নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চির বিদ্রোহী বীর... বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির বিদ্রোহী বীর.।

নভেল ডি ক্যাসনোভা

গোল গাল গল্প

নভেল ডি ক্যাসনোভা › বিস্তারিত পোস্টঃ

একটি "পিঁপড়া" কাহিনী।।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

" এক পিঁপড়ার খুবই ঘনিষ্ট বন্ধু ছিল এক হাতি। হাতি সারাদিন খুব কষ্ট করে খাবার যোগাড় করত। আর পিপড়া হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াত। খাবার সময় হলে হাতির খাবারের অল্প অংশ খেয়ে নিত। এতে হাতির খাবার কম না পরলেও হাতির খুব রাগ হত। একদিন মেজাজ এতই খারাপ হল যে হাতি বলেই ফেলল, “শালা, পিঁপড়া, সারাদিন এতো কষ্ট করে খাবার যোগাড় করি আমি আর তুই সারাদিন আরাম করে পিঠে চড়ে বেড়াস আর খাবার সময় খাস্... যাহ্ আমার দুই চক্ষের সামনে থেকে দূর হ।" পিপড়া মনে অনেক কষ্ট পেল এবং চলে গেল। হাতি সারাদিন আগের মতই কষ্ট করে খাবার যোগাড় করে, একা একাই খায় কিন্তু মনে শান্তি পায় না। পিঁপড়া কে মনে মনে গালি দেয়, "ব্যাটা আমার টা খাবি আবার কিছু বললেই রাগ করে চলে যাবি, তো যা গা।" এভাবে দিনের পর দিন দিন মাসের পর মাস চলতে থাকে। হাতির ডিপ্রেশন আর কমে না। হাতি ঠিক করে সে তার এই একাকিত্বের জীবন আর রাখবে না। হাতি পাহাড়ের চুড়ায় উঠে আত্বহত্যার জন্য কিন্তু লাফ দিতে পারে না। তার খালি মনে হয়, "আহা, কেউ যদি সামান্য ধাক্কাও দিত তাহলে আজকেই নিস্তার পেতুম।" সে ঠিক করে সে যেমন করেই হোক পিঁপড়া খুঁজে আনবে এবং ধাক্কা দিতে বলবে। সে প্রতিদিন পিঁপড়া কে খুঁজতে বের হয়, পিপড়া কে খুঁজে ফেরাই তার রোজকার একমাত্র কাজ। সে কোনদিন পিঁপড়াকে খুঁজে পায়না, জীবনবসান করাও আর হয় না। রাতে ঘুমানোর আগে শুধু একবার করে ভাবে,

" বজ্জাত পিঁপড়া ঠিক মতো বাঁচতেও দিলি না আবার মরতেও দিচ্ছিস না। "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.