নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মুক্তি মুন্না

আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!

মুক্তি মুন্না › বিস্তারিত পোস্টঃ

গ্রেপ্তারের হিসেব নিতে নাকি সচিবালয়ে আমেরিকার বার্নিকাট? কেন?

১৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৩

এ পর্য্ন্ত যা ঘটেছে আ'লীগ সরকার আসার পর এথেকে, কই কিছুই তো করতে পারলো না,
প্রেস ব্রিফিং আর নিউজ নিয়ে নাটক করে চলেছে, এখন এমন নাটক না করে চাপ প্রয়োগ করুক! বাংলালাদেশী জনগন এটাই চায়!

আজ যে নিউজটি তারা দিল---
বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি গ্রেপ্তারের নামে গণগ্রেপ্তারের বিষয়ে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তর‍াষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বুধবার দুপুরে সচিবালয়ে তার সঙ্গে বৈঠকের পর আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূত চলমান অভিযানে গ্রেপ্তারের বিষয়ে জানতে চেয়েছেন।

“তিনি (রাষ্ট্রদূত) বলেছেন, এটা হিউজ নাম্বার গ্রেপ্তার করা হয়েছে,” বলেন মন্ত্রী।

গত এক বছরে সন্দেহভাজন জঙ্গি হামলায় লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশি, ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলার পর গত ৫ জুন চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের পর ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে পুলিশ।

সপ্তাহব্যাপী এই অভিযানের প্রথম তিন দিনে গ্রেপ্তার ৮ হাজার জনের মধ্যে অন্তত ২১ শ’ জন বিএনপির নেতা-কর্মী বলে দলটির দাবি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আগের মতো এদিনও বলেন, পুলিশের এই অভিযানের কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য নেই’। ‘টার্গেট কিলিং’, রোজা ও ঈদকে সামনে রেখে নিরাপত্তার অংশ হিসেবে এই পদক্ষেপ বলে রাষ্ট্রদূতকেও জানান তিনি।

বার্নিকাটের তোলা ‘হিউজ নাম্বারের’ বিষয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, “আমি তাকে বলেছি, বাংলাদেশে ৬৩০টি থানা রয়েছে। প্রতি থানায় যদি প্রতিদিন ২০ জনও গ্রেপ্তার হয়, তাহলেও সংখ্যা অনেক হয়।

“এছাড়া অন্যান্য সময় সারাদেশে গড়ে বিভিন্ন অভিযোগে ২ হাজার আটক বা গ্রেপ্তার হয়। সুতরাং সেই বিবেচনায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের সংখ্যার সঙ্গে তেমন একটা তারতম্য নেই।”

যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহভাজন জঙ্গি বলে দাবি করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের অভিযানে সারাদেশে মোট ১৬৬ জন জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে। গত চারদিনে মোট গ্রেপ্তারের সংখ্যা ১১ হাজার ৩০৭ জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.