন্ত্রণা হৃদয়কে লুটেপুটে খেয়েছে' অনুভূত হলো ! ভাল লেগেছে কবিতার ছন্দ এবং কবিতা ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগার রেশ এখনো ছুঁয়ে আছে চারপাশ।
অনেক ধন্যবাদ জানবেন।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ চিরন্তন সত্য।

চির বিচ্ছেদের সলতে আগুনহীন পোড়া স্মৃতি হয়ে গুটিসুটি মেরে
পড়ে রয় বিরান প্রান্তরে।
অসাধারণ লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বিগত অতীতের চাহিদা আর হবেনা পূরণ অতৃপ্ত বর্তমানও বয়ে বেড়াতে হয় অনিচ্ছায়....। কি বলবো। কবিদের জীবন বোধয় এভাবেই যায়। সহানুভূতি রইলো শতবার।। কবিতা খুব সুন্দর সাবলীল হয়েছে।।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

ফারিহা নোভা বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইল।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

আমিই মিসির আলী বলেছেন:



দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।

চরম বাস্তবতা।
+

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

খায়রুল আহসান বলেছেন: বারবার হোঁচট খেয়েও শুধরানো জীবনে
যেভাবে থাকতে চাই তা আর হলনা। তবুও আছি।
-- আমরা সবাই বোধহয় এরকমই আছি। তাই অসুবিধে নেই, চলতে থাকুন। গন্তব্য নির্ধারিত।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল আপনার মন্তব্যে।
ভাল থাকবেন । জীবন হোক আনন্দময়।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

ভবোঘুরে বাউল বলেছেন: তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।


কবিতা পড়ে পাঠক মুগ্ধ। অসাধারণ।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

ফারিহা নোভা বলেছেন: আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ হলাম।
ভাল থাকবেন।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উল্টা দূরবীন

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৯

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত। ........... Awesome!

Adjective- গুলোর ব্যবহার ভাল লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

ফারিহা নোভা বলেছেন: সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: আজ রাতে স্বপ্নেরা ভেঙ্গেছে বাঁধ, মুগ্ধতার আকাশে তাই একফালি চাঁদ।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

ফারিহা নোভা বলেছেন: শুভ কামনা রইল

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

সপ্তাংশু অর্পণ বলেছেন: গদ্য ছন্দের সুরুচি সম্পন্ন কবিতা। সামান্য বিচ্ছেদের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভালো লিখছেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

ফারিহা নোভা বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

সামিয়া বলেছেন: অসাধারন

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

ফারিহা নোভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
ভাল থাকবেন আপু ।

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

নেক্সাস বলেছেন: কবিতার বিষয় নিয়ে আমি কোনদিন মন্তব্য করিনা। আমি খুঁজি যে বিষয় হোকনা কেন সেটাকে কতটা অভিনব কায়দায় মর্ম স্পর্শী করে ফুটিয়ে তোলা হয়েছে।

শব্দের বিন্যাস সুন্দর। আরো ভালো ও গভীরতা আনা লাগবে। শব্দ হতে পারে একদম সাদামাটা কিন্তু তার ব্যবহার হতে হবে পরিপক্ক।

তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।

এই লাইনটা পুরো কবিতার শক্তিশালী লাইন। ভাবনার অভিনবত্ব ধরে রেখেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

ফারিহা নোভা বলেছেন: এত সুন্দর মন্তব্য পাবো তা কখনো আশা করিনি, সত্যিই অনেক উৎসাহ উদ্দীপনা পেলাম ।
কৃতজ্ঞতা এখানে অল্প হয়ে যায়।

২০| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

সায়ান তানভি বলেছেন: দারুন লিখেছেন, মসৃন একটা অনুভূতি, ভাল লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সায়ান তানভি ,
ভাল থাকবেন ।

২১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার পংক্তিমালায়
অসাধারণ কাব্য গাথা!!
ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

ফারিহা নোভা বলেছেন: খুবই আনন্দিত হলাম আপনার মন্তব্যে। শুভ কামনা জানবেন।

২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

জ্যোস্নার ফুল বলেছেন: কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,


ভালোবাসার আদিমতম পাপ থেকে কোন নির্বান নেই। প্রতি জন্মে জীবনে এই পাপ লেগে থাকবে রন্ধ্রে রন্ধ্রে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ফারিহা নোভা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: "কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে।
চির বিচ্ছেদের সলতে আগুনহীন পোড়া স্মৃতি হয়ে গুটিসুটি মেরে
পড়ে রয় বিরান প্রান্তরে।"


অসাধারণ লিখছেন। ভাল লাগার শতভাগ।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় অনেক উৎসাহ পেলাম, ভাল থাকবেন ।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

উল্টা দূরবীন বলেছেন: কবিতাটা আবার পড়লাম। আবারো মুগ্ধ হলাম।

কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ।

একদম সত্য কথা। আমরা সবাই একদিন ঝড়ের মোমবাতির মত নিভে যাবো। হয়তো আমাদের আরো জ্বলার ইচ্ছে ছিল, আরো আলো ছড়ানোর ইচ্ছে ছিল। কাঁপা কাঁপা আলোয়ে কাউকে সম্মোহিত করার ইচ্ছে ছিলো। কিন্তু আমরা তা কখনোই করতে পারবো না। অপূর্ণ ইচ্ছা নিয়ে আমরা কালের মহাসাগরে দুঃখের কার্গোর মত ডুবে যাবো। আমাদের সুখগুলো, ভালোবাসার স্মৃতিগুলো ভেসে থাকবে এক মহান শূন্যতায়, তখন আমরা নেই। আমরা থাকবো না।


নির্জনতার রাত্রি শেষে ভোরের নির্মলতার ফুল
আমি চেয়েছিলাম - তা পাইনি কখনো,
ঝরে পড়া বিবর্ণ দুপুরের খড়কুটো
কখনো চাইনি তা-ই আমার চাওয়া-পাওয়ায় স্থান করে নিল।

এই পঙক্তিটা একটা আবেশ ছড়িয়ে গেল মনে। হাহাকারের কাব্যের গোঙ্গানি যেন বেজে উঠলো কোন এক বেহালার তারে। আমরা যা চাই, তা পাই না। আমাদের চাওয়া আর পাওয়ার মাঝে যোজন যোজন ব্যবধান। ক্রোশ ক্রোশ অভিমান।

কবিতায় অনেক ভালো লাগা রইলো।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ফারিহা নোভা বলেছেন: এত সুন্দর মন্তব্যের প্রতিউত্তরে আমি নিরুপায়।
বলার ভাষা নেই।
ভাল লাগল।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

ডি মুন বলেছেন: যেভাবে থাকতে চাই তা আর হলনা। তবুও আছি।

না থেকে উপায় কী !!

কবিতায় ভালো লাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো খুব ।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন নীলপরি ।

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: বিরহ কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগার খুশি ছড়িয়ে গেল কবিতায়।
ভাল থাকবেন।

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর ।
কফির জন্য ধন্যবাদ :P

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ !! চমৎকার হয়েছে ফারিহা ! অনেক সুন্দর উপমা দিয়ে নিজেকে উপস্থাপন করতে পারেন আপনি ।
অনেক অনেক শুভকামনা ।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ফারিহা নোভা বলেছেন: কিউট মন্তব্যের জন্য এত্তগুলা ভাল লাগা আপু।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: সুন্দর কাব্য ফারিহামনি!:)

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি :)

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় ভাল লাগল।

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

ফরিদ আহমাদ বলেছেন: কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ।
অভিভূত ..

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

তাসলিমা আক্তার বলেছেন: ভালো লেগেছে। তবে খুব ভালো লেগেছে বলতে পারলামনা। এর পরেরবার নিশ্চই বলতে পারব।

শুভ কামনা রইল ফারিহা নোভার জন্য।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

ফারিহা নোভা বলেছেন: স্পষ্ট মন্তব্যের জন্য আন্তরিক শুভ কামনা জানবেন।
আরো ভাল করার অনুপ্রেরণা দিয়ে গেলেন।

৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: দিন শেষে অামরা সবাই দীনদুঃখী!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

ফারিহা নোভা বলেছেন: অপ্রিয় বাস্তবতা।
ভাল লাগল আপনাকে দেখে।

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন।
আজকাল সবাই গদ্যকবিতায় ঝুঁকসে, আগের ছন্দময় কবিতাগুলা মিস করি ||

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

ফারিহা নোভা বলেছেন: কথা ঠিক বলেছেন,
ছন্দ আর গদ্যের আবেগ ভিন্ন।
ভালই লাগে। অনেক ধন্যবাদ মুন

৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: আহা! আমার মনের কথাগুলি কবি কত সুন্দর করেই না লিখেছে :) খুব ভালো লিখেছেন :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগায় অসংখ্য ধন্যবাদ আপু।

৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালোই। +

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাইয়া।

৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

ছন্নছাড়া রিহান বলেছেন: অনেক ভালো লাগলো ,দারুন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক শুভ কামনা জানবেন।

ভাল থাকুন।

৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,



কবিতার বিরান প্রান্তরে নোভার মতোই ভাবের বিস্ফোরন ঘটিয়েছেন । পাশাপাশি "কালের খেয়ার যাত্রী আমরা সবাই..." লাইনটিতে বেশ সুন্দর একটি ফিলোসফিও তুলে ধরেছেন ।
ডগমগে কথাগুলো টলোমলো বিষাদের গান-ই যেন গেয়ে গেলো । ++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

ফারিহা নোভা বলেছেন: খুবই ভাল লাগল আপনার কথায় , অনেক উৎসাহ পাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ ।

৪০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

তুষার আহাসান বলেছেন: "দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।"
ভাল লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

৪১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

ইনকগনিটো বলেছেন: সুন্দর

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

ফারিহা নোভা বলেছেন: হুমম, অনেক ধন্যবাদ

৪২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বরবৃত্তে শব্দগুলোর সুতো খুব বেশি শক্তপোক্ত হতে হয়। কিছুটা দেখা পেলাম। সামনে আরো ভালো পাবার আশারাখি।

দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।

খুব ভালো লাগা থাকলো লাইনগুলোতে।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

ফারিহা নোভা বলেছেন: অনেক সুন্দর অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো। +++

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

৪৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লাগল... এবার ইউরোপের জীবন নিয়ে কিছু পর্ব লিখুন... :)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫

ফারিহা নোভা বলেছেন: কবিতা ভাল লাগায় অনেক ধন্যবাদ।
ইউরোপের জীবন নিয়ে লিখব পরে।

৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

রাশেদ রাহাত বলেছেন: দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।
বছর ঘুরে যায় সময়ের কাঁটা ধরে
তোমার স্মৃতি গুলিও ঝাপসা মলিন,
তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।


+++++++++++
আর হ্যা. ৪৪নাম্বার মন্ত্যব্য কারী ভাইয়ের সাথে একমত। ইউরোপের গল্প শুনতে চাই। বাস্তবতাকে একটু উপলদ্ধি করতে চাই।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

ফারিহা নোভা বলেছেন: একটু হলেও তো কিছুটা গুছিয়ে লিখতে হবে, আরো সময় লাগবে, তবে অবশ্যই লিখব।
আপনাদের আগ্রহ অনুপ্রেরণা যোগাবে।
অনেক ধন্যবাদ।

৪৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজকে আমার ''কবিতা রাশি'' যেখানেই যাচ্ছি -চমৎকার সব কবিতা ।
সুন্দর কবিতার জন্য অভিনন্দন নিন কবি ।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ফারিহা নোভা বলেছেন: বাহ শুনে ভাল লাগল, এমনই করে আগামী দিন গুলো চমৎকার ভাবে কাটুক ভাইয়া সে কামনা রইল।
ভাল থাকবেন।

৪৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯

রিপি বলেছেন:
কবিতা অনেক ভালো লেগেছে। অনেক গুলো প্লাস রেখে গেলাম। :)

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিপি,
ভাল লাগল আপনাকে দেখে,
ভাল থাকবেন।

৪৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো দারুন লেখেন।






ভালো থাকবেন নিরন্তর।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

ফারিহা নোভা বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্যে।
আন্তরিক শুভ কামনা জানবেন।

৪৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

নির্মাণ শ্রমিক বলেছেন: অনেক ভালো লাগলো .চালিয়ে যান সাপোর্ট পাবেন অবশ্যই

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

ফারিহা নোভা বলেছেন: আন্তরিক শুভ কামনা জানবেন।
ভালো থাকবেন।

৫০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আরিফুল হক৩৫ বলেছেন: শুভ কামনা রইল

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ

৫১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

ফয়সাল রকি বলেছেন: একটা মন্তব্য করেছিলেন আজ আমার একটা পোষ্টে, দুঃখজনক হলেও সত্য যে, তাড়াহুড়ো করে এডিট করতে গিয়ে ডিলিট করে ফেলেছি পোষ্টটা। :( দুঃখিত। আপনার মন্তব্যের উত্তর দেয়া হলো না।
পরে ড্রাফট থেকে আবার নতুন পোষ্ট দিয়েছি। B-)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

ফারিহা নোভা বলেছেন: কোন সমস্যা নেই।
ভাল লাগল আপনার আন্তরিকতায়।

৫২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম ।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

ফারিহা নোভা বলেছেন: খুব খুশি হলাম আপু, আপনাকে আমার ব্লগে পেয়ে।

ভাল থাকবেন , অনেক অনেক শুভ কামনা রইল।

৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

তাল পাখা বলেছেন: "বারবার হোঁচট খেয়েও শুধরানো জীবনে
যেভাবে থাকতে চাই তা আর হলনা। তবুও আছি।"

তবুও থাকতে হয় ভবিষ্যতের কামনায়।
ভাল থাকুন। শুভ কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

ফারিহা নোভা বলেছেন: মন্তব্যে অনেক খুশি হলাম, ভাল থাকবেন ।

৫৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

কল্লোল আবেদীন বলেছেন:





ভাল লাগা রইলো। +++

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

আমি তুমি আমরা বলেছেন:



দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।
বছর ঘুরে যায় সময়ের কাঁটা ধরে
তোমার স্মৃতি গুলিও ঝাপসা মলিন,
তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।

ভাল লেগেছে লাইনগুলো :)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

ফারিহা নোভা বলেছেন: আপনার ভাল লাগা অনেক উৎসাহ দিয়ে গেল।
ভাল থাকবেন ।

৫৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

উৎসব সরকার বলেছেন: কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ রইল। ভাল থাকবেন ।

৫৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

সায়েদা সোহেলী বলেছেন: অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে।


অপূর্ণতার মাঝেই পূর্ণতা খুজে নিতে হয় , বয়ে যেতে ভবিষ্যতে .।.।.।.।.।.।.।

শুভকামনা

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

ফারিহা নোভা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আপনার জন্যও শুভ কামনা রইল।

৫৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

কালনী নদী বলেছেন: এইটাও অনেক সুন্দর আপুমনি, প্রিয়তে!

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, অনেক উৎসাহ দিয়ে গেলেন, ভাল থাকুন নিরন্তর।

৫৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। শুভেচ্ছা

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬০| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

অতঃপর হৃদয় বলেছেন: ছোট মাথায় এত বড় মাপের কবিতা ঢুকবে না জানি তবুও মনোযোগ দিয়ে পড়লাম।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল লাগল।

৬১| ১০ ই মে, ২০১৬ রাত ১০:৫১

রুদ্র জাহেদ বলেছেন: মনকাড়া কবিতা

১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৩

ফারিহা নোভা বলেছেন: শুনে ভাল লাগল।

৬২| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩২

কালনী নদী বলেছেন: ভেজা মাটির ঘ্রাণে হারানো মন আবেশে ডুবে রয়,
ক্ষয়ে যায় সময়, সরে যায় ভাবনার অতলে
লুকিয়ে থাকা মগ্নতা।

৬৩| ১৪ ই জুন, ২০১৬ রাত ৩:৫৩

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ

৬৪| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.