![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!
"গুণ্ডারা আম্মুকে মারসে। ওরা হোন্ডা নিয়া দাঁড়ায়সিলো। হুম, তিনজন। তারপর একজন দৌড়ায়ে আমাদের দিকে আইসা আম্মুকে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিছে। আরেকজন গুলি মারসে"
আতঙ্কিত চোখমুখ নিয়ে কথাগুলো গণমাধ্যমকর্মীদের জানায় পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও গৃহিণী মাহমুদা খানম মিতু দম্পতির ছেলে আক্তার মাহমুদ মাহির (৭)। তাকে স্কুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হাতে নিহত হন মিতু।
একজন দায়িত্ববান পুলিশ অফিসারের পরিবারের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারন মানুষ আশ্রয় নিবে কোথায় ?
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:১২
চাঁদগাজী বলেছেন:
দেশে ১৭ কোটী লোক, ২৬ লাখ লোক সরকারী কর্মচারী, ৯০ হাজার পুলিশ, ৩ লাখ সৈন্য; হত্যাকারীরা কত জন; সমস্যা কোথায়?