![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(
আমি চমৎকার একটা গল্প হতে পারতাম। এমন একটা গল্প যেটা কেউ কোনোদিন ভুলবে না। আমি তোমার গল্প হতে পারতাম। তোমার দুঃখ, তোমার বিলাসীতা কিংবা তোমার একাকীত্বের গল্প হতে পারতাম আমি। কিন্তু সেসব না হয়ে তোমার ভাবনাতেই আমার মৃত্যু হলো। তারপর বহু বছরের ব্যবধানে পুনঃজন্ম হয়েছিলো আমার। কিন্তু সেটা এক ভিন্ন গল্প হয়ে। তোমার মগজে বন্দী হয়ে থাকা একটা শূণ্য গল্প হয়ে।
আমার জন্ম হয়েছিলো তোমার আর এক কবিতার মিলনে। সেই কবিতা কিংবা কবির মোহে আবেগী তুমি আমাকে গড়তে শুরু করেছিলে। শব্দে আর বাক্যের সমন্ময়ে সময়ের সাথে সাথে আমি বেড়েই চলছিলাম। তোমার উর্বর শরীর আর অপ্রয়োজনীয় অফুরন্ত সব ভাবনা আমার পুষ্টি যোগাচ্ছিলো বেশ। সেই আমার শতো শতো রং ছিলো। কিছু ফ্যাকাসে বিষাদকে আড়াল করে মৃত নগরীর স্বাধীনতার প্রলাপে তুমি আমাকে রাঙ্গিয়ে যাচ্ছিলে বেশ। আমি ভালো ছিলাম খুব। "আমরা" ভালো ছিলাম।
হঠাৎ করে কী হলো কে জানে, তোমার আর আমার মাঝে দূরত্ব বাড়তে শুরু করলো। অদ্ভুত কিছু তথ্য এসে ঘিরে ধরলো আমাকে। আমার সম্প্রসারণে বাধাদায়ক বিপত্তিকর কিছু শব্দ। সেইসব শব্দে ধার ছিলো না। তারা তোমার পুষ্টি যোগানে সহায়ক ছিলো বটে, কিন্তু আমাকে নতুন করে গড়ার মতো কোনো উপকরণ তারা সরবরাহ করতে পারে নি কখনো। সেইসব শব্দ কিংবা তথ্য ঘুরছে আমার চারপাশে। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হই। আমার মতো ক্ষুদ্র হতে থাকা একটা গল্পের জন্যে সেটা মৃত্যু প্রক্রিয়ার সূচনা ছিলো মাত্র।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ!
২| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
গল্প হলো না। সর্বোচ্চ পরিশিষ্ট।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১২
আদ্রিতা বলেছেন: জ্বী। শেষ হইয়াও হইলো না শেষ!
৩| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১২
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কস!
৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২০
আহমদ মেহেদী বলেছেন: পড়ে ভাল লাগলো
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১২
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ অনেক!
৫| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
তাসলিমা আক্তার বলেছেন: এটা কি ছিলো? যা হোক, ধরনটা সুন্দর।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৩
আদ্রিতা বলেছেন: ইহা একটির সমাপ্তিরত গল্পের অসমাপ্ত গল্প
৬| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: স্টাইলটা ভালো
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৩
পথে-ঘাটে বলেছেন: বেহালাটা কি? বাদ্যযন্ত্র না অন্য কিছু।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪
আদ্রিতা বলেছেন: জ্বী, বাদ্যযন্ত্র।
৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়ে ভাল লাগলো
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ অনেক!
৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৯
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর লেখনীর ধরণ। ভালো লাগলো পড়ে। শুভেচ্ছা থাকলো।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
আদ্রিতা বলেছেন: অনেক ধন্যবাদ!
১০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬
মাটিরময়না বলেছেন: অন্যরকম
সুন্দর।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
১১| ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৩২
সাগর মাঝি বলেছেন: সিরাম ভালো লাগলো।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১
আদ্রিতা বলেছেন: আচ্ছা!
১২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০১
সায়ান তানভি বলেছেন: আপনি ভাল লিখতে পারেন, নিয়মিত লিখুন। শুভ কামনা।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ!
১৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
++++++++++
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০২
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
১৪| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
সিফাত ও তার কবিতা বলেছেন: সময় দিন লেখায়। ভালো হচ্ছে।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০২
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ অনেক!
১৫| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
আমার সম্প্রসারণ বিলুপ্তিকর অদ্ভুত কিছু শব্দ
বাক্যটা কি ঠিক আছে? কেমন গোলমেলে লাগছে।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮
আদ্রিতা বলেছেন: হুম্। লেখার সময় আমারো বাক্যটায় কিছু একটা ঠিক নেই মনে হয়েছে। সমস্যা হচ্ছে মাঝে মাঝে শব্দ মনে পড়ে, কিন্তু অর্থ মনে করতে পারি না! বদলেছি বাক্যটা একটু। মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ!
১৬| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯
এডওয়ার্ড মায়া বলেছেন: সাধারন কথা গুলো ভিন্নতা দিয়ে সাজিয়েছেন।
লেখা সার্থক।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৯
আদ্রিতা বলেছেন: ধন্যবাদ!
১৭| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১০
আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ!
১৮| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: আমার মতো ক্ষুদ্র হতে থাকা একটা গল্পের জন্যে সেটা মৃত্যু প্রক্রিয়ার সূচনা ছিলো মাত্র।
এটার উল্টো হলে আপনি এভাবে ভাবতে পারতেন না।
এটাই ভাল।
++++
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১০
আদ্রিতা বলেছেন: কি জানি! ধন্যবাদ!
১৯| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: শেষের দিকে তাড়াহুড়া কেন?
২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৪:২৭
আদ্রিতা বলেছেন: আমার কি দোষ! গল্প পটল তুলে ফেলেছে তাড়াতাড়ি
২০| ২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: পটল কি পইচ্চা যাইতেছিলো নাকি পটলির সাথে ভাইগ্গা যাইতেছিলো যে পটল তুলতে গল্প তাড়াহুড়া করলো?
তদন্ত কমিটি গঠন করন দরকার
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫
আদ্রিতা বলেছেন: আচ্চা। করেন দেকিনি
২১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লাগল।
অনেক অনেক শুভ কামনা রইল আদ্রিতা
২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
পৃথিলা আফনান বলেছেন: ভালো লাগা রইলো
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
রাজসোহান বলেছেন: আদৌ কি কেউ কারও গল্প হতে পারে?
২৪| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৫
প্রীতম বলেছেন: কিছু ব্যাপার থাকে সেগুলো বুঝতে চাওয়াটাই ভুল।
আপনার কঠিনতর কিছু বাক্যে তা মেনে নিলাম।
আসলেই ঠিক বলেছেন-
মাঝে মাঝে শব্দ মনে পড়ে কিন্তু আর্থ মনে পড়েনা।
খুব ভালো লাগতো যদি আপনি কি ভেবে আর জেনে লিখেছেন তা জানলে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল