![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(
মাতা ওর্তিজ নামের একটা সংস্থা আছে মেক্সিকোতে। সেই সংস্থা মেক্সিকোর চিহুয়াহুয়ার একটা গ্রাম, হুয়ান মাতা ওর্তিজ থেকে বিশ বছর ধরে বিভিন্ন ধরনের পটারী সংগ্রহ করে আসছে। হুয়ান মাতা ওর্তিজ গ্রামের সবার শুধু একটাই কাজ - প্রতিদিন বিভিন্ন ধরনের পট বানানো। এইসব পটারী নেটিভ আমেরিকান স্টাইলে বানানো। ওরা মাটি সংগ্রহ করে কোনো যান্ত্রিক সাহায্য ছাড়া পরিষ্কার করে, এবং সেখান থেকে বিভিন্ন প্রকৃয়া শেষে হাতে বানানো হয় চমৎকার এসব পটারী। মাতা ওর্তিজ নামের এই সংস্থা হুয়ান মাতা ওর্তিজ গ্রাম থেকে বিশ বছর ধরে পটারী সংগ্রহ করলেও এই গ্রামের পটারী বানানোর ইতিহাস শুরু হয় তার-ও আগে থেকে। সময়ের সাথে সাথে বিভিন্ন নতুন পদ্ধতি এবং গ্রফাইট সংযোজন এনে দিয়েছে কিছু নতুন এবং অবিশ্বাস্য শিল্পকর্ম।
গ্রাফাইট ব্যাবহার করে বানানো পট।
শিশুদের চুল ব্যাবহার করে পটের ওপরে আঁকা লাইন।
গ্যালারীর প্রত্যেকটা পটারী খুব সুন্দর ছিলো। খুব কাছে থেকে দেখলে মেনে হয় কোনো এক এলিয়েন এসে বানিয়ে রেখে গিয়েছে। মানুষ নিজের হাতে এমন কিছু করতে পারে সেটা বিশ্বাস করা কিছুটা কষ্টকর। একজন ভিজিটরের সাথে কথা বলছিলাম। সে অবাক হয়ে বললো, "আচ্ছা? এগুলোর মধ্যে মানুষের কোয়ালিটি কোথায়? মানুষ ভুল করে এবং সেই ভুল ধরে কোথায় যেনো একটা সুখ পাওয়া যায়। এতোটা নির্ভুল কিছু দেখা কি অস্বস্তিকর না?"
Mata Ortiz Pottery
***বানানের কোনো ভুল থাকলে সংশোধন করে দিলে কৃতজ্ঞ থাকবো। অগ্রীম ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
আদ্রিতা বলেছেন: ভালো মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
শার্লক_ বলেছেন: দারুন তো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: পটারী ছবিগুলো সুন্দর !!
পোস্টে +।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ অনেক!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: আসলেই, নিখুঁত।
শেষ লাইনে, কী অস্বস্থিকর- কি অস্বস্তিকর হবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
আদ্রিতা বলেছেন: অনেক ধন্যবাদ!
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর!
০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৬
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ!
৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২
আহমেদ জী এস বলেছেন: আদ্রিতা ,
বিস্তৃত বর্ণনায় না গিয়েও যেটুকু তুলে ধরেছেন ছবিতে তা নিঃসন্দেহে দৃষ্টিকাড়া ।
নান্দনিক এইসব পটারীর শৈল্পিক অবয়ব যে কারো চোখে মুগ্ধতা ফোঁটাবে ।
২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০৪
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ অনেক!
৭| ১৬ ই মে, ২০১৬ রাত ১:১২
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
বিজন রয় বলেছেন: এটি একটি ভাল পোস্ট।
অনেক জানলাম। +++++