| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্গম গিরি
আমার সুখ নাই, এটা সত্য আমার দুঃক্ষ আছে, এটা মিথ্যা আছি আছি, আমি আছি...এটাই আসল কথা!!
এই গনজাগরন মঞ্চ আর কিছু পারুক আর না পারুক আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে আমার আসেপাশে কত দেশদ্রোহী আছে। যাদের এই দেশের জন্য কোন ভালোবাসা নেই। এই গনজাগরন মঞ্চ আমাকে একা করে দিয়েছে। আমি কোন দিন ভাবতে পারিনি যে শুধু রাজাকারের বিচার চাওয়ার কারনে আমাকে আমার বন্ধুরা দুরে সরিয়ে দিবে। আসলে আমি ভাবতেই পারিনি যে আমার খুব কাছের বন্ধুদের মধ্যেও জামাত শিবিরের লোক আছে। আর জানবো কিভাবে ?
যাদেরকে বছরে একবার নামায পরতে দেখতামনা তারাও এখন জামাত শিবিরের ঘোর পক্ষপাতি। যে ছেলে ঈদের দিন সকালে নামায না পড়ে সকাল দশটায় ঘুম থেকে উঠে চায়ের দোকানে এসে সিগারেট খায়। তার মুখেও শুনি গনজাগরন মঞ্চে যারা যায় তারা নাস্তিক।
দুঃখিত আমি লেখালেখি করিনা। তাই হয়ত নিজের মনের কথাগুলো সবাইকে বুঝাতে পারিনাই। আসলে আমি এই ব্লগে নতুন। গনজাগরন শুরুর পর আমি সামু সম্পর্কে জানতে পারি। আগে কোনদিন লেখালেখি করি নাই। শুধু এটুকুই সবাইকে বুঝাতে চাই যে আমি গনজাগরন মঞ্চের পক্ষে ছিলাম আছি থাকবো। কিন্তু এমন একটা প্রতিকুল পরিবেশে থাকবো তা কখনো ভাবিনাই। অনেকেই আছেন যারা চাইলেই দেশের জন্য অনেক কিছু করতে পারেন। প্লিজ যতটুকু পারেন করেন। আমি যদি একা একা শাহবাগ গিয়ে সারারাত থাকতে পারি, অজানা ভয় নিয়ে বন্ধুদের সামনে একা দাড়াতে পারি, তো আপনারা কেন পারবেননা ??
©somewhere in net ltd.