নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মুক্তি মুন্না

আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!

মুক্তি মুন্না › বিস্তারিত পোস্টঃ

যে কারনে চিরকুমার ছিলেন ঢাবির সাবেক ভিসি মনিরুজ্জামান মিঞা, শুনলে চোখে জল চলে আসবে!

১৩ ই জুন, ২০১৬ রাত ১০:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা তাঁর প্রেমিকাকে ভালোবেসে কোনোদিন বিয়ে করেননি। একটি ভুল বুঝাবুঝির কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন মনিরুজ্জামানের প্রেমিকা। সেই থেকে আজীবন অকৃতদার ছিলেন এই শিক্ষক। আজ ফেসবুকে দেয়া এক স্ট্যটাসে এমনটি জানিয়েছেন সাংবাদিক ফজলুল বারী।
সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে অধ্যাপক মনিরুজ্জামান মিঞা মারা যান।
এরপর ফেসবুকে ফজলুল বারী লিখেন-
প্রফেসর মনিরুজ্জামান মিঞা মারা গেছেন। নিপাট একজন ভদ্রলোক মানুষ ছিলেন তিনি। তাকে শিরোনাম করে আমার একটা লেখা নিয়ে এক সময় আলোড়ন হয়েছিল। লেখাটার শিরোনাম ছিল “মনিরুজ্জামান মিঞা বিড়াল ভালোবাসেন”! ঘটনাটা একটু সবার সংগে শেয়ার করি আজ।
মনিরুজ্জামান মিঞা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন সহপাঠিনী এক হিন্দু মেয়ের সংগে তার প্রেম হয়। এক পর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

পরিকল্পনাটি ছিল অমুক দিন অমুক সময়ে তারা আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে আসবেন। এরপর তারা অমুক ট্রেনে চড়ে পালাবেন। পরিকল্পনামতো প্রেমিকা মেয়েটি স্টেশনে আগেভাগে চলে এসেছিল। কিন্তু মনিরুজজামান মিয়া যে পথে আসেন তার আসতে কিছুটা দেরি হয়। এরমাঝে ট্রেন চলে এসেছে স্টেশনে! প্রেমিকা মেয়েটি মনে করে প্রেমিক মনিরুজ্জামান মিঞা তার সংগে বিশ্বাসঘাতকতা করেছে! এরপর ঘটে যায় সেই করুণ বিয়োগাত্নক ঘটনা! প্রেমিককে ভুল বুঝে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে মেয়েটি! মনিরুজ্জামান মিঞা ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে মানুষের ভিড দেখেন! ভিড় ঠেলে দেখেন সব শেষ! দেখেন তার প্রেমিকার সদ্য ট্রেনে কাটা রক্তাক্ত লাশ!

এই ঘটনাটি তার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে! জীবনে আর কখনো বিয়ে করেননি মনিরুজ্জামান মিঞা! বিড়াল ভালোবাসতো তার প্রেমিকা। প্রেমিকার স্মৃতি ধরে রাখতে বিড়াল পোষা শুরু করেন প্রেমিক মনিরুজ্জামান। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, তখনো তার অনেকগুলো পোষা বিড়াল ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায়। এই বিড়ালগুলোই ছিল তার প্রেম। তার নিহত প্রেমিকার স্মৃতি।

গত কিছুদিন আগে ফেসবুকে একটা পোষ্ট দেখে মনিরুজ্জামান মিঞাকে নিয়ে আবার লিখেছিলাম। তার সম্পত্তি গ্রাস করতে তাকে এক বাসায় বন্দী করে রেখেছে তার কোন এক স্বজন! ওই অবস্থায় বন্দী থাকতে থাকতে তার মধ্যে মানসিক বৈকল্যের সৃষ্টি হয়। আমার আশা ছিল পোষ্টটি দেখে তাকে ওই অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে আসবে বিএনপির কেউ একজন। কারন মনিরুজ্জামান মিঞা বিএনপির শিক্ষক নেতা, খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ছিলেন। কিন্তু বিএনপি বা কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি! মনিরুজ্জামান মিঞার স্মৃতির প্রতি অনেক শ্রদ্ধা। ভালো থাকুন স্যার।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮

বিজন রয় বলেছেন: সে কি!!

এ যে এক করুন কাহিনী।

১৩ ই জুন, ২০১৬ রাত ১১:০১

মুক্তি মুন্না বলেছেন: হ্যাঁ ভাই, আমি সেটা আগে জানতাম না, সত্যিই বিরল!

২| ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:০০

গেম চেঞ্জার বলেছেন: একটা খাঁটি মানুষকে হারালাম আমরা! :(

১৩ ই জুন, ২০১৬ রাত ১১:০৩

মুক্তি মুন্না বলেছেন: সবাই হয়তো এটা মেনে নিতে পারবেনা, কিন্তু আমার কাছেও একজন খুব খাটি মানুষ ছিলেন তিনি ভাই

৩| ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা!

অন্যরকম ভালমানুষের করুন কাহিনীতে স্তব্দ!

আল্লাহ উনার রুহকে মুক্তি দিন।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৬

মুক্তি মুন্না বলেছেন: আমীন

৪| ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সত্যি হলে হৃদয়বিদারক। তবে রেডিও মুন্না টাইপ পেজেও দেখলাম তো, রুপকপ্তহাও হতে পারে।

পোস্ট কি কোথা থেকে কপিপেস্ট করা? করলে বলে দিয়েন। এইটা নুন্যতম ভদ্রতা।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৯

মুক্তি মুন্না বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে, হ্যাঁ এটা সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের ফেইসবুক স্টেটাস থেকে অধিকাংশটা নেয়া হয়েছে!

৫| ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:৪০

বেলায়েত হােসেন ইমন বলেছেন: ভালোবাসা বিস্ময়কর ! আরেকটু অপেক্ষা করলেই পারতো।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:৪০

মুক্তি মুন্না বলেছেন: অভিমান তো এমনি হয়! অপেক্ষা জিনিষটাকে আমরা অনেকেই হেইট করি, তার বেলায়ও হয়েছে

৬| ১৪ ই জুন, ২০১৬ রাত ১২:১৫

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোবাসা আসলে এমনই হওয়া উচিৎ।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৩

মুক্তি মুন্না বলেছেন: ভালবাসাটা যে এক তরফা!! তাই স্বাদটা ও অন্যরকম

৭| ১৪ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: একটা খাঁটি মানুষকে হারালাম আমরা! :(

বিদ্রোহী ভৃগু বলেছেন: তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা!

অন্যরকম ভালমানুষের করুন কাহিনীতে স্তব্দ!

আল্লাহ উনার রুহকে মুক্তি দিন


আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাত নসীব করুন,,,আমীন।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:৪১

মুক্তি মুন্না বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.