![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোল গাল গল্প
( আবারও সেই পুরাতন কথা, অনেক গুলো "না-পারা" গুনের মধ্যে একটি হল আমি কবিতা বা গান কিছুই লিখতে পারি না, আমার কিছুটা যন্ত্র-মানব স্বভাব, রোমান্টিক হাবিজাবি কথা মাথায় কম আসে। যাইহোক, ইহা আমার লিখা একটি গান। এর আগেরটা ছিল কিছুটা বিরহের (ছেকা খাওয়া টাইপ tongue emoticon ) । এইটা খুব সাধারণ, সরল ভাষা, অমিশ্র ভালবাসা grin emoticon )
Title: Omishro Bhalobasha
" সে শিস্ দেয়া বাতাসের বয়ে যাওয়া,
হাওয়ায় ওড়া পালকের মৃদু ছোঁয়া।
সে জলাধারের নিস্তরঙ্গ ঢেউ,
সমুদ্রে ডুবতে থাকা সূর্যের কেউ।
সে বর্ষার আলতো বৃষ্টির ফোঁটা,
বৃক্ষের বাকল ধরে আদর নিয়ে ছোটা।
এবং ভালবাসা
তাকে নিয়ে ভালোবাসা ।।
সে শিয়ালের মত চালাক,
হয়ত চাই কাকের মত আবারও জ্বালাক।
সে পাহাড়ের মত জেদি,
পাথরের তৈরী শক্ত বেদী।
সে অনেক কঠিন মনের মানুষ,
নিজের দেখা সেরা ফানুস।
এবং ভালবাসা
তাকে নিয়ে ভালোবাসা ।।
সে নতুন বসন্তের প্রথম দিন,
কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়া প্রথম টিন।
সে গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ,
শীতের দিনে নরম কুয়াশার ভাপ।
সে থাকে হাজার মাইল দূরে,
কিন্তু যেখানেই যাই সে থাকে আমায় জুড়ে।
এবং ভালবাসা
তাকে নিয়ে ভালোবাসা ।।
সে ভালবাসে প্রেয়সির মত
জানিনা তার সৌন্দর্য কত
কান্নায় হয় দৃষ্টি নত
হাসিতে ছড়ায় মুক্তা যত
এবং ভালবাসা
তাকে নিয়ে ভালোবাসা ।। "
©somewhere in net ltd.