নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মুক্তি মুন্না

আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!

মুক্তি মুন্না › বিস্তারিত পোস্টঃ

মাহে রমজানে নাচ-গান নিষিদ্ধ করলো পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:০০

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া নাচ-গান এবং ড্রামসহ কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করেছে। চলতি রমজান মাসজুড়ে দেশটিতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গতকাল সোমবার দেশটির সরকারের এক মুখপাত্র পুলিশের এই নিষেধাজ্ঞার কথা জানান।

গত ডিসেম্বরে গাম্বিয়াকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেন এর প্রেসিডেন্ট ইয়াহইয়া জাম্মেহ। এমন ঘোষণার কয়েক মাস পরই রমজানে নাচ-গান ও ড্রাম বাজানো নিষিদ্ধ করা হলো।

গাম্বিয়া পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, রমজানে মাসজুড়ে দিনে অথবা রাতে এমন কোনো উৎসব বা আয়োজন করা যাবে না, যেখানে নাচ-গান এবং ড্রামসহ কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের গ্রেপ্তার করা হবে এবং কোনো আপস ছাড়াই আইনের আওতায় নেওয়া হবে।

গাম্বিয়া পুলিশের মুখপাত্র লামিন এনজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশের নিষেধাজ্ঞা জনগণ মেনে নিয়েছে। এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্যের কোনো অভিযোগ পাওয়া যায়নি।





গত ডিসেম্বরে গাম্বিয়াকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করা হলেও দেশটির সংখ্যালঘু খ্রিস্টানদের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছিল। ওই সময় নারীদের জন্য নির্দিষ্ট কোনো পোশাকের বিধান রাখা হয়নি। ইসলামিক রাষ্ট্র ঘোষণার কয়েক সপ্তাহ পরই সরকারি নারী কর্মচারীদের মাথা ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারি ফাঁস হওয়া নথিতে এই নির্দেশের কথা জানা যায়। তবে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জাম্মেহ পোশাকের ওই নির্দেশ তুলে নেওয়ার কথা জানান।

সাবেক ব্রিটিশ উপনিবেশ গাম্বিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। এর মধ্যে ৯০ শতাংশই মুসলমান। বাকি জনগোষ্ঠীর ৮ শতাংশ খ্রিস্টান এবং ২ শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী। ৫০ বছর বয়সী গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জাম্মেহ সাবেক সামরিক কর্মকর্তা। ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই তিনি শক্ত হাতে দেশ শাসন করছেন।
হে আল্লাহ আমাদের মাতৃভমিতেও এমনি ভাবে আইন করে যেন সকল বেহায়াপনা ও বেলেল্লাপনার বিরুদ্ধে সোচ্ছার হওয়া যায় সেই তওফিক্ব দান করো!

- See more at: Click This Link

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:১৯

মোস্তফা ভাই বলেছেন: কিন্তু খুন , নারী / শিশু ধর্ষণ পুরোদমে চলবে।

১৬ ই জুন, ২০১৬ রাত ১২:৫৪

মুক্তি মুন্না বলেছেন: আমার মনে হয় ঐ গুলোও কন্ট্রোল করবে!

২| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৪

মোস্তফা ভাই বলেছেন: ফকিরনীর দেশ।

১৬ ই জুন, ২০১৬ রাত ১:২৩

মুক্তি মুন্না বলেছেন: গাম্বিয়া এমন এক প্রতিকুল আবহাওয়ার দেশ সেখানে যদি লন্ডন আমেরিকা থাকতো তো কি যে অবস্থা হতো আল্লাহই ভাল জানেন! জানেন তাদের জনসংখ্যার কত পার্সেন্ট লোক কাজ করে? ৭৫% লোক তারা জমিতে পরিশ্রম করে খায়, আর বাংলাদেশে আমরা ৩০-৩৫% লোক ক্ষেত কৃষি করে খায়! যদিও বাংলাদেশের জেডিপি অনেক উপরে সেটার সাথে মিলিয়ে তাদের সাথে আমরা পেরে উঠতে পারব না, ফকিরনীর দেশ কোনোটাই নয়, চিন্তা করলে দেখবেন আমরাও কম কিসে? ভিক্ষাবৃত্তির খতিয়ানে আমরাই গাম্বিয়ার চেয়ে এগিয়ে!

৩| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৮

শাহজালাল হাওলাদার বলেছেন: মস্তফা ভাইকে বলছি, অর্থনৈতিক সচ্ছলতাই কি তাহলে মানুষকে ধর্ম বিমুখ করে?

১৬ ই জুন, ২০১৬ রাত ১২:৫৭

মুক্তি মুন্না বলেছেন: উনি এ বিষয়টা জানেন না, তাদের মধ্য যা আছে তা বাংলাদেশে নাই! ধন্যবাদ আপনাকে

৪| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

মোস্তফা ভাই বলেছেন: শাহজালাল হাওলাদার কে বলছি, দেশের মানুষের পেটে ভাত নাই আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এসব গরীব দেশের মানুষের দরকার কাজ, দরকার পেটে খাদ্য..... ধর্ম এদের দরকার নাই। আগে পেটে ভাত তারপর সময় থাকলে ধর্ম।

১৬ ই জুন, ২০১৬ রাত ১:০১

মুক্তি মুন্না বলেছেন: একজন মুসলমান যখন ধর্মীয় অনুশাসন মেনে চলে, পেটের জন্য কাজ করা তার ইবাদত হবে! কাজ কর্মের ব্যবস্থা যিনি করবেন তার গুলামি করলে তিনি কাজ কর্মের ব্যবস্থা করে দিবেন!

৫| ১৫ ই জুন, ২০১৬ রাত ১২:১৬

শাহজালাল হাওলাদার বলেছেন: তাহলে সাহাবীদের ব্যপারে কি বলবেন।

৬| ১৫ ই জুন, ২০১৬ রাত ২:৩০

মহা সমন্বয় বলেছেন: সুবাহানাল্লাহ... বাংলাদেশেও এ আই্ন চালু করা হউক। মাহে রমজানের এ সংযম ছড়িয়ে পড়ুক সারা বছর।

১৬ ই জুন, ২০১৬ রাত ১:০৩

মুক্তি মুন্না বলেছেন: হ্যাঁ ভাই দোয়ার পাশাপাশি আমাদের কাজ করে যেতে হবে!

৭| ১৬ ই জুন, ২০১৬ রাত ২:০০

আরণ্যক রাখাল বলেছেন: আরেকটা দেশ গেল।
নষ্ট।
বালের মেজাজটাই গরম হয়ে গেল

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মুক্তি মুন্না বলেছেন: না ভাই মেজাজটাও টান্ডা রাখুন! এমনিই গরম তো আগুন লেগে যেতে পারে!

৮| ১৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৫২

মোস্তফা ভাই বলেছেন: চলো সব পাথর যুগে ফিরে যাই।

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

মুক্তি মুন্না বলেছেন: সেটা আপনার ইচ্ছার উপর নয়! আপনার ইচ্ছাকে যিনি বাস্তবতা দেন তার হুকুমের উপর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.