![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোল গাল গল্প
দুর্ঘটনা কিংবা নয় পীড়ায়,
আমি মারা যাবো প্রচণ্ড হিংসায়।
নিয়ন আলোয় গা ভেজানো রাস্তায়,
বার বার তারা দেখা সন্ধ্যায়।
দুর্ঘটনা কিংবা নয় পীড়ায়,
আমি মারা যাবো প্রচণ্ড ক্রোধে।
প্রতিভা খুঁজে না পাওয়ার বিড়ম্বনায়,
আজীবন অবদান শূন্য ঋণ শোধে।
দুর্ঘটনা কিংবা নয় পীড়ায়,
আমি মারা যাবো প্রচণ্ড মোহে।
অভিশাপ নয়,
কুক্ষণে জন্মানোর দীর্ঘশ্বাস বহে।
দুর্ঘটনা কিংবা নয় পীড়ায়,
আমি মারা যাবো প্রচণ্ড লোভে।
স্মৃতি হাতড়ানো হারানো গর্ব,
বিদ্রোহী আকাঙ্ক্ষার মৃত্যুর ক্ষোভে।
দুর্ঘটনা কিংবা নয় পীড়ায়,
আমি মারা যাবো প্রচণ্ড কাম-বাসনায়।
কালো-শাড়ি লাল-পাড় জড়ানো তরুণীর কায়,
সে আসবে প্রতিরাতে নিঃশব্দ বাসনায়।
২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৬
নভেল ডি ক্যাসনোভা বলেছেন: ধন্যবাদ ।
২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ লাগল! প্লাস+
২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৭
নভেল ডি ক্যাসনোভা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ রাত ২:০২
এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো।