নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

a born dreamer

মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক ,সত্যেরে লও সহজে।

নূর আলম সিদ্দিকী রাসেল

নয়ন আমার রূপের পুরে, সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ..

নূর আলম সিদ্দিকী রাসেল › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১৭

কিছুদিন আগে আনিসুল হক স্যারের একটা লেখায় দেখলাম একটা ছেলে ফেসবুকে আপডেট দিয়েছে-"My Mum is very Sick,Friends pray for my mum".অথচ পাশের রুমে তার মা বিছানায় শুয়ে চটপট করছেন,ছেলেটা একটাবারের জন্য মাকে গিয়ে জিজ্ঞেস করে নাই-" মা তোমার এখন কেমন লাগছে ? " আর এইদিকে সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছে !

কাল রাতে ATN Banglay বৃদ্ধাশ্রমে আশ্রিতদের নিয়ে একটা অনুষ্ঠান দেখলাম,সেখানে দেখানো হয়েছে কেমন করে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষগুলো কত নির্দয়ভাবে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে।রিপোর্টার কয়েকজন বাবা মাকে জিজ্ঞেস করেছেন-" তাঁদের ছেলেমেয়ে থাকা সত্ত্বেও কেন আজ এই অবস্থা "? উত্তরে প্রত্যেক বাবা মা ই নীরবে চোখের জল ফেলেছেন।কাল রাতে অনুষ্ঠানটা দেখে অনেকক্ষণ কেঁদেছি ।

দেশের বাইরে থাকায় বাবা মা থাকার পরেও উনাদের সেবা করতে পারছিনা,নিজেকে খুব অপরাধী মনে হয়।একদিন বাবা মার সাথে ফোনে কথা না হলে কিছু ভালো লাগেনা।

তারা কতখানি দুর্ভাগা যারা বাবা মাকে কাছে পেয়েও দূরে ঠেলে দিয়েছে।একদিন তারাও তো বুড়ো হবে,আমার খুব জানতে ইচ্ছে করে কেমন লাগবে তাদের যেদিন তাদের ছেলেমেয়েরাও তাদেরকে দূরে ঠেলে দিবে ?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: দীর্ঘশ্বাস।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: http://www.youtube.com/watch?v=yE9RBj5woiQ

ভাইয়া,গানটা শুনে দেখবেন.।

২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: খেয়া ঘাট বলেছেন: দীর্ঘশ্বাস।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: সাবির ভাইয়া,আমি বুঝতে পেরেছি।
গানটা শুনলে মনের গহীনে একটা দুঃখ জাগানিয়া ভাবের সৃষ্টি হয় তাই উনাকে গানটা শুনতে বলেছি।অন্য কিছুনা।

৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫১

এহসান সাবির বলেছেন: আসলে লেখাটা পড়ে আমিও দীর্ঘশ্বাস ফেলেছি। ধন্যবাদ আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৪

নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: পাশে থাকবেন ভাইয়া।

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনার ইউটিউবের গানটা আমার একটা গল্পেও যোগ করা আছে। গল্পটি পড়ে দেখতেপারেন।নচিকেতার অমর সৃষ্টি।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৭

নূর আলম সিদ্দিকী রাসেল বলেছেন: ভাইয়া,গল্পটি অনেকক্ষন আপনার পেজে খুঁজেও পাইনি,লিঙ্কটা এখানে দিলে খুশী হবো ভাইয়া।

৫| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৫

খেয়া ঘাট বলেছেন: ছোটগল্প মানবকুকুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.