![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন আমার রূপের পুরে, সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ..
আমি প্রায়ই দেখি ব্রিটেনে বসবাসরত অনেক বাঙালী পাকিস্তানী ও ভারতীয়দের সাথে উর্দু আর হিন্দি ভাষায় কথা বলতে।যে সকল বাঙালীরা এই কাজটি করছেন তাদের প্রতি আমার সবিনয় জিজ্ঞাসা একটাবার কি চিন্তা করে দেখেছেন আপনি কি করছেন ?আপনি তাদের সাথে উর্দু বা হিন্দিতে কথা বলে যতখানি তাদের কাছ থেকে সাধুবাদ পাওয়ার চেষ্টা করছেন ততখানি সাধুবাদ না পেয়ে তাদের কাছে আপনার দাসত্বের পরিচয় দিচ্ছেন।একবারও কি ভেবে দেখেছেন-কোনদিন কোন পাকিস্তানী বা ভারতীয় আপনার সাথে বাংলায় কথা বলছে ?
আমার এক পাকিস্তানী তরুণী সহপাঠী একদিন শ্রেণীকক্ষে কোন কিছু না ভেবেই আমার সাথে উর্দু বলা শুরু করলো,আমি সাথে সাথে তার প্রতিবাদ করে তাকে বললাম তুমি কি বলছ আমি বুঝতে পারছিনা তুমি আমার সাথে ইংরেজীতে কথা বল,আমি যদি বাংলায় কথাবলি তুমিকি আমার কথা বুঝতে পারবে ? আমার কথা শুনে তরুণীর মাথায় আকাশ ভেঙে পড়ল,অতি বিস্ময় নিয়ে আমাকে বলে ওমা তুমি উর্দু বুঝনা ! এইটাতো আন্তর্জাতিক ভাষা।মেয়েটার কথায় আমার বাঙালী রক্তে আগুন ধরে গেল আমি অত্যন্ত ক্ষোভের সহিত তাকে বললাম-শুনো মেয়ে,উর্দু কোন আন্তর্জাতিক ভাষা নয়,পরিচয়ে আমি বাঙালী,আমার আছে ইতিহাস গর্বের...
১৯৫২ সালে অনেক রক্তের দামে তোমাদের থেকে আমরা এই ভাষা কিনে নিয়েছি।আচ্ছা বলতো পৃথিবীর এমন কোন দেশ আছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে ? আমার দেশের ভাষা শহীদদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনে আজকে সারাবিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আমার ভাষা,আমার অহংকার।আমার বাংলাই আন্তর্জাতিক ভাষা যা কিনা পৃথিবী নামক গ্রহ ছাড়িয়ে এখন মঙ্গল গ্রহেও বিরাজমান।আমার জাতীয় সংগীতে আমি বুক ফুলিয়ে গাই - মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত...
আমার কথা শুনে তরুণী ও তার স্বদেশীরা একদম চুপ হয়ে গেল।শ্রেণীকক্ষে ওরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশী ছিল কিন্তু আমি আমার বাংলাকে,আমার ইতিহাসকে দিয়ে ওদের চুপ করিয়ে দিলাম।সেদিন সেখানে বাদবাকী যতক্ষণ ছিলাম একটা আত্মতৃপ্তি নিয়ে ছিলাম।সেদিনের ঘটনার সাক্ষী আমার বন্ধুপ্রতিম বড়ভাই সহপাঠী Mohi Alamgir,বড় বোন সহপাঠী Shumona Quddus ।আন্তরিক ধন্যবাদ আপনাদের আমাকে সমর্থন দেয়ার
জন্য।
পরিশেষে সকল প্রবাসী ভাই বোনদের আন্তরিক অনুরোধ জানাই-আসুন আমরা উর্দু ও হিন্দিকে বর্জন করি।বাংলাকে তুলে ধরি অনেক উচ্চতায়,সুরে সুর মিলিয়ে গাই - আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪৮
নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
আশা করি পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭
খেয়া ঘাট বলেছেন: একবারও কি ভেবে দেখেছেন-কোনদিন কোন পাকিস্তানী বা ভারতীয় আপনার সাথে বাংলায় কথা বলছে ?
আপনার প্রতি বুকের গহীন থেকে অনেক শ্রদ্ধা।