![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার প্রতিবাদে ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ। শুক্রবার জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
এতে এমন কি হয়েছে যে, তান্ডব চালাতে হবে? এদের জন্য এসবই কিছুনা! এরা এখানে কি মাস্তানী গুন্ডামী করতে বা ডিগ্রী নিতে এসেছে?
এরা যখন তাদের ডিগ্রী নিয়ে দেশের কোন ব্যবসা প্রতিস্টানে, অফিসে, স্কুল, কলেজে চাকুরী করতে যাবে ভাবুন একবার! এরা দেশ সেবা কিভাবে করবে?
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:২৬
মুক্তি মুন্না বলেছেন: ধন্যবাদ হ্যাঁ আমিও আপনার সাথে একমত! কিন্তু শুনে আসছি তিনি নাকি দেশের নির্বাচিত প্রথম রাস্ট্রপতি! তো তাদের অনেক নেতাই এমন ভাবে ভাষন দেয়! জানিনা সত্য মিথ্যা
২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৪৯
নীলাকাশ ২০১৬ বলেছেন: আমার চিন্তা মিডিয়া কাভারেজ নিয়া। ৭১ টিভির মত চরম সাম্প্রদায়িক টিভি যেখানে বলছে এগুলা ছাত্রলীগের কাম, চ্যানেল আইয়ের মত 'ল্যান্জা দেখা যায়' টাইপ টিভি সেখানে বলছে এইটা নাকি 'সাধারণ' ছাত্রদের 'আন্দোলন'
সাধারণ ছাত্রদের খেয়ে দেয়ে আর কাজ নেই - আওয়ামী পদ লেহন করতে যাবে!
৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৫৬
রায়হানুল এফ রাজ বলেছেন: ইতিহাসের বিকৃতি তো তারাই করেছে।
৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই আছে। ফালতু ছাত্র রাজনীতি বন্ধ করার কথা আসলে এই সব বুদ্ধিজীবিরাই মানা করে। এখন লাও ঠ্যালা সামলাও....
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:২১
মানবী বলেছেন: বিএনপি, আওয়ামিলীগ বা বাংলাদেশের অন্যকোন রাজনৈতিক দলকে সমর্থন করিনা তবে জিয়াউর রহমানকে প্রচন্ড পছন্দ করি। ঈর্ষাকাতর নিন্দুকেরা যাই বলুক বাংলাদেশের ইতিহাসের সর্ব শ্রেষ্ঠ নেতা ছিলেন জিয়াউর রহমান, হোক না তাঁর পরনে ছিলো জলপাই পোষাক!
তবে তিনি তো বাংলাদেশের প্রধম রাষ্ট্রপতি ছিলেননা। তাঁকে প্রথম রাষ্ট্রপতি বলাটা নিরেত মূর্খতা ছাড়া কিছু নয়।
আর ছাত্রলীগ জলাতংকগ্রস্থ শ্বাপদ পালের মতো, কারনে অকারনে তান্ডব, হামলা, আক্রমণ আর সন্ত্রাস এদের চারিত্রিক বৈশিষ্ট! এরা ভদ্র, যৌক্তিক শালীন আচরন করবে এমন আশা করাটাও মূর্খতা!
ভালো থাকুন।