![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোল গাল গল্প
( অনেক গুলো "না-পারা" গুনের মধ্যে একটি হল আমি কবিতা বা গান কিছুই লিখতে পারি না, আমার কিছুটা যন্ত্র-মানব স্বভাব, রোমান্টিক হাবিজাবি কথা মাথায় কম আসে। যাইহোক, ইহা আমার লিখা একটি গান। নতুন অভ্যাস আরকি )
Title: Nitto Chetonay
“ হয়ত ভালবাসিনি
যতটা পারতাম ভালবাসতে তোমায়,
হয়ত বুঝিনি
যতটা বোঝা উচিত ছিল তোমায়,
না বুঝে হয়ত করেছি তোমায় দ্বিতীয়া
আমি দুঃখিত; প্রিয়া ।।
ছিলে নিত্য চেতনায় তুমি
ছিলে আমার চেতনায় তুমি ।।
এবং হয়ত ছিলাম না পাশে
দুঃসহ একাকী সময় গুলোতে,
হয়তবা, হয়নি বলা কখনো
‘আমি খুশি, তুমি শুধুই আমার বলে...’ ।।
ছিল তোমার ক্ষুদ্র কিছু দাবী
হয়তবা উচিত ছিল করা,
পারিনি সময় দিতে বলেছি, ‘ অনেক তাড়া...’ ।।
কিন্তু সত্যি বলছি
ছিলে নিত্য চেতনায় তুমি
ছিলে আমার চেতনায় তুমি ।।
বলো শুধু একবার বলো,
মৃত্যু হয়নি সেই মিষ্টি ভালবাসার ।
সুযোগ দাও আরেকটি বার,
তোমার কাছে আসার, তোমায় ভালবাসার ।।
ছিল তোমার ক্ষুদ্র কিছু দাবী
হয়তবা উচিত ছিল করা,
পারিনি সময় দিতে
বলেছি, ‘ অনেক তাড়া...’ ।।
কিন্তু সত্যি বলছি
ছিলে নিত্য চেতনায় তুমি
ছিলে আমার চেতনায় তুমি ।। “
©somewhere in net ltd.