নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে সন্দিহান ছিলাম এবং এখনো আছি। আমি পথিক হয়ে আসলে কোথায় যাচ্ছি, এর শেষ কি হবে তা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। কিন্তু আমি হেঁটে চলছি অবিরত। আমি নিজেকে মেঘের সাথে তুলনা করতে পছন্দ করি, একদিন সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমিও ---

মুক্তি মুন্না

আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!

মুক্তি মুন্না › বিস্তারিত পোস্টঃ

কওমীর সনদের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩২


কওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করা হলো।

আজ বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং ভারতের দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি করে এই সমমান দেওয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সমমান দেওয়ার লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি (পদাধিকার বলে) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে সরকারের কোনো প্রতিনিধি রাখা হয়নি।

এ কমিটি সনদবিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে। কমিটির নিবন্ধিত মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্সের সমমান বলে বিবেচিত হবে। এ কমিটির অধীনে ও তত্ত্বাবধানে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিটি সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সময় নির্ধারণ, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল ও সনদ তৈরিসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য এক বা একাধিক উপকমিটি গঠন করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়গুলো অবহিত করবে কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কমিটি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার বিপক্ষ মনে হয়, শক্তিশালী হয়ে গেছে কোনভাবে; অথবা, উনি সাধারণ শিক্ষিতদের উপর আস্হা হারায়েছেন।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

মুক্তি মুন্না বলেছেন: না, উনি বুঝতে পেরেছেন! নতুবা নির্বাচন যে আসছে এর ভয়ে!

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


নির্বাচনে আপনি ভোট দেবেন না উনাকে, সেটা উনি টের পেয়েছেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

মুক্তি মুন্না বলেছেন: তাই নাকি?

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৮

আলোকিত মানুষ১২৩ বলেছেন: আলিয়া মাদ্রাসা শিবির তৈরির কারখানা। তাই আলিয়া মাদ্রাসা বন্ধ করা উচিত

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪

মুক্তি মুন্না বলেছেন: না ভাই তারা এটা চায় না, আমরা সবাই মিলেমিশে পড়ি এটাই কাম্য

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫

ইফতি সৌরভ বলেছেন: আলিয়া মাদ্রাসা গুলোতে এখন চাপ কমবে বলে আশা করি । আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনও ইসলাম মনা এবং বিভিন্ন সময় বিভিন্ন 'মানত' এর কারণে মাদ্রাসা গুলো আরও অনেক দিন থাকবে, ছাত্রের অভাব হবে না। মন্দের ভালো হল, আলিয়াপন্থীরা কট্টর জামাত হয় যা এখন কমবে বলে আশা করি ।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

মুক্তি মুন্না বলেছেন: ঠিকই

৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: যাহোক এখন অনেক টুপি ও দাড়িওয়ালা দেখা যাবে , একসময়তো মনে হয়েছিল এ গুলি উঠে যাবে ।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

মুক্তি মুন্না বলেছেন: তা তো বটেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.