নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মুক্তি মুন্না

আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!

মুক্তি মুন্না › বিস্তারিত পোস্টঃ

কোর্টের নির্দেশনা অমান্য যখন পুলিশ বা আইন শৃংখলা বাহিনী করে তখন?

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

জঙ্গি দমনে” দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম দিন দেড় ১,৫৭০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগ বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। গত ২৪ মে সুপ্রীম কোর্ট হাইকোর্টের একটি রায় বহাল রাখে, যাতে বলা হয়েছে: আটকাদেশ (ডিটেনশন) দেয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারবে না; কাউকে গ্রেফতার করার সময় পুলিশ তার পরিচয় দেখাতে বাধ্য থাকবে; গ্রেফতারের তিন ঘন্টার মধ্যে গ্রেফতারকৃতকে এর কারণ জানাতে হবে; গ্রেফতারকৃতের নিকটাত্মীয়কে এক ঘন্টার মধ্যে টেলিফোন বা বার্তাবাহক মারফত তাদের স্বজন গ্রেফতারের খবর জানাতে হবে; গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে গ্রেফতারকৃতের আইনজীবী ও নিকটাত্বীয়ের উপস্খিতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে; জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে; পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট মেডিকেল বোর্ড গঠন করবেন; পুলিশ বা কারা হেফাজতে কেউ মারা গেলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে তা তদন্তের ব্যবস্খা করবেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাই কোর্টের এই সব নির্দেশনা অমান্য করেই গণ গ্রেফতার চলছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: তারা মনে করছে, তাদের এই নাটক জনগণ ধরতে পারবে নাহ!! X(
যাইয়া দেখেন, যে কয়জন গ্রেপ্তার হইছে তাদের মোধ্যে একজন ও জঙ্গি নেই। X(

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মুক্তি মুন্না বলেছেন: সহমত

২| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মুক্তি মুন্না বলেছেন: খাঁটি একখান কথা ভাই, কুপাকুপি করে ২/৩ জনে আর এই পাগলের দল ধরতেছে সারা বাংলার মানুষদেরে, এরা চায় কি?

৩| ১২ ই জুন, ২০১৬ দুপুর ১:০৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এরা কি চায়, সেটা ই স্পষ্ট ই

১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩৬

মুক্তি মুন্না বলেছেন: আজীবন ক্ষমতাকে কুক্ষিগত করাই তাদের মুল টার্গেট মনে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.