![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন আমার রূপের পুরে, সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ..
নাইট শিফট এ দীর্ঘ ১০ ঘণ্টা জব শেষে সকালবেলায় বাসায় ফিরছি,আগেরদিন রাতে তাড়াহুড়োয় খাবার নিয়ে যেতে না পারায় ক্ষুধা লেগে গেল খুব।আমার কর্মস্থল Sainsburys এর পাশেই ছিল Mcdonalds।আমি কোন কিছু চিন্তা না করে সোজা Mcdonalds এ ঢুকে গেলাম।খাবার শেষে বের হয়ে দেখি বাইরে ভীষণ বৃষ্টি।Mcdonalds এর বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি হটাৎ দেখলাম আমার দুহাত দুরে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরিহিত অতি রূপবতী এক তরুণী বারবার হাত ঘড়িতে সময় দেখছে ।আমার বুঝতে বাকী রইলনা যে তরুণী সকালবেলা ক্লাসে যাওয়ার আগে Mcdonalds এ খেতে এসে বৃষ্টির কবলে আটকা পড়েছে আর এইদিকে ক্লাসের দেরী হয়ে যাচ্ছে দেখে বারবার সময় দেখছে।আমি কাছে গিয়ে তরুণীর সাথে কথা বলা শুরু করলাম-
আমি-হ্যালো ।
তরুণী-হ্যালো।
আমি-ক্লাসের দেরী হয়ে যাচ্ছে বুঝি ?
তরুণী-ঠিক ধরেছ,আমি প্রতিদিন ছাতা নিয়ে বের হই,আজকে ভুল করে ছাতাটা ফেলে এসেছি,এখন ক্লাসে কিভাবে যাব বুঝতে পারছিনা।
আমি-যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে আমার ছাতাটা দিতে পারি,আমার হুডওয়ালা জ্যাকেট আছে কোন সমস্যা হবেনা,তাছাড়া একটু পরেই আমি গাড়িতে উঠে যাব।
তরুণী-তুমি এইখান থেকে কত দুরে থাক ? আমিকি তোমার পোস্টকোড টা জানতে পারি ?
আমি-পোস্ট কোড জেনে কি করবে ?
তরুণী-গুগল ম্যাপ এ দেখতাম তুমি ঠিক কতখানি দুরে থাকো।
আমি-আমার পোস্ট কোড-L** 1**
তরুণী-ভালই দুরে থাকো তুমি।ঠিক আছে তোমার ছাতাটা দাও আমাকে।
আমার নাম লিলিবাও।তুমি ?
আমি-রাসেল।
তরুণী ছাতাটা নিয়ে আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল ।
এরপর অনেকদিন কেটে গেছে।আজ সকালে ঘুম থেকে উঠে বাসার নিচতলায় গিয়ে দেখি আমার নামে British Royal Mail এ Special Deliveryতে একটা পার্সেল এসেছে।পার্সেল খুলে আমি রীতিমত অবাক !
পার্সেলের ভিতরে একটা সুন্দর নীল ছাতা আর ক্রিসমাস এর একটা শুভেচ্ছা কার্ড সাথে একটা চিরকুট।চিরকুটের গায়ে স্পষ্ট হাতের লিখায় ইংরেজিতে যা লিখা তা বাংলায় অনুবাদ করলে যা হয়-
হে ভিনদেশী যুবক,বৃষ্টিবাদলার দিনে ছাতাটা দিয়ে তুমি আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছ তা আমার অনেকদিন মনে থাকবে।আমি তোমার স্মৃতি হিসেবে তোমার ছাতাটা রেখে দিয়ে তোমার জন্য নতুন একটা ছাতা পাঠালাম।
তোমার ক্রিসমাস মঙ্গলময় হোক।
-লিলিবাও।
পার্সেলের উপর প্রেরকের কোন ঠিকানা লিখা নেই।
কাকতালীয়ভাবে আজও খুব বৃষ্টি হচ্ছে।আমি জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আমার এয়ারফোনে বেজে চলেছে--
আমি আকাশে পাতিয়া কান,শুনেছি শুনেছি তোমারি গান।
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৪
নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: ভাইয়া,ছাতাটা আমি সযত্নে রেখে দিয়েছি,তার সাথে এরপর আর দেখা হয়নি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৪
খেয়া ঘাট বলেছেন: দারুন উপভোগ্য একটা লিখা পড়লাম।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস