নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্বকেন্দ্রিক

আদ্রিতা

আমি ব্লগে বেশ পুরানো। হুট-হাট সব পোস্ট ড্রাফটে নেয়া কিংবা ডিলিট করার ব্যাপারে কিছুটা বিখ্যাত! মানুষ হিসেবে খুব একটা খারাপ না। একটু অভিমানী। চুপচাপ তবে মুডি মনে হলে আমার কোনো দোষ নাই! রাগ করি না সহজে। তবে রাগলে কাছের মানুষদের উপর রেগে যাই। রেগে গিয়ে খুবই খারাপ ব্যবহার করি। এ্যাতো্টাই খারাপ যে কাছের মানুষ আর কাছে থাকে না :(

আদ্রিতা › বিস্তারিত পোস্টঃ

লিঙ্গ এবং নরক নগরী

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২



তোমার দিকে তাকিয়েছি বলে
তোমাকে ভালোবেসেছি বলে
তোমার হাত ধরে রাস্তায় হেঁটেছি বলে
ওড়না পাশে ফেলে বাইরে গিয়েছি বলে
খোলা চুলে বারান্দায় এসেছি বলে
তোমাকে ফোন নাম্বার দিয়েছি বলে
ছাদে বসে চুল শুকাচ্ছি বলে
রসিকতায় কথা বলেছি বলে
তোমার পাশে বাসে বসেছি বলে
গায়ে সুগন্ধি মেখে ঘুরেছি বলে
খাবারের বিল তুমি দিয়েছো বলে
সন্ধ্যায় একা পথে নেমেছি বলে

তোমার স্পর্শে বন্ধি হতে আমি চাইছি না।

মেয়ে মানুষেরও মুখ আছে।
তোমাদের পুরুষদের মতো আমাদের কিছু চাইবার থাকলে
আমরাও সেটা চেয়ে নিতে জানি।
কিন্তু কেড়ে নিতে নয়।

গ্রাম এবং শহরের কিছু মানুষকে জিজ্ঞেস করা হয়েছিলো তারা কখনো ধর্ষণ করেছে কি-না। সোজা কথায় জোর পূর্বক কারো সাথে শারীরিক সম্পর্ক করেছে কি-না। গ্রামের ১৪.১ শতাংশ মানুষ এবং শহরের ৯.৫ শতাংশ পুরুষ বলেছে "হ্যা"। গ্রামের ৪৭.৪ শতাংশ পুরুষ এক বারের বেশী ধর্ষণ করেছে এবং ৩.৭ শতাংশ মানুষ করেছে চার থেকে বেশীবার। ৪০ শতাংশ পুরুষ প্রথম ধর্ষণ করেছে বয়সন্ধিকালে। গ্রামের ৮২ শতাংশ পুরুষ এবং শহরের ৭৯ শতাংশ পুরুষ ধর্ষণকে তাদের অধিকার বলে জানিয়েছে। ৬১.২ শতাংশ পুরুষের ধর্ষণের পর কোনো ধরণের অপরাধবোধ কিংবা দুঃশ্চিন্তা হয় নি, ৯৫.১ শতাংশ পুরুষ কখনো ধর্ষনের পর ধরা পড়ে নি। ৩.৭ শতাংশ পুরুষ অন্য পুরুষকে ধর্ষণ করেছে। ৮৯.২ শতাংশ পুরুষ দৃঢ়ভাবে একমত হয়েছে যে, কোনো নারী ধর্ষণ থেকে নিজেকে বাঁচানোর জন্যে শারীরিকভাবে চেষ্টা না করলে সেটা ধর্ষণ হিসেব বিবেচক নয় (Fulu, E., Warner, X., Miedema, S., Jewkes, R., Roselli, T., Lang, J., United Nations Volunteers. 2013)।

The United Nations Multi-country Study on Men and Violence asked men in rural and urban Bangladesh if they had forced a woman to have sex at any point in their lives. 14.1% of men in rural Bangladesh and 9.5% of men in urban Bangladesh said yes (10% averaged). 2.7% of men in rural Bangladesh and 0.5% (6/1252) in urban Bangladesh had raped in the past year. In rural Bangladesh 47.4% of rapists perpetrated more than once, 3.7% had four or more victims, and 40% first raped as a teenager. 82% of rural Bangladeshi and 79% of urban Bangladeshi men cited entitlement as their reason for rape. 61.2% of urban Bangladeshi men who had raped did not feel guilty or worried afterwards, and 95.1% experienced no legal consequences. 3.7% of men in rural Bangladesh had raped another man. 89.2% of urban Bangladeshi men answered 'agree' or 'strongly agree' to the statement 'if a woman doesn't physically fight back, it's not rape (Fulu, E., Warner, X., Miedema, S., Jewkes, R., Roselli, T., Lang, J., United Nations Volunteers. 2013). .





References:
Fulu, E., Warner, X., Miedema, S., Jewkes, R., Roselli, T., Lang, J., United Nations Volunteers. (2013). Why do some men use violence against women and how can we prevent it? : Quantitative findings from the UN Multi-country Study on Men and Violence in Asia and the Pacific. Bangkok, Thailand: Partners for Prevention. Click This Link
Painting: Darwin Leon

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৮

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

আদ্রিতা বলেছেন: ও।

২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১

কানিজ রিনা বলেছেন: খুব খারাপ, হিসাব নিকাশ করে বলে
দেওয়ার জন্য। ও আজকেতো আবার
সাধীনতা দিবস। তেতুই হুজুরেরাওতো
স্বাধীন মনে হোল। বাইসু আন্নেরে
দন্যবাদ, ইসাব করে কওনের লায়।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

আদ্রিতা বলেছেন: হুহ্!

৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: লেখা টা ভালো লাগলো। আশ্চর্য লাগছে যে, এই অপকর্মের হোতারা পুরুষ, একজন পুরুষ হিসেবে লজ্জিত বোধ করছি ভীষণ।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

আদ্রিতা বলেছেন: হুঁম্।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার স্পর্শে বন্ধি হতে আমি চাইছি না...............
বন্দিতো তুমি নও
বন্দি সে তোমাতে;
প্রেম দরিয়ার বুকে
ভেসে চলে ভেলাতে।

নারী তুমি শক্তি
নারী তুমি রাণী;
কি তোমার ক্ষমতা
সে পুরুষেরা জানি।

প্রিয়ার চাহনীতেই
সঁপে দেই প্রাণ;
বোল চাল ছলনাতে
মন আনচান।

কে বা কি কি করেছে
দানবেরি কীর্তি;
মেপোনা সবেরে একি
এই মোর মিনতি।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

আদ্রিতা বলেছেন: ভাষা হারায় ফেলসি!

৫| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ।

+

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

আদ্রিতা বলেছেন: ও।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

রাজসোহান বলেছেন: যৌক্তিক লেখা!

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

আদ্রিতা বলেছেন: থ্যাঙ্কিউ।

৭| ০৯ ই মে, ২০১৬ ভোর ৫:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অতি মুল্যবান একটি পোষ্ট উপহার দেয়ার জন্য । কবিতাটি খুবই ভাল লেগেছে । অনেক কিছু বলে বলে কত কথাই না বলা হল । সত্যিই অপুর্ব ।
কবিতার শেষে Violence Against Women এর উপর UNDP, UNFPAপরিচালিত সমিক্ষার বাংলাদেশ অংশের মুল ফাইনডিং তুলে দেয়া টাকে অসাধারণ বলেই মনে করছি । আপনার দেয়া সুত্র লিংক অনুসরণ করে ফেক্ট শীটে যেতে পারিনি কারণ সেটি এখন এভেইলিবল নয় । তবে সমীক্ষাটির প্রাথমিক বিবরণ পাওয়া গেছে । যা নিম্মে দেয়া হলো । আপনি যদি এটা আপনার কবিতার নীচে ইংংলিশ লিখাটির উপরে বসিয়ে দেন তা হলে এটা স্বব্যাখ্যাত হয় বলে ধারণা । তবে এটা আপনার পোষ্ট আপনার এখানে অআপনার স্বাধিনতা । পাঠক হিসাবে আমার কথা বলছি । যাহোক ভাল থাকুন এ কামনা করি ।

REGIONAL FINDINGS
The quantitative regional study, ‘Why Do Some Men Use Violence Against Women and How Can We Prevent It? Quantitative Findings from the UN Multi-country Study on Men and Violence in Asia and the Pacific’ was launched on 10 September, 2013 by UNDP, UNFPA, UN Women and UN Volunteers, through the regional joint programme for gender-based violence prevention, Partners for Prevention.
From 2010 to 2013, over 10,000 men in six countries across Asia and the Pacific were interviewed using the UN Multi-country Study on Men and Violence household survey on men’s perpetration and experiences of violence. The countries included in the study were Bangladesh, Cambodia, China, Indonesia, Sri Lanka and Papua New Guinea. The study was a collaborative effort involving partners from academia, research institutes, civil society, the United Nations family and governments around the globe.

BANGLADESH
The quantitative study, "Men's Attitudes and Practices Regarding Gender and Violence Against Women in Bangladesh" was conducted by icddr,b, with UNFPA and Partners for Prevention in 2011. It is the first study ever conducted in Bangladesh that targets understanding men’s attitudes and practices regarding gender and violence against women. The survey found that men who have negative attitudes towards women are more likely to use violence, affecting not only the women who experience abuse, but also children, families and the community at large. The research also found that men who have been abused as a child are at least two times more likely to use violence against women later on in life, among other findings

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৬

আদ্রিতা বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ অনেক। আপনার মন্তব্য-তো থাকছেই। কারো পড়ার ইচ্ছা থাকলে আপনার মন্তব্য থেকে পড়ে নিবে :)

৮| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.