নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

a born dreamer

মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক ,সত্যেরে লও সহজে।

নূর আলম সিদ্দিকী রাসেল

নয়ন আমার রূপের পুরে, সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ..

নূর আলম সিদ্দিকী রাসেল › বিস্তারিত পোস্টঃ

আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৬





এই মেক্সিকান মানুষটির নাম অর্নুলফো কাস্তরেনা।গতবছর লন্ডনে অনুষ্ঠিত প্যারালিম্পিক আসরে তিনি মেক্সিকো দলের প্রতিনিধিত্ব করেছেন।তাঁর কোনো পা নেই, আছে শুধু মাত্র এক হাত তারপরও তিনি যে কারো চেয়ে অনেক ভালো সাঁতার কাটেন । তিনি মেক্সিকোর পক্ষে প্রথম পদক জয় করেছেন।



আর আমরা অনেকে হাত, পা সব নিয়েও আমাদের দৈনন্দিন জীবনের কাজ কর্মে কতোনা অলসতা আর অবহেলা করি ।

প্যারালিম্পিকে একজন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করার সুবাদে পদক জয়ের মতো বিরল ঘটনাটি দেখার সৌভাগ্য হয়েছে আমার ।পদক পেয়ে উনি যখন কাঁদছিলেন চোখের পানি ধরে রাখতে পারিনি...



ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,

পথে যদি পিছিয়ে পড়ি কভু॥

এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো

এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.