![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন আমার রূপের পুরে, সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ..
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম এবং রাজবধূ কেট মিডলটন দম্পতি আজ একটি ফুটফুটে ছেলে সন্তানের বাবা মা হয়েছেন। বিজ্ঞানের কল্যাণে এখন আলট্রাসনোগ্রাফি করে সন্তান ছেলে না মেয়ে হবে তা আগে থেকেই জানা সম্ভব।উইলিয়াম এবং কেট দম্পতি আলট্রাসনোগ্রাফি না করিয়ে সবাইকে চমক দিতে চেয়েছেন।ফলে বিশ্বের সব গণমাধ্যমে আজ সংবাদের শিরোনাম-its a boy.রাজপরিবারে আনন্দের বন্যা।
আলট্রাসনোগ্রাফি করালে এমন চমকপ্রদ আনন্দ পাওয়া যেত বলে মনে হয়না।
আন্তরিক অভিনন্দন উইলিয়াম এবং কেট দম্পতির জন্য।
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৯
নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: স্বাভাবিক সন্তান প্রসব মা ও শিশু উভয়ের জন্যই মঙ্গলজনক।জগতের সব মায়েরা তাঁদের স্বাভাবিক সন্তান প্রসব করুক এই কামনা করি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৯
খেয়া ঘাট বলেছেন: আগে থেকে জানার মাঝে কোনো আনন্দ নেই। তারপর বাচ্ছা টাও হয়েছে নরমাল ডেলিভারি। ভালোই লাগলো।